আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘আরশিনগর’। প্রচার শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। দেখা যাবে রাত ৯টা ২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ।
গল্পে দেখা যাবে আরশিনগর গাঁয়ের ভেষজ চিকিৎসায় আবদুল খালেকের জুড়ি মেলা ভার। সে শুধু চিকিৎসকই নয় ওষুধ আবিস্কারের জন্যে নিয়মিত গবেষণাও করে। তার একমাত্র সহকারী মহব্বত। ভেষজ চিকিৎসা শেখার চেয়ে গুরু কন্যা লতিকার সাথে প্রেম করাটাই তার মুখ্য উদ্দেশ্য। একটু উদাসীনও সে। কোনকিছু দীর্ঘক্ষণ মনে থাকে না তাই খালেক কোন ফর্মূলায় ওষুধ বানাতে বললে সে উপাদান কম বেশি বা অন্য উপাদানে ওষুধ বানিয়ে রোগীকে দেয়। এর খেসারত রোগীদেরই দিতে হয়। তারই প্রকৃষ্ট উদাহরণ খালেকের স্ত্রী কদমা বানু। এক রোগের ওষুধ খেয়ে সে অন্য রোগে পড়ে। খালেকের ছেলে হাবলুরও একই দশা।
চোখের পাতার উপরে টিউমারের ওষুধ খেয়ে টিউমার সারলেও ডান চোখের পলক তার বার বার পড়তে থাকে। সবাই ভাবে হাবলু মানুষ দেখলেই চোখ মারে। তার প্রেমিকা সুলাপির মা বিধবা হাজেরা খাতুনও তাকে ভুল বুঝতে বাকি থাকে না। হবু জামাই চোখ মেরেছে ভেবে হাবলুর মুখে সে সজোরে কয়েকটা চড়ও বসিয়ে দেয়। এই ঘটনার রেশ পড়ে তার প্রেমের সম্পর্কে। হাবলুর সাথে সুলাপি আর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু হাবলু তার পেছনেই লেগে থাকে। এভাবে এগিয়ে যাবে গল্প।
আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘আরশিনগর’। প্রচার শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। দেখা যাবে রাত ৯টা ২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ।
গল্পে দেখা যাবে আরশিনগর গাঁয়ের ভেষজ চিকিৎসায় আবদুল খালেকের জুড়ি মেলা ভার। সে শুধু চিকিৎসকই নয় ওষুধ আবিস্কারের জন্যে নিয়মিত গবেষণাও করে। তার একমাত্র সহকারী মহব্বত। ভেষজ চিকিৎসা শেখার চেয়ে গুরু কন্যা লতিকার সাথে প্রেম করাটাই তার মুখ্য উদ্দেশ্য। একটু উদাসীনও সে। কোনকিছু দীর্ঘক্ষণ মনে থাকে না তাই খালেক কোন ফর্মূলায় ওষুধ বানাতে বললে সে উপাদান কম বেশি বা অন্য উপাদানে ওষুধ বানিয়ে রোগীকে দেয়। এর খেসারত রোগীদেরই দিতে হয়। তারই প্রকৃষ্ট উদাহরণ খালেকের স্ত্রী কদমা বানু। এক রোগের ওষুধ খেয়ে সে অন্য রোগে পড়ে। খালেকের ছেলে হাবলুরও একই দশা।
চোখের পাতার উপরে টিউমারের ওষুধ খেয়ে টিউমার সারলেও ডান চোখের পলক তার বার বার পড়তে থাকে। সবাই ভাবে হাবলু মানুষ দেখলেই চোখ মারে। তার প্রেমিকা সুলাপির মা বিধবা হাজেরা খাতুনও তাকে ভুল বুঝতে বাকি থাকে না। হবু জামাই চোখ মেরেছে ভেবে হাবলুর মুখে সে সজোরে কয়েকটা চড়ও বসিয়ে দেয়। এই ঘটনার রেশ পড়ে তার প্রেমের সম্পর্কে। হাবলুর সাথে সুলাপি আর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু হাবলু তার পেছনেই লেগে থাকে। এভাবে এগিয়ে যাবে গল্প।
দারুণ সময় কাটাচ্ছেন চিত্রনায়ক নিরব। যুক্ত হচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। সামছুল হুদার ‘গোলাপ’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমার পর নিরব যুক্ত হলেন কামরুল হাসান ফুয়াদের ‘দেশ’ সিনেমায়। গত মঙ্গলবার রাতে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় নতুন এই সিনেমার।
৮ ঘণ্টা আগেবিনোদনের নতুন মাধ্যম ওটিটিতে চাহিদা রয়েছে নতুন সিনেমার। তাই তো হলে মুক্তির পর নির্মাতাদের লক্ষ্য থাকে ওটিটি। এ ক্ষেত্রে উল্টোপথে হাঁটলেন সরকারি অনুদানে নির্মিত ‘জলরঙ’ সিনেমার প্রযোজক দেলোয়ার হোসেন দিলু। দুই মাস আগে ওটিটিতে মুক্তির পর ৮ আগস্ট শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির...
৮ ঘণ্টা আগেগত বছর ১৮ এপ্রিল সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান কণ্ঠশিল্পী ও গীতিকার পাগল হাসান। মৃত্যুর প্রায় দেড় বছর পর পাগল হাসানের নতুন গান নিয়ে আসছে ব্যান্ড লালন। গানের শিরোনাম ‘বাগানের মালি’। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছে ব্যান্ড লালন।
৮ ঘণ্টা আগেবিখ্যাত হলিউড অভিনেতা ব্র্যাড পিটের মা জেন পিট মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘকাল ধরে ছেলে ব্র্যাড পিটের সঙ্গে বিভিন্ন রেড কার্পেট অনুষ্ঠান এবং উচ্চপর্যায়ের আয়োজনে উপস্থিত হয়ে তাঁকে সমর্থন জানিয়ে আসছিলেন।
১৭ ঘণ্টা আগে