Ajker Patrika

আনন্দমেলা

মেলায় যা কিছু দেখা যায়, সবই আছে আনন্দমেলায়

ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বিটিভির এবারের ‘আনন্দমেলা’। বাস্তবে মেলায় যা কিছু দেখা যায়, সবই রাখার চেষ্টা করা হয়েছে আনন্দমেলার সেটে। থাকবে যাত্রার প্যান্ডেল, সার্কাস, পুতুল নাচ, বায়স্কোপ, চুড়ি, মুড়ি-মুড়কির দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই। প্রতিটি দোকানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ঘটনা।

মেলায় যা কিছু দেখা যায়, সবই আছে আনন্দমেলায়