বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেক আগেই সংগীতাঙ্গন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান। নাটক নির্মাণে বেশি মনোযোগ তাদের। শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন। তবে ঈদ এলে নতুন গান প্রকাশ পায় বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি শিল্পী ও সংগীত আয়োজকেরাও নিজ উদ্যোগে গান প্রকাশ করেন। তবে, এবার ঈদে নতুন গানের সংখ্যা হাতে গোনা।
বাপ্পা মজুমদারের আগামীকাল
সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল থেকে ঈদ উপলক্ষে প্রকাশ পাবে ‘আগামীকাল’ শিরোনামের গান। সুর, সংগীত ও কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথাও লিখেছেন বাপ্পা মজুমদার। ভিডিও তৈরি করেছেন আহাদ অন্তর। সম্প্রতি প্রকাশ করা হয়েছে গানের পোস্টার। সেখানে বাপ্পা মজুমদারকে দেখা গেল রোবট মানবের আদলে।
ন্যান্সির দুই গান
এই ঈদে ন্যান্সির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে ‘কথা দিয়ে’ শিরোনামের গান। লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সী। সংগীতায়োজনে সেতু চৌধুরী। এ ছাড়া প্রত্যয় খানের সুর করা আরেকটি গান প্রকাশের কথা রয়েছে ন্যান্সির। ‘কেনো ধূসর সময়, হঠাৎ হয়েছে আজ রঙিন/কেন এ কার ছোঁয়ায়, বদলে যে যায় প্রতিদিন’—এমন কথার গানটি লিখেছেন ফয়সাল রাব্বীকিন।
কর্নিয়ার জামদানি
ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে কর্নিয়ার নতুন গান ‘জামদানি’। লিখেছেন ও সুর করেছেন তানভীর আহমেদ। গানের একটি অংশে কর্নিয়ার সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন তানভীর। ভিডিও বানিয়েছেন রাজ শংকর বিশ্বাস। কর্নিয়া, তানভীরের সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন সামিয়া অথৈ। কর্নিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে জামদানি।
চিরকুটের হিয়া
গত মাসে প্রকাশ পেয়েছে চিরকুট ব্যান্ডের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’। ঈদ উপলক্ষে ব্যান্ডটি প্রকাশ করেছে ‘হিয়া’ গানের মিউজিক ভিডিও। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুর করেছেন শারমিন সুলতানা সুমি। আফফান আজিজ প্রিতুলের নির্দেশনায় ভিডিওতে অংশ নিয়েছেন চিরকুটের সদস্যরা। চিরকুটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাচ্ছে হিয়ার মিউজিক ভিডিও।
তানজিব সারোয়ারের ‘নামের জীবন’
‘নামের জীবন’ শিরোনামের নতুন গান নিয়ে এসেছেন তানজিব সারোয়ার। গানটি লিখেছেন জে এস জিসান, সুর করেছেন রিয়াদ আহসান, সংগীত আয়োজনে এ পি শুভ। ভিডিও নির্মাণে জিসান। মডেল হয়েছেন তারেক জামান ও শবনম শিলা।
একাধিক গানে কাজী শুভ
গত রোজার ঈদে একাধিক গান প্রকাশ হয়েছিল কাজী শুভর। এই ঈদেও একাধিক গান নিয়ে আসছেন তিনি। কাজী শুভর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘ভালো মানুষ ভালোবাসা পায় না’ শিরোনামের গান। কথা ও সুর করেছেন হানিফ খান, সংগীতায়োজনে আহমেদ সজীব। সৌরভ ঘোষ নিলয়ের পরিচালনায় এতে মডেল হয়েছেন তারেক ও তৃষা। এ ছাড়া আই কে মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাবে কাজী শুভ ও কোনালের দ্বৈত গান ‘ছাইড়া যাব না’। আরেকটি চ্যানেলে প্রকাশিত হবে তাঁর একক গান ‘মায়া মায়া লাগে’।
অমি-আঁচল জুটির গান
ঈদ উপলক্ষে নতুন মিউজিক ভিডিও নিয়ে এসেছেন সংগীতশিল্পী সৈয়দ অমি ও তাঁর স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। অমির গাওয়া ‘তোর মনেতে থাকতে দেনা আজীবন’ শিরোনামের গানটি লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। সুর করেছেন জিয়াউল হক সোহাগ, সংগীতায়োজনে রিয়েল আশিক। সৈয়দ অমি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এ গান।
অনেক আগেই সংগীতাঙ্গন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান। নাটক নির্মাণে বেশি মনোযোগ তাদের। শিল্পীরা নিজেদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন। তবে ঈদ এলে নতুন গান প্রকাশ পায় বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি শিল্পী ও সংগীত আয়োজকেরাও নিজ উদ্যোগে গান প্রকাশ করেন। তবে, এবার ঈদে নতুন গানের সংখ্যা হাতে গোনা।
বাপ্পা মজুমদারের আগামীকাল
সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল থেকে ঈদ উপলক্ষে প্রকাশ পাবে ‘আগামীকাল’ শিরোনামের গান। সুর, সংগীত ও কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথাও লিখেছেন বাপ্পা মজুমদার। ভিডিও তৈরি করেছেন আহাদ অন্তর। সম্প্রতি প্রকাশ করা হয়েছে গানের পোস্টার। সেখানে বাপ্পা মজুমদারকে দেখা গেল রোবট মানবের আদলে।
ন্যান্সির দুই গান
এই ঈদে ন্যান্সির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে ‘কথা দিয়ে’ শিরোনামের গান। লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সী। সংগীতায়োজনে সেতু চৌধুরী। এ ছাড়া প্রত্যয় খানের সুর করা আরেকটি গান প্রকাশের কথা রয়েছে ন্যান্সির। ‘কেনো ধূসর সময়, হঠাৎ হয়েছে আজ রঙিন/কেন এ কার ছোঁয়ায়, বদলে যে যায় প্রতিদিন’—এমন কথার গানটি লিখেছেন ফয়সাল রাব্বীকিন।
কর্নিয়ার জামদানি
ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে কর্নিয়ার নতুন গান ‘জামদানি’। লিখেছেন ও সুর করেছেন তানভীর আহমেদ। গানের একটি অংশে কর্নিয়ার সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন তানভীর। ভিডিও বানিয়েছেন রাজ শংকর বিশ্বাস। কর্নিয়া, তানভীরের সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন সামিয়া অথৈ। কর্নিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে জামদানি।
চিরকুটের হিয়া
গত মাসে প্রকাশ পেয়েছে চিরকুট ব্যান্ডের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’। ঈদ উপলক্ষে ব্যান্ডটি প্রকাশ করেছে ‘হিয়া’ গানের মিউজিক ভিডিও। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুর করেছেন শারমিন সুলতানা সুমি। আফফান আজিজ প্রিতুলের নির্দেশনায় ভিডিওতে অংশ নিয়েছেন চিরকুটের সদস্যরা। চিরকুটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাচ্ছে হিয়ার মিউজিক ভিডিও।
তানজিব সারোয়ারের ‘নামের জীবন’
‘নামের জীবন’ শিরোনামের নতুন গান নিয়ে এসেছেন তানজিব সারোয়ার। গানটি লিখেছেন জে এস জিসান, সুর করেছেন রিয়াদ আহসান, সংগীত আয়োজনে এ পি শুভ। ভিডিও নির্মাণে জিসান। মডেল হয়েছেন তারেক জামান ও শবনম শিলা।
একাধিক গানে কাজী শুভ
গত রোজার ঈদে একাধিক গান প্রকাশ হয়েছিল কাজী শুভর। এই ঈদেও একাধিক গান নিয়ে আসছেন তিনি। কাজী শুভর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘ভালো মানুষ ভালোবাসা পায় না’ শিরোনামের গান। কথা ও সুর করেছেন হানিফ খান, সংগীতায়োজনে আহমেদ সজীব। সৌরভ ঘোষ নিলয়ের পরিচালনায় এতে মডেল হয়েছেন তারেক ও তৃষা। এ ছাড়া আই কে মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাবে কাজী শুভ ও কোনালের দ্বৈত গান ‘ছাইড়া যাব না’। আরেকটি চ্যানেলে প্রকাশিত হবে তাঁর একক গান ‘মায়া মায়া লাগে’।
অমি-আঁচল জুটির গান
ঈদ উপলক্ষে নতুন মিউজিক ভিডিও নিয়ে এসেছেন সংগীতশিল্পী সৈয়দ অমি ও তাঁর স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি। অমির গাওয়া ‘তোর মনেতে থাকতে দেনা আজীবন’ শিরোনামের গানটি লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ। সুর করেছেন জিয়াউল হক সোহাগ, সংগীতায়োজনে রিয়েল আশিক। সৈয়দ অমি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এ গান।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩৮ মিনিট আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৪ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৪ ঘণ্টা আগে