স্টার জলসায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বন্ধুত্বের গল্প। অসমবয়সী দুই নারী কীভাবে পরস্পরের বন্ধু হয়ে ওঠে–সেটাই দেখাবে ‘আয় তবে সহচরী’। তবে গল্পটি যতখানি বন্ধুত্বের, তারচেয়ে বেশি এক নারীর স্বপ্নপূরণের।
এ সিরিয়াল দিয়ে কয়েক বছর পর ছোট পর্দায় ফিরছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এতে কনীনিকার চরিত্রের নাম সহচরী। কনীনিকা ছাড়াও সিরিয়ালে অভিনয় করছেন অরুনিমা হালদার। বয়সে কনীনিকার থেকে অনেকটাই ছোট অরুনিমা। অরুনিমা আছেন বরফি চরিত্রে। সহচরী ও বরফির মধ্যে অসমবয়সী বন্ধুত্বের গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘আয় তবে সহচরী’।
এরই মধ্যে স্টার জলসার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে ‘আয় তবে সহচরী’র ট্রেইলর। সেখানে দেখা যাচ্ছে, ‘সেরা গিন্নির স্বপ্নপূরণ’ নামে রিয়েলিটি শো থেকে লোকজন এসেছেন কনীনিকার বাড়িতে। প্রশ্নের উত্তর দিয়ে ভালো নম্বর পেলে করা হবে তাঁর স্বপ্ন পূরণ। কিন্তু তার আগে তো জানতে হবে কনীনিকার স্বপ্ন কী? বাড়ির সবাইকে একে একে জিজ্ঞেস করা হচ্ছে। সবাই যা যা উত্তর দিচ্ছেন, তার একটির সঙ্গেও কনীনিকার স্বপ্নের কোনো মিল নেই।
কনীনিকা চায় আবার কলেজে পড়তে। ভালো পড়াশোনা করে গোল্ড মেডেল পেতে। প্রমোতে দেখা যায়, ওই বয়সে কনীনিকা আবার গেছেন কলেজে। সেখানেই অরুনিমা হালদার অর্থাৎ বরফির মধ্যে তাঁর বন্ধুত্ব তৈরি হয়।
কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আশপাশে চোখ রাখলেই সহচরীর মতো এ রকম চরিত্র দেখা যাবে। আমার মনে হয়, মা আর মেয়ে সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। আমার সেরা বন্ধু আমার মা। বন্ধুত্বের ক্ষেত্রে বয়স কখনোই বাধা হতে পারে না।’
কনীনিকার সঙ্গে এ সিরিয়ালে অভিনয় করে ভীষণ খুশি অরুনিমা। বলছেন, ‘আমি ছোটবেলা থেকেই কনীনিকা দিদির ভীষণ ভক্ত ছিলাম। তাঁর সঙ্গে অভিনয় করতে পারা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। প্রোমো শুট করার সময় খুব নার্ভাস ফিল করছিলাম।’
‘আয় তবে সহচরী’ সিরিয়ালটি বানাচ্ছেন সাহানা দত্ত। তিনি এ সিরিয়ালের ট্যাগ লাইন দিয়েছেন: ‘বয়সটাকে তুড়ি মেরে গুঁড়িয়ে দিয়ে ইচ্ছেটাকে ঘুড়ির মতন উড়িয়ে দেওয়ার গল্প’। স্টার জলসায় শিগগিরই এ সিরিয়ালের প্রচার শুরু হবে।
স্টার জলসায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী’। বন্ধুত্বের গল্প। অসমবয়সী দুই নারী কীভাবে পরস্পরের বন্ধু হয়ে ওঠে–সেটাই দেখাবে ‘আয় তবে সহচরী’। তবে গল্পটি যতখানি বন্ধুত্বের, তারচেয়ে বেশি এক নারীর স্বপ্নপূরণের।
এ সিরিয়াল দিয়ে কয়েক বছর পর ছোট পর্দায় ফিরছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এতে কনীনিকার চরিত্রের নাম সহচরী। কনীনিকা ছাড়াও সিরিয়ালে অভিনয় করছেন অরুনিমা হালদার। বয়সে কনীনিকার থেকে অনেকটাই ছোট অরুনিমা। অরুনিমা আছেন বরফি চরিত্রে। সহচরী ও বরফির মধ্যে অসমবয়সী বন্ধুত্বের গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘আয় তবে সহচরী’।
এরই মধ্যে স্টার জলসার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে ‘আয় তবে সহচরী’র ট্রেইলর। সেখানে দেখা যাচ্ছে, ‘সেরা গিন্নির স্বপ্নপূরণ’ নামে রিয়েলিটি শো থেকে লোকজন এসেছেন কনীনিকার বাড়িতে। প্রশ্নের উত্তর দিয়ে ভালো নম্বর পেলে করা হবে তাঁর স্বপ্ন পূরণ। কিন্তু তার আগে তো জানতে হবে কনীনিকার স্বপ্ন কী? বাড়ির সবাইকে একে একে জিজ্ঞেস করা হচ্ছে। সবাই যা যা উত্তর দিচ্ছেন, তার একটির সঙ্গেও কনীনিকার স্বপ্নের কোনো মিল নেই।
কনীনিকা চায় আবার কলেজে পড়তে। ভালো পড়াশোনা করে গোল্ড মেডেল পেতে। প্রমোতে দেখা যায়, ওই বয়সে কনীনিকা আবার গেছেন কলেজে। সেখানেই অরুনিমা হালদার অর্থাৎ বরফির মধ্যে তাঁর বন্ধুত্ব তৈরি হয়।
কনীনিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আশপাশে চোখ রাখলেই সহচরীর মতো এ রকম চরিত্র দেখা যাবে। আমার মনে হয়, মা আর মেয়ে সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। আমার সেরা বন্ধু আমার মা। বন্ধুত্বের ক্ষেত্রে বয়স কখনোই বাধা হতে পারে না।’
কনীনিকার সঙ্গে এ সিরিয়ালে অভিনয় করে ভীষণ খুশি অরুনিমা। বলছেন, ‘আমি ছোটবেলা থেকেই কনীনিকা দিদির ভীষণ ভক্ত ছিলাম। তাঁর সঙ্গে অভিনয় করতে পারা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। প্রোমো শুট করার সময় খুব নার্ভাস ফিল করছিলাম।’
‘আয় তবে সহচরী’ সিরিয়ালটি বানাচ্ছেন সাহানা দত্ত। তিনি এ সিরিয়ালের ট্যাগ লাইন দিয়েছেন: ‘বয়সটাকে তুড়ি মেরে গুঁড়িয়ে দিয়ে ইচ্ছেটাকে ঘুড়ির মতন উড়িয়ে দেওয়ার গল্প’। স্টার জলসায় শিগগিরই এ সিরিয়ালের প্রচার শুরু হবে।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১৪ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১৪ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১৪ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে