গত ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রভাস অভিনীত সিনেমা ‘সালার পার্ট ১: সিজফায়ার’। আর তারপর থেকে বক্স অফিসে ঝড় যেন থামছেই না। প্রতিদিনই সিনেমাটি গড়ছে নতুন নতুন রেকর্ড।
বাণিজ্য বিশ্লেষক মনোবল বিজয়বালান এক টুইটে জানিয়েছেন, ‘সালার’ ইতিমধ্যে রজনীকান্তের ‘জেলার’, সহ এসএস রাজামৌলির ‘আরআরআর’ এবং প্রভাসের ‘বাহুবলি ২’ এর সঙ্গে ৬৫০ কোটির ক্লাবে যুক্ত হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৬৫০ কোটি রুপি পেরিয়েছে।
তাঁর পোস্ট অনুযায়ী, মুক্তির ১৩ তম দিনে বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রভাসের ‘সালার’ আয় করেছে ৬৫০ কোটি রুপির বেশি। ৬৫০ কোটির বেশি আয় করা দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো হলো— ‘সালার পার্ট ১’, ‘বাহুবলি’, ‘জেলার’, ‘কেজিএফ: চ্যাপটার ২’, ‘আরআরআর’, ‘বাহুবলি ২’।
তিনি এদিন একই সঙ্গে আরও জানান, সালার প্রথম দিন ১৭৬ কোটি ৫২ লাখ রুপি, দ্বিতীয় দিনে ১০১ কোটি ৪৯ লাখ, তৃতীয় এবং চতুর্থ দিন ৯৫ কোটি ২৪ লাখ রুপি এবং ৭৬ কোটি ৯১ লাখ রুপি আয় করেছে যথাক্রমে। পঞ্চম দিন ৪০ কোটি ১৭ লাখ, ষষ্ঠ দিনে ৩১ কোটি ৬২ লাখ, সপ্তমদিনে ২০ কোটি ৭৮ লাখ রুপি আয় করেছে। ১৪ কোটি ২১ লাখ রুপি আয় করে অষ্টম দিনে, নবম এবং দশম দিনে যথাক্রমে ২১ কোটি ৪৫ লাখ এবং ২৩ কোটি ০৯ লাখ রুপি আয় করেছে। এগারোতম দিনে ২৫ কোটি ৮১ লাখ এবং বারোতম দিনে ১২ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। তেরো নম্বর দিনে এটি আয় করে ১১ কোটি ০৭ লাখ রুপি। ফলে সালার মোট আয় করেছে ৬৫৯ কোটি ৪১ লাখ রুপি।
মনোবল গতকাল বুধবার আরও এক টুইটে জানান, ইতিহাসে সব থেকে বেশি আয় করা তেলুগু সিনেমার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘সালার’। এর আগে রয়েছে ‘বাহুবলি ২’ এবং ‘আরআরআর’।
উল্লেখ্য, ‘সালার’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু, ববি সিনহা, প্রমুখ।
গত ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রভাস অভিনীত সিনেমা ‘সালার পার্ট ১: সিজফায়ার’। আর তারপর থেকে বক্স অফিসে ঝড় যেন থামছেই না। প্রতিদিনই সিনেমাটি গড়ছে নতুন নতুন রেকর্ড।
বাণিজ্য বিশ্লেষক মনোবল বিজয়বালান এক টুইটে জানিয়েছেন, ‘সালার’ ইতিমধ্যে রজনীকান্তের ‘জেলার’, সহ এসএস রাজামৌলির ‘আরআরআর’ এবং প্রভাসের ‘বাহুবলি ২’ এর সঙ্গে ৬৫০ কোটির ক্লাবে যুক্ত হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৬৫০ কোটি রুপি পেরিয়েছে।
তাঁর পোস্ট অনুযায়ী, মুক্তির ১৩ তম দিনে বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রভাসের ‘সালার’ আয় করেছে ৬৫০ কোটি রুপির বেশি। ৬৫০ কোটির বেশি আয় করা দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো হলো— ‘সালার পার্ট ১’, ‘বাহুবলি’, ‘জেলার’, ‘কেজিএফ: চ্যাপটার ২’, ‘আরআরআর’, ‘বাহুবলি ২’।
তিনি এদিন একই সঙ্গে আরও জানান, সালার প্রথম দিন ১৭৬ কোটি ৫২ লাখ রুপি, দ্বিতীয় দিনে ১০১ কোটি ৪৯ লাখ, তৃতীয় এবং চতুর্থ দিন ৯৫ কোটি ২৪ লাখ রুপি এবং ৭৬ কোটি ৯১ লাখ রুপি আয় করেছে যথাক্রমে। পঞ্চম দিন ৪০ কোটি ১৭ লাখ, ষষ্ঠ দিনে ৩১ কোটি ৬২ লাখ, সপ্তমদিনে ২০ কোটি ৭৮ লাখ রুপি আয় করেছে। ১৪ কোটি ২১ লাখ রুপি আয় করে অষ্টম দিনে, নবম এবং দশম দিনে যথাক্রমে ২১ কোটি ৪৫ লাখ এবং ২৩ কোটি ০৯ লাখ রুপি আয় করেছে। এগারোতম দিনে ২৫ কোটি ৮১ লাখ এবং বারোতম দিনে ১২ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। তেরো নম্বর দিনে এটি আয় করে ১১ কোটি ০৭ লাখ রুপি। ফলে সালার মোট আয় করেছে ৬৫৯ কোটি ৪১ লাখ রুপি।
মনোবল গতকাল বুধবার আরও এক টুইটে জানান, ইতিহাসে সব থেকে বেশি আয় করা তেলুগু সিনেমার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘সালার’। এর আগে রয়েছে ‘বাহুবলি ২’ এবং ‘আরআরআর’।
উল্লেখ্য, ‘সালার’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু, ববি সিনহা, প্রমুখ।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৩ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৫ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৭ ঘণ্টা আগে