Ajker Patrika

মন্ত্রীর কাছে টিভি নাটক নির্মাতাদের ৩ দাবি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৩, ২০: ৪১
Thumbnail image

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১০ মার্চ। গতকাল নবনির্বাচিত কমিটির সদস্যরা তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা নির্মাতাদের পক্ষে মন্ত্রীর কাছে তিনটি দাবি পেশ করেন।

দাবি তিনটির প্রথমটি হচ্ছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টে ডিরেক্টরস গিল্ডের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। এ ট্রাস্টে চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি ও টিভি নাটকের অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধি থাকলেও টিভি নাট্যনির্মাতাদের কোনো প্রতিনিধি নেই।

দ্বিতীয় দাবি, টেলিভিশন মাধ্যমে নির্মিত টেলিফিল্মকে আলাদা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আওতায় অন্তর্ভুক্ত করা। আর সর্বশেষ দাবি, টেলিভিশন মাধ্যমে কর্মরত নির্মাতাদের পেশাগত পরিচয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা। মন্ত্রী দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর, সহসভাপতি মনোজ সেনগুপ্ত, আশরাফুল আলম রন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদা আক্তার লাজুক, অর্থ সম্পাদক আবু রায়হান মো. জুয়েল, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সবুজ খান, দপ্তর সম্পাদক সাঈদ রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য দীন মোহাম্মদ মন্টু, গাজী আপেল মাহমুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ, নাসির উদ্দিন মাসুদসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত