ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বিটিভির এবারের ‘আনন্দমেলা’। বাস্তবে মেলায় যা কিছু দেখা যায়, সবই রাখার চেষ্টা করা হয়েছে আনন্দমেলার সেটে। থাকবে যাত্রার প্যান্ডেল, সার্কাস, পুতুল নাচ, বায়স্কোপ, চুড়ি, মুড়ি-মুড়কির দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই। প্রতিটি দোকানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ঘটনা।
ঈদুল আজহার আনন্দমেলা প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিকল্পক জগদীশ এষ। তিনি বলেন, ‘বিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানটি নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল থাকে। আমরাও চেষ্টা করি, তাদের মনঃপূত বিনোদন দেওয়ার। তবে এবার দর্শকরা একটু বেশিই আনন্দ পাবেন।’
এবারের আনন্দমেলায় উপস্থাপনার হাল ধরেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবারই প্রথম একসঙ্গে উপস্থাপনা করছেন তাঁরা। থাকছে পপসম্রাট আজম খানের ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’ ও ‘বাংলাদেশ’–এ তিনটি গানের কোলাজ। এটি পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। আর গান গেয়েছেন সংগীতশিল্পী মেহেরীন, আলিফ আলাউদ্দিন ও আরমিন মুসা।
এ ছাড়া ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। গেয়েছেন পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলা। দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে বানানো হয়েছে আরেকটি গান। এ ছাড়া গত পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানে থাকছে নাচ। নৃত্য পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম।
তৈরি হয়েছে সমাজ সচেতনমূলক তিনটি নাট্যাংশ। অভিনয় করেছেন মিশা সওদাগর, আতাউর রহমান, রিয়াজ, স্পর্শিয়া, জিল্লুর রহমান ও আহসানুর রহমান। এবারের আনন্দমেলা প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার। অনুষ্ঠানের পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বিটিভির এবারের ‘আনন্দমেলা’। বাস্তবে মেলায় যা কিছু দেখা যায়, সবই রাখার চেষ্টা করা হয়েছে আনন্দমেলার সেটে। থাকবে যাত্রার প্যান্ডেল, সার্কাস, পুতুল নাচ, বায়স্কোপ, চুড়ি, মুড়ি-মুড়কির দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই। প্রতিটি দোকানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ঘটনা।
ঈদুল আজহার আনন্দমেলা প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিকল্পক জগদীশ এষ। তিনি বলেন, ‘বিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানটি নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল থাকে। আমরাও চেষ্টা করি, তাদের মনঃপূত বিনোদন দেওয়ার। তবে এবার দর্শকরা একটু বেশিই আনন্দ পাবেন।’
এবারের আনন্দমেলায় উপস্থাপনার হাল ধরেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবারই প্রথম একসঙ্গে উপস্থাপনা করছেন তাঁরা। থাকছে পপসম্রাট আজম খানের ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’ ও ‘বাংলাদেশ’–এ তিনটি গানের কোলাজ। এটি পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। আর গান গেয়েছেন সংগীতশিল্পী মেহেরীন, আলিফ আলাউদ্দিন ও আরমিন মুসা।
এ ছাড়া ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। গেয়েছেন পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলা। দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে বানানো হয়েছে আরেকটি গান। এ ছাড়া গত পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানে থাকছে নাচ। নৃত্য পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম।
তৈরি হয়েছে সমাজ সচেতনমূলক তিনটি নাট্যাংশ। অভিনয় করেছেন মিশা সওদাগর, আতাউর রহমান, রিয়াজ, স্পর্শিয়া, জিল্লুর রহমান ও আহসানুর রহমান। এবারের আনন্দমেলা প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার। অনুষ্ঠানের পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ ঘণ্টা আগে