বিনোদন ডেস্ক
নতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত খবর। সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ফারজির দ্বিতীয় সিজনের কাজ শুরু করেছেন নির্মাতারা।
ফারজি সিরিজে শহিদের চরিত্রের নাম সানি, ভালো চিত্রশিল্পী। নিজের মৌলিক ছবি বিক্রি হয় না, তাই বিভিন্ন জনপ্রিয় শিল্পীর চিত্রকর্মের কপি তৈরি করে। এভাবে টেনেটুনে দিন চলে তার। গল্প শুরু হয় একটি সংবাদপত্রকে ঘিরে। ক্রান্তি নামের সেই সংবাদপত্র চালায় সানির ঠাকুরদা। কিন্তু সার্কুলেশন খুবই কম। ধারদেনা অনেক। প্রায় বন্ধ হওয়ার মুখে। এ অবস্থায় পত্রিকাটির দায়িত্ব নেয় সানি। তার মাথায় আসে দুর্দান্ত প্ল্যান। সেই প্ল্যানই রাতারাতি তাকে কোটিপতি বানিয়ে দেয়।
যেহেতু সানি ভালো চিত্রশিল্পী, তাই সে নোটের কপি আঁকে। তারপর ক্রান্তি পত্রিকার প্রেসে সেটা নিয়ে দীর্ঘদিন নিরীক্ষা করে। একপর্যায়ে সফল হয়। আসল নোটের মতো হুবহু নোট বানাতে সক্ষম হয়। তারপর সেই নোট বাজারে ছাড়তে শুরু করে। অবস্থা ফেরে সানির। তবে অল্প দিনেই গোয়েন্দাদের চোখে পড়ে। তার পেছনে ছায়ার মতো লেগে যায় দুঁদে গোয়েন্দা অফিসার মাইকেল ওরফে বিজয় সেতুপতি। এর পাশাপাশি ড্রাগ মাফিয়া কে কে মেনন তো রয়েছেনই।
ফারজিতে সানি-মাইকেলের দৌড় শেষ হয়ে যায়নি। কোনোভাবে পুলিশের হাত থেকে পালানো সানি এরপর কী করতে চলেছে, মাইকেল আদৌ তাকে পাকড়াও করতে পারবে কি না, সে অপেক্ষা জিইয়ে রেখে শেষ হয়েছিল প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আবার মুখোমুখি হবে তারা।
নির্মাতা রাজ ও ডিকে এখন ব্যস্ত ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের শুটিং নিয়ে। এরপর শুরু করবেন ফারজির কাজ। এরই মধ্যে গল্প নিয়ে শহিদের সঙ্গে আলোচনা হয়েছে নির্মাতাদের। এ বছরের ডিসেম্বরে ফারজির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।
নতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত খবর। সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ফারজির দ্বিতীয় সিজনের কাজ শুরু করেছেন নির্মাতারা।
ফারজি সিরিজে শহিদের চরিত্রের নাম সানি, ভালো চিত্রশিল্পী। নিজের মৌলিক ছবি বিক্রি হয় না, তাই বিভিন্ন জনপ্রিয় শিল্পীর চিত্রকর্মের কপি তৈরি করে। এভাবে টেনেটুনে দিন চলে তার। গল্প শুরু হয় একটি সংবাদপত্রকে ঘিরে। ক্রান্তি নামের সেই সংবাদপত্র চালায় সানির ঠাকুরদা। কিন্তু সার্কুলেশন খুবই কম। ধারদেনা অনেক। প্রায় বন্ধ হওয়ার মুখে। এ অবস্থায় পত্রিকাটির দায়িত্ব নেয় সানি। তার মাথায় আসে দুর্দান্ত প্ল্যান। সেই প্ল্যানই রাতারাতি তাকে কোটিপতি বানিয়ে দেয়।
যেহেতু সানি ভালো চিত্রশিল্পী, তাই সে নোটের কপি আঁকে। তারপর ক্রান্তি পত্রিকার প্রেসে সেটা নিয়ে দীর্ঘদিন নিরীক্ষা করে। একপর্যায়ে সফল হয়। আসল নোটের মতো হুবহু নোট বানাতে সক্ষম হয়। তারপর সেই নোট বাজারে ছাড়তে শুরু করে। অবস্থা ফেরে সানির। তবে অল্প দিনেই গোয়েন্দাদের চোখে পড়ে। তার পেছনে ছায়ার মতো লেগে যায় দুঁদে গোয়েন্দা অফিসার মাইকেল ওরফে বিজয় সেতুপতি। এর পাশাপাশি ড্রাগ মাফিয়া কে কে মেনন তো রয়েছেনই।
ফারজিতে সানি-মাইকেলের দৌড় শেষ হয়ে যায়নি। কোনোভাবে পুলিশের হাত থেকে পালানো সানি এরপর কী করতে চলেছে, মাইকেল আদৌ তাকে পাকড়াও করতে পারবে কি না, সে অপেক্ষা জিইয়ে রেখে শেষ হয়েছিল প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আবার মুখোমুখি হবে তারা।
নির্মাতা রাজ ও ডিকে এখন ব্যস্ত ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের শুটিং নিয়ে। এরপর শুরু করবেন ফারজির কাজ। এরই মধ্যে গল্প নিয়ে শহিদের সঙ্গে আলোচনা হয়েছে নির্মাতাদের। এ বছরের ডিসেম্বরে ফারজির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
৪ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১৫ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১৭ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
১৭ ঘণ্টা আগে