গত ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রভাস অভিনীত সিনেমা ‘সালার পার্ট ১: সিজফায়ার’। আর তারপর থেকে বক্স অফিসে ঝড় যেন থামছেই না। প্রতিদিনই সিনেমাটি গড়ছে নতুন নতুন রেকর্ড।
বাণিজ্য বিশ্লেষক মনোবল বিজয়বালান এক টুইটে জানিয়েছেন, ‘সালার’ ইতিমধ্যে রজনীকান্তের ‘জেলার’, সহ এসএস রাজামৌলির ‘আরআরআর’ এবং প্রভাসের ‘বাহুবলি ২’ এর সঙ্গে ৬৫০ কোটির ক্লাবে যুক্ত হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৬৫০ কোটি রুপি পেরিয়েছে।
তাঁর পোস্ট অনুযায়ী, মুক্তির ১৩ তম দিনে বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রভাসের ‘সালার’ আয় করেছে ৬৫০ কোটি রুপির বেশি। ৬৫০ কোটির বেশি আয় করা দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো হলো— ‘সালার পার্ট ১’, ‘বাহুবলি’, ‘জেলার’, ‘কেজিএফ: চ্যাপটার ২’, ‘আরআরআর’, ‘বাহুবলি ২’।
তিনি এদিন একই সঙ্গে আরও জানান, সালার প্রথম দিন ১৭৬ কোটি ৫২ লাখ রুপি, দ্বিতীয় দিনে ১০১ কোটি ৪৯ লাখ, তৃতীয় এবং চতুর্থ দিন ৯৫ কোটি ২৪ লাখ রুপি এবং ৭৬ কোটি ৯১ লাখ রুপি আয় করেছে যথাক্রমে। পঞ্চম দিন ৪০ কোটি ১৭ লাখ, ষষ্ঠ দিনে ৩১ কোটি ৬২ লাখ, সপ্তমদিনে ২০ কোটি ৭৮ লাখ রুপি আয় করেছে। ১৪ কোটি ২১ লাখ রুপি আয় করে অষ্টম দিনে, নবম এবং দশম দিনে যথাক্রমে ২১ কোটি ৪৫ লাখ এবং ২৩ কোটি ০৯ লাখ রুপি আয় করেছে। এগারোতম দিনে ২৫ কোটি ৮১ লাখ এবং বারোতম দিনে ১২ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। তেরো নম্বর দিনে এটি আয় করে ১১ কোটি ০৭ লাখ রুপি। ফলে সালার মোট আয় করেছে ৬৫৯ কোটি ৪১ লাখ রুপি।
মনোবল গতকাল বুধবার আরও এক টুইটে জানান, ইতিহাসে সব থেকে বেশি আয় করা তেলুগু সিনেমার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘সালার’। এর আগে রয়েছে ‘বাহুবলি ২’ এবং ‘আরআরআর’।
উল্লেখ্য, ‘সালার’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু, ববি সিনহা, প্রমুখ।
গত ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রভাস অভিনীত সিনেমা ‘সালার পার্ট ১: সিজফায়ার’। আর তারপর থেকে বক্স অফিসে ঝড় যেন থামছেই না। প্রতিদিনই সিনেমাটি গড়ছে নতুন নতুন রেকর্ড।
বাণিজ্য বিশ্লেষক মনোবল বিজয়বালান এক টুইটে জানিয়েছেন, ‘সালার’ ইতিমধ্যে রজনীকান্তের ‘জেলার’, সহ এসএস রাজামৌলির ‘আরআরআর’ এবং প্রভাসের ‘বাহুবলি ২’ এর সঙ্গে ৬৫০ কোটির ক্লাবে যুক্ত হয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৬৫০ কোটি রুপি পেরিয়েছে।
তাঁর পোস্ট অনুযায়ী, মুক্তির ১৩ তম দিনে বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রভাসের ‘সালার’ আয় করেছে ৬৫০ কোটি রুপির বেশি। ৬৫০ কোটির বেশি আয় করা দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো হলো— ‘সালার পার্ট ১’, ‘বাহুবলি’, ‘জেলার’, ‘কেজিএফ: চ্যাপটার ২’, ‘আরআরআর’, ‘বাহুবলি ২’।
তিনি এদিন একই সঙ্গে আরও জানান, সালার প্রথম দিন ১৭৬ কোটি ৫২ লাখ রুপি, দ্বিতীয় দিনে ১০১ কোটি ৪৯ লাখ, তৃতীয় এবং চতুর্থ দিন ৯৫ কোটি ২৪ লাখ রুপি এবং ৭৬ কোটি ৯১ লাখ রুপি আয় করেছে যথাক্রমে। পঞ্চম দিন ৪০ কোটি ১৭ লাখ, ষষ্ঠ দিনে ৩১ কোটি ৬২ লাখ, সপ্তমদিনে ২০ কোটি ৭৮ লাখ রুপি আয় করেছে। ১৪ কোটি ২১ লাখ রুপি আয় করে অষ্টম দিনে, নবম এবং দশম দিনে যথাক্রমে ২১ কোটি ৪৫ লাখ এবং ২৩ কোটি ০৯ লাখ রুপি আয় করেছে। এগারোতম দিনে ২৫ কোটি ৮১ লাখ এবং বারোতম দিনে ১২ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। তেরো নম্বর দিনে এটি আয় করে ১১ কোটি ০৭ লাখ রুপি। ফলে সালার মোট আয় করেছে ৬৫৯ কোটি ৪১ লাখ রুপি।
মনোবল গতকাল বুধবার আরও এক টুইটে জানান, ইতিহাসে সব থেকে বেশি আয় করা তেলুগু সিনেমার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘সালার’। এর আগে রয়েছে ‘বাহুবলি ২’ এবং ‘আরআরআর’।
উল্লেখ্য, ‘সালার’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু, ববি সিনহা, প্রমুখ।
দুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৩৭ মিনিট আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
৫ ঘণ্টা আগেহাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস।
৫ ঘণ্টা আগে