মামুনুর রশীদ
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে যাত্রা শুরু হয় স্বাধীন বাংলাদেশের। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাদের বর্বরোচিত হামলার মধ্য দিয়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ভয়াবহ সেই দিনগুলোর স্মৃতিচারণ করেছেন মামুনুর রশীদ। অনুলিখনে মীর রাকিব হাসান
২৫ মার্চ কালরাতে আমি গ্রিন রোডে ছিলাম। প্রয়াত চিত্রগ্রাহক ও পরিচালক ফরহাদ সাহেবের বাসায়। আমরা সন্ধ্যা থেকেই টের পাচ্ছিলাম কিছু একটা ঘটতে যাচ্ছে ঢাকায়। একটা ছমছমে পরিবেশ। ফরহাদ সাহেবের বাসায় বসে আমি একটা চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখছিলাম। উনি বললেন, ‘বাইরের অবস্থা তো ভালো নয়, তুমি বরং থেকেই যাও। আর রাস্তাঘাটেও নাকি ব্যারিকেড দেওয়া হয়েছে।’
ওই রাতে আমি ফারহাদ সাহেবের বাসায় থেকে গেলাম। রাত যখন গভীর হচ্ছিল, সারা শহরে গুলির আওয়াজ বাড়ছিল। টের পাচ্ছিলাম, গ্রিন রোডের ওই বাড়ির সামনে দিয়ে ট্যাংক যাচ্ছে। একটা সময় ট্যাংক দিয়ে বেশ কিছু ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো। আমরা ধরেই নিয়েছিলাম, যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। হয়তো মৃত্যুও হতে পারে। অন্ধকার আকাশ তখন আলোকিত হয়ে গেছে পাকিস্তানি সেনাদের গুলির ঝলকানিতে। আকাশে তখন হাওয়াই বাতির মতো গুলি ছুড়ছিল ওরা। জানতে পারলাম, ইকবাল হল, রাজারবাগ পুলিশ লাইনসসহ গুরুত্বপূর্ণ জায়গায় ওরা হত্যাযজ্ঞ চালাচ্ছে। সারা রাত ধরেই গুলির শব্দ। কখন থামবে তার কোনো ইয়াত্তা পেলাম না।
আমরা ধরে নিয়েছিলাম হয়তো ফজরের আজানের সময় গুলি করবে না, বা তারপর থামবে। কিন্তু কিসের কী! তখনো চলছিল ধ্বংসযজ্ঞ। পরের দিনও বের হতে পারলাম না। সারা শহরে কারফিউ ছিল। ২৭ তারিখ বের হয়ে দেখি লাশ আর লাশ। মানুষ ছুটছে এলোমেলোভাবে। আমার বোনের বাসা ছিল গুলিস্তানের পাশে। তার বাসায় যেতে এসব দৃশ্য সহ্য করতে পারছিলাম না। একটা কসাইখানায় দেখি গরুও মেরে ফেলেছে। সেই রাতের কথা ভাবলে আজও গা শিউরে ওঠে।
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে যাত্রা শুরু হয় স্বাধীন বাংলাদেশের। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাদের বর্বরোচিত হামলার মধ্য দিয়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ভয়াবহ সেই দিনগুলোর স্মৃতিচারণ করেছেন মামুনুর রশীদ। অনুলিখনে মীর রাকিব হাসান
২৫ মার্চ কালরাতে আমি গ্রিন রোডে ছিলাম। প্রয়াত চিত্রগ্রাহক ও পরিচালক ফরহাদ সাহেবের বাসায়। আমরা সন্ধ্যা থেকেই টের পাচ্ছিলাম কিছু একটা ঘটতে যাচ্ছে ঢাকায়। একটা ছমছমে পরিবেশ। ফরহাদ সাহেবের বাসায় বসে আমি একটা চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখছিলাম। উনি বললেন, ‘বাইরের অবস্থা তো ভালো নয়, তুমি বরং থেকেই যাও। আর রাস্তাঘাটেও নাকি ব্যারিকেড দেওয়া হয়েছে।’
ওই রাতে আমি ফারহাদ সাহেবের বাসায় থেকে গেলাম। রাত যখন গভীর হচ্ছিল, সারা শহরে গুলির আওয়াজ বাড়ছিল। টের পাচ্ছিলাম, গ্রিন রোডের ওই বাড়ির সামনে দিয়ে ট্যাংক যাচ্ছে। একটা সময় ট্যাংক দিয়ে বেশ কিছু ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো। আমরা ধরেই নিয়েছিলাম, যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। হয়তো মৃত্যুও হতে পারে। অন্ধকার আকাশ তখন আলোকিত হয়ে গেছে পাকিস্তানি সেনাদের গুলির ঝলকানিতে। আকাশে তখন হাওয়াই বাতির মতো গুলি ছুড়ছিল ওরা। জানতে পারলাম, ইকবাল হল, রাজারবাগ পুলিশ লাইনসসহ গুরুত্বপূর্ণ জায়গায় ওরা হত্যাযজ্ঞ চালাচ্ছে। সারা রাত ধরেই গুলির শব্দ। কখন থামবে তার কোনো ইয়াত্তা পেলাম না।
আমরা ধরে নিয়েছিলাম হয়তো ফজরের আজানের সময় গুলি করবে না, বা তারপর থামবে। কিন্তু কিসের কী! তখনো চলছিল ধ্বংসযজ্ঞ। পরের দিনও বের হতে পারলাম না। সারা শহরে কারফিউ ছিল। ২৭ তারিখ বের হয়ে দেখি লাশ আর লাশ। মানুষ ছুটছে এলোমেলোভাবে। আমার বোনের বাসা ছিল গুলিস্তানের পাশে। তার বাসায় যেতে এসব দৃশ্য সহ্য করতে পারছিলাম না। একটা কসাইখানায় দেখি গরুও মেরে ফেলেছে। সেই রাতের কথা ভাবলে আজও গা শিউরে ওঠে।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
৮ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৯ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৯ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে