Ajker Patrika

আজ শেষ হচ্ছে প্রাচ্যনাটের মাসব্যাপী আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৩৫
জলের গানের সদস্যরা। ছবি: সংগৃহীত
জলের গানের সদস্যরা। ছবি: সংগৃহীত

২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বেলা ৩টায় থাকছে শিশুদের জন্য নাটক, পাপেট শো, ক্র্যাফট মেকিং ওয়ার্কশপ। অংশগ্রহণে বটতলা, জলছবি, জলপুতুল পাপেটস। বিকেল ৫টায় চিত্রশালার লবিতে রয়েছে প্রাচ্যনাটের পরিবেশনায় লাঠিখেলা। সন্ধ্যা ৬টায় থাকছে নৃত্যায়োজন ‘সৃজনে সংগ্রামে ২৯’, পরিবেশনায় প্রাচ্যনাট কোরিওগ্রাফি টিম।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে সংগীতায়োজন প্রাচ্যনাটের নাটকের গান ‘ফুল পাখি ও নদীর গান’। পরিবেশনায় প্রাচ্যনাট। এরপরে ‘প্রাণের মানুষের গান’ শিরোনামে সংগীতানুষ্ঠানে গান শোনাবে গানের দল জলের গান, সর্বনাম ও বটতলা। এ ছাড়া দিনব্যাপী থাকছে শিল্পকর্ম ও নাটকের আলোকচিত্র প্রদর্শনী।

নব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন নাট্যদল প্রাচ্যনাট। দলের নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তখন থেকে নাট্যদলটি যেমন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি বিভিন্ন ওয়ার্কশপ ও প্রশিক্ষণের মাধ্যমে নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত