জামাল মল্লিক নির্মাণ করেছেন ঈদ বিশেষ টেলিফিল্ম ‘সুগন্ধি’। এতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, সায়েম সামাদ প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন। এস এ এন্টারটেইনম্যানের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ব্যারিস্টার আরশান আলী সাইফ। টেলিফিল্মটি প্রসঙ্গে জামাল মল্লিক বলেন,‘আমার প্রতিটি নাটকে কিংবা টেলিফিল্মে কোন না কোন বার্তা থাকে। এই টেলিফিল্মেও আছে। সুগন্ধি-নামটি শুনেই হয়তো অনেকেই আঁচ করতে পারেন তা কেমন ধরনের গল্পের টেলিফিল্ম হতে পারে। গল্প অনুযায়ী আমি শিল্পী নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ইয়াশ এবং নিশাত দুজনই দুর্দান্ত অভিনয় করেছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’
নাটকটিতে নিজের ছেলের অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘ইয়াশ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করছে। ওর মধ্যে ভালো করার প্রবল চেষ্টাটা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও টেলিফিল্মটিতে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’
টেলিফিল্মের রচয়িতা সুস্ময় সুমন জানান, গল্পটি লাশকাটা ঘরের, গল্পটি একজন ডোমের ছেলের পারিপার্শ্বিকতা নিয়ে, একজন ডোমের ছেলের জীবন যুদ্ধের গল্প নিয়ে সাজানো এই সুগন্ধি গল্পটি। ডোমের গল্প নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে কিন্তু একজন ডোমের ছেলের জীবনমুখী গল্প এবার প্রথম তুলে ধরা হয়েছে একেবারেই জীবনের শেকড় থেকে। যেখানে দর্শক কখনো বিনোদিত হবে কখনো কাঁদবে কখনো ভাবিয়ে তুলবে ডোমের প্রেক্ষাপট নিয়ে।’
এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সুগন্ধি’ টেলিফিল্মটি প্রচার হবে। ইয়াশ- নিশাত জুটি নিয়ে জামাল মল্লিক এর আগে আরো তিনটি কাজ করেছেন।
জামাল মল্লিক নির্মাণ করেছেন ঈদ বিশেষ টেলিফিল্ম ‘সুগন্ধি’। এতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম। আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, সায়েম সামাদ প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন। এস এ এন্টারটেইনম্যানের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ব্যারিস্টার আরশান আলী সাইফ। টেলিফিল্মটি প্রসঙ্গে জামাল মল্লিক বলেন,‘আমার প্রতিটি নাটকে কিংবা টেলিফিল্মে কোন না কোন বার্তা থাকে। এই টেলিফিল্মেও আছে। সুগন্ধি-নামটি শুনেই হয়তো অনেকেই আঁচ করতে পারেন তা কেমন ধরনের গল্পের টেলিফিল্ম হতে পারে। গল্প অনুযায়ী আমি শিল্পী নিয়ে কাজ করার চেষ্টা করেছি। ইয়াশ এবং নিশাত দুজনই দুর্দান্ত অভিনয় করেছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’
নাটকটিতে নিজের ছেলের অভিনয় প্রসঙ্গে শিল্পী সরকার অপু বলেন, ‘ইয়াশ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করছে। ওর মধ্যে ভালো করার প্রবল চেষ্টাটা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও টেলিফিল্মটিতে অভিনয় করেছি। দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’
টেলিফিল্মের রচয়িতা সুস্ময় সুমন জানান, গল্পটি লাশকাটা ঘরের, গল্পটি একজন ডোমের ছেলের পারিপার্শ্বিকতা নিয়ে, একজন ডোমের ছেলের জীবন যুদ্ধের গল্প নিয়ে সাজানো এই সুগন্ধি গল্পটি। ডোমের গল্প নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে কিন্তু একজন ডোমের ছেলের জীবনমুখী গল্প এবার প্রথম তুলে ধরা হয়েছে একেবারেই জীবনের শেকড় থেকে। যেখানে দর্শক কখনো বিনোদিত হবে কখনো কাঁদবে কখনো ভাবিয়ে তুলবে ডোমের প্রেক্ষাপট নিয়ে।’
এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সুগন্ধি’ টেলিফিল্মটি প্রচার হবে। ইয়াশ- নিশাত জুটি নিয়ে জামাল মল্লিক এর আগে আরো তিনটি কাজ করেছেন।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
৩ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৪ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৪ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে