Ajker Patrika

এক যুগ পর টিআরপিতে পতন

এক যুগ পর টিআরপিতে পতন

নৈতিক ও অক্ষরাকে নিয়ে শুরু হয়েছিল ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’–এর গল্প, এখন কেন্দ্রীয় চরিত্রে তাদের মেয়ে-জামাই। টেলিভিশনের দীর্ঘতম ধারাবাহিকের টিআরপি পতন হলো এবার। তালিকায় ‘অনুপমা’, ‘ঘুম হে কিসিকে পেয়ার মে’, ‘ইমলি’, ‘ইয়ে হ্যায় চাহাতে’-এর নিচে নেমে এলো একসময়কার টিআরপি সেরা ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’। দীর্ঘ সময় রাজত্ব ধরে রেখেছিল সিরিয়ালটি। টিআরপি তালিকায় এক কিংবা দুই নম্বরে থাকারই অভ্যাস গড়ে তুলেছিল। কিন্তু নতুন সিরিয়ালের ভিড়ে টিকতে পারল না সেরা পাঁচেও।

২০০৯ সালে শুরু হয়েছিল স্টার প্লাসের এই জনপ্রিয় ধারাবাহিক। এক যুগে কত কী পাল্টে গেছে। যে দর্শক সেদিন সদ্য কলেজ পাস করে বেরিয়েছিলেন, তিনি হয়তো আজ তাঁর ক্যারিয়ারের মধ্যগগনে। আবার যিনি অফিস থেকে ফিরে রোজ স্টার প্লাস দেখতেন, তিনি হয়তো এখন অবসর নিয়েছেন। কিন্তু ধারাবাহিক শেষ হয়নি। ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ এখনো চলছে। প্রায় এক যুগ পরেও জনপ্রিয়তার শীর্ষে ছিল বলেই বন্ধ হয়নি সিরিয়ালটি।

২০০৯ সালে শুরু হয়েছিলো ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’–এর প্রচারউদয়পুরের সিংহানিয়া পরিবারে বউ হয়ে আসে মাহেশ্বরী পরিবারের মেয়ে অক্ষরা। একান্নবর্তী শ্বশুরবাড়িতে সবার প্রিয় বউ হয়ে ওঠার গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। অক্ষরা ও নৈতিক একসময়ে আদর্শ স্বামী-স্ত্রী হয়ে উঠেছিল ভারত ও বাংলাদেশের ঘরে ঘরে। নিঃসন্দেহে হিনা খান ও করণ মেহরার জুটি হিন্দি টেলিভিশনের সেরা জুটিগুলোর অন্যতম।

এক যুগের মাথায় এসে নতুন সিরিয়ালের সঙ্গে পেরে উঠছে না ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’অক্ষরা-নৈতিক এখন নেই। তাদের মেয়ে নায়রার জীবন নিয়েই ছুটছে গল্পের গাড়ি, যে চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন শিবাঙ্গী জোশি। শিবাঙ্গী ও মোহসিন খানের জুটি হিনা-করণের জুটির চেয়ে কম সফল নয়। দর্শকের মনে পুরোনো জুটির রেশ কাটিয়ে নতুন জুটির প্রতি ভালোবাসা তৈরি করা সহজ ছিল না। গত তিন বছরে কিন্তু সেই কঠিন কাজটি করে ফেলেছেন শিবাঙ্গী-মোহসিন।

এক যুগ পরেও শেষ হয়নি, ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ সিরিয়াল এখনো চলছেধারাবাহিকের চিত্রনাট্য টিম ঠিক জানে, কখন কেমন ক্রাইসিস তৈরি করে গল্পের প্রতি দর্শককে চুম্বকের মতো টেনে রাখতে হয়। এই মুহূর্তে যেমন সাইরাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্তিক চেষ্টা করছে সাইরাতকে মুক্ত করার। কিন্তু কোনোভাবেই কূল-কিনারা পাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত