Ajker Patrika

ঈদে টিপু আলম মিলনের ৪ নাটক

বিনোদন প্রতিবেদক
Thumbnail image

এবার ঈদে বৈশাখী টিভিতে প্রচার হবে মোট ২২টা নাটক। এর মাঝে ৪টি নাটক লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক গল্পকার টিপু আলম মিলন। একটি একক ও তিনটি ৭ পর্বের ধারাবাহিক।

ধারাবাহিক তিনটি হলো আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত, অহনা রহমান, অলিউল হক রুমি অভিনীত ‘জামাই বাজার-৩’, জাহিদ হাসান, ড. এজাজ, বড়দা মিঠু, তারিক স্বপন, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম অভিনীত হানিফ খানের পরিচালনায় ‘দুই জামাই’ এবং আল হাজেন পরিচালিত রাশেদ সীমান্ত ও তানজিকা আমিন অভিনীত ‘হাবুর স্কলারশিপ’। নাটক তিনটি ঈদের ৭ দিন বৈশাখী টিভিতে প্রচার হবে যথাক্রমে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, রাত ৯টা ২০ মিনিটে ও রাত ১০টায়।

 গল্পকার টিপু আলম মিলনএকক নাটকটির নাম ‘কন্ট্যাক্ট ম্যারেজ’। পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা ও মৌসুমী হামিদ।  এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে।

আল হাজেন পরিচালিত দু’টি নাটকেরই শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। প্রবাসীরা ছাড়াও অস্ট্রেলিয়ান শিল্পীরা অভিনয় করেছেন নাটক দুটিতে।

লেখক টিপু আলম মিলন বলেন, ‘বিনোদন পিয়াসী দর্শককে বিনোদন দেওয়াই আমার লক্ষ্য। দর্শক বিনোদিত হলেই আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত