আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘আরশিনগর’। প্রচার শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। দেখা যাবে রাত ৯টা ২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ।
গল্পে দেখা যাবে আরশিনগর গাঁয়ের ভেষজ চিকিৎসায় আবদুল খালেকের জুড়ি মেলা ভার। সে শুধু চিকিৎসকই নয় ওষুধ আবিস্কারের জন্যে নিয়মিত গবেষণাও করে। তার একমাত্র সহকারী মহব্বত। ভেষজ চিকিৎসা শেখার চেয়ে গুরু কন্যা লতিকার সাথে প্রেম করাটাই তার মুখ্য উদ্দেশ্য। একটু উদাসীনও সে। কোনকিছু দীর্ঘক্ষণ মনে থাকে না তাই খালেক কোন ফর্মূলায় ওষুধ বানাতে বললে সে উপাদান কম বেশি বা অন্য উপাদানে ওষুধ বানিয়ে রোগীকে দেয়। এর খেসারত রোগীদেরই দিতে হয়। তারই প্রকৃষ্ট উদাহরণ খালেকের স্ত্রী কদমা বানু। এক রোগের ওষুধ খেয়ে সে অন্য রোগে পড়ে। খালেকের ছেলে হাবলুরও একই দশা।
চোখের পাতার উপরে টিউমারের ওষুধ খেয়ে টিউমার সারলেও ডান চোখের পলক তার বার বার পড়তে থাকে। সবাই ভাবে হাবলু মানুষ দেখলেই চোখ মারে। তার প্রেমিকা সুলাপির মা বিধবা হাজেরা খাতুনও তাকে ভুল বুঝতে বাকি থাকে না। হবু জামাই চোখ মেরেছে ভেবে হাবলুর মুখে সে সজোরে কয়েকটা চড়ও বসিয়ে দেয়। এই ঘটনার রেশ পড়ে তার প্রেমের সম্পর্কে। হাবলুর সাথে সুলাপি আর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু হাবলু তার পেছনেই লেগে থাকে। এভাবে এগিয়ে যাবে গল্প।
আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘আরশিনগর’। প্রচার শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। দেখা যাবে রাত ৯টা ২০ মিনিটে। ধারাবাহিকটি রচনা করেছেন মানস পাল। পরিচালনায় করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আখম হাসান, নাদিয়া আফরিন মিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, মনিরা মিঠু, তারিক স্বপন, জামিল, মিহি প্রমুখ।
গল্পে দেখা যাবে আরশিনগর গাঁয়ের ভেষজ চিকিৎসায় আবদুল খালেকের জুড়ি মেলা ভার। সে শুধু চিকিৎসকই নয় ওষুধ আবিস্কারের জন্যে নিয়মিত গবেষণাও করে। তার একমাত্র সহকারী মহব্বত। ভেষজ চিকিৎসা শেখার চেয়ে গুরু কন্যা লতিকার সাথে প্রেম করাটাই তার মুখ্য উদ্দেশ্য। একটু উদাসীনও সে। কোনকিছু দীর্ঘক্ষণ মনে থাকে না তাই খালেক কোন ফর্মূলায় ওষুধ বানাতে বললে সে উপাদান কম বেশি বা অন্য উপাদানে ওষুধ বানিয়ে রোগীকে দেয়। এর খেসারত রোগীদেরই দিতে হয়। তারই প্রকৃষ্ট উদাহরণ খালেকের স্ত্রী কদমা বানু। এক রোগের ওষুধ খেয়ে সে অন্য রোগে পড়ে। খালেকের ছেলে হাবলুরও একই দশা।
চোখের পাতার উপরে টিউমারের ওষুধ খেয়ে টিউমার সারলেও ডান চোখের পলক তার বার বার পড়তে থাকে। সবাই ভাবে হাবলু মানুষ দেখলেই চোখ মারে। তার প্রেমিকা সুলাপির মা বিধবা হাজেরা খাতুনও তাকে ভুল বুঝতে বাকি থাকে না। হবু জামাই চোখ মেরেছে ভেবে হাবলুর মুখে সে সজোরে কয়েকটা চড়ও বসিয়ে দেয়। এই ঘটনার রেশ পড়ে তার প্রেমের সম্পর্কে। হাবলুর সাথে সুলাপি আর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় কিন্তু হাবলু তার পেছনেই লেগে থাকে। এভাবে এগিয়ে যাবে গল্প।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে