শুরু হলো স্টার প্লাসের নতুন সিরিয়াল ‘জিন্দেগি মেরা ঘার আনা’। ‘সূর্য অর আনোখি কি কাহানি’র পরিবর্তে এই সিরিয়াল শুরু হয়েছে। সিরিয়ালে অমৃতা সাকুজা চরিত্রে অভিনয় করছেন টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ এশা কানসারা। শুরুটা একজন গর্ভবতী নারী হিসেবে, যেখানে তার স্বামী মারা যায়। স্বামীহারা অমৃতা মুখোমুখি হয় সমাজের নানা প্রতিবন্ধকতার। এশার বিপরীতে অভিনয় করছেন হাছান জায়েদি। প্রেম-ভালোবাসা দিয়ে শুরু হলেও গল্প গড়ায় এই গর্ভবতী নারীকে ঘিরে।
চরিত্রটি নিয়ে ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে এশা বলেন, ‘প্রথমত, এটা একটা পরিবারের গল্প। একজন গর্ভবতী নারী যার স্বামী নেই, তাকে নিয়ে পরিবারটিকেও নানা সমস্যার মুখে পড়তে হয়। এটা মূলত জীবনের গল্প। জীবনটাকে নানা দিক থেকে দেখার গল্প।’
চরিত্রের প্রয়োজনে নানা রকম প্রস্তুতি নিতে হয়েছে এশাকে। তিনি বলেন, ‘চরিত্রটিতে ছয়-সাত মাসের গর্ভবতী নারী হয়েই দীর্ঘ সময় থাকতে হয়। তার শারীরিক গঠন, হাঁটাচলা—সবকিছু নিয়ে একটা দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। একজন গর্ভবতী নারীকে খুঁজে বের করেছি। তাঁর সঙ্গে থেকে হাঁটাচলা শিখেছি। তিনি কীভাবে বসেন, কীভাবে ঘুমান। সব বিষয়ে প্রস্তুতি নিয়েছি। মানসিক প্রস্তুতিও নিতে হয়েছে। একজন গর্ভবতী নারীর কথা বলার ধরনেও পরিবর্তন আসে। বাড়তি একটা কিছু শরীরে বহন করার পেইন থাকে। সে বিষয়টাও খেয়াল রাখতে হয়েছে। এই সিরিয়ালে আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন স্বতী সাহা। শুটিং চলাকালে আমার চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনিই আমাকে বেশি সহযোগিতা করেছেন।’
এশার অভিনয় ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ‘মুক্তি বন্ধন’ থেকে। এরপর একে একে ‘এক ননদকি খুশিওকি চাবি...ভাবি’, ‘মাই নেম ইজ লক্ষ্মণ’, ‘ম্যাডাম স্যার’ ধারাবাহিকগুলোয় অভিনয় করে টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ২০১৭ সাল থেকে গুজরাটি সিনেমায় অভিনয় শুরু করেন। গত বছর সিনেমায় বিরতি নিয়ে ফেরেন টেলিভিশনের পর্দায়। নতুন এ ধারাবাহিকটি যে এশাকে নতুন করে আলোচনায় নিয়ে আসবে, সেটা বলাই যায়।
শুরু হলো স্টার প্লাসের নতুন সিরিয়াল ‘জিন্দেগি মেরা ঘার আনা’। ‘সূর্য অর আনোখি কি কাহানি’র পরিবর্তে এই সিরিয়াল শুরু হয়েছে। সিরিয়ালে অমৃতা সাকুজা চরিত্রে অভিনয় করছেন টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ এশা কানসারা। শুরুটা একজন গর্ভবতী নারী হিসেবে, যেখানে তার স্বামী মারা যায়। স্বামীহারা অমৃতা মুখোমুখি হয় সমাজের নানা প্রতিবন্ধকতার। এশার বিপরীতে অভিনয় করছেন হাছান জায়েদি। প্রেম-ভালোবাসা দিয়ে শুরু হলেও গল্প গড়ায় এই গর্ভবতী নারীকে ঘিরে।
চরিত্রটি নিয়ে ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে এশা বলেন, ‘প্রথমত, এটা একটা পরিবারের গল্প। একজন গর্ভবতী নারী যার স্বামী নেই, তাকে নিয়ে পরিবারটিকেও নানা সমস্যার মুখে পড়তে হয়। এটা মূলত জীবনের গল্প। জীবনটাকে নানা দিক থেকে দেখার গল্প।’
চরিত্রের প্রয়োজনে নানা রকম প্রস্তুতি নিতে হয়েছে এশাকে। তিনি বলেন, ‘চরিত্রটিতে ছয়-সাত মাসের গর্ভবতী নারী হয়েই দীর্ঘ সময় থাকতে হয়। তার শারীরিক গঠন, হাঁটাচলা—সবকিছু নিয়ে একটা দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। একজন গর্ভবতী নারীকে খুঁজে বের করেছি। তাঁর সঙ্গে থেকে হাঁটাচলা শিখেছি। তিনি কীভাবে বসেন, কীভাবে ঘুমান। সব বিষয়ে প্রস্তুতি নিয়েছি। মানসিক প্রস্তুতিও নিতে হয়েছে। একজন গর্ভবতী নারীর কথা বলার ধরনেও পরিবর্তন আসে। বাড়তি একটা কিছু শরীরে বহন করার পেইন থাকে। সে বিষয়টাও খেয়াল রাখতে হয়েছে। এই সিরিয়ালে আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন স্বতী সাহা। শুটিং চলাকালে আমার চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনিই আমাকে বেশি সহযোগিতা করেছেন।’
এশার অভিনয় ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ‘মুক্তি বন্ধন’ থেকে। এরপর একে একে ‘এক ননদকি খুশিওকি চাবি...ভাবি’, ‘মাই নেম ইজ লক্ষ্মণ’, ‘ম্যাডাম স্যার’ ধারাবাহিকগুলোয় অভিনয় করে টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ২০১৭ সাল থেকে গুজরাটি সিনেমায় অভিনয় শুরু করেন। গত বছর সিনেমায় বিরতি নিয়ে ফেরেন টেলিভিশনের পর্দায়। নতুন এ ধারাবাহিকটি যে এশাকে নতুন করে আলোচনায় নিয়ে আসবে, সেটা বলাই যায়।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১৪ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১৪ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১৪ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে