Ajker Patrika

স্টার প্লাসে এশার নতুন ধারাবাহিক

বিনোদন ডেস্ক
Thumbnail image

শুরু হলো স্টার প্লাসের নতুন সিরিয়াল ‘জিন্দেগি মেরা ঘার আনা’। ‘সূর্য অর আনোখি কি কাহানি’র পরিবর্তে এই সিরিয়াল শুরু হয়েছে। সিরিয়ালে অমৃতা সাকুজা চরিত্রে অভিনয় করছেন টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ এশা কানসারা। শুরুটা একজন গর্ভবতী নারী হিসেবে, যেখানে তার স্বামী মারা যায়। স্বামীহারা অমৃতা মুখোমুখি হয় সমাজের নানা প্রতিবন্ধকতার। এশার বিপরীতে অভিনয় করছেন হাছান জায়েদি। প্রেম-ভালোবাসা দিয়ে শুরু হলেও গল্প গড়ায় এই গর্ভবতী নারীকে ঘিরে।

টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ এশা কানসারাচরিত্রটি নিয়ে ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে এশা বলেন, ‘প্রথমত, এটা একটা পরিবারের গল্প। একজন গর্ভবতী নারী যার স্বামী নেই, তাকে নিয়ে পরিবারটিকেও নানা সমস্যার মুখে পড়তে হয়। এটা মূলত জীবনের গল্প। জীবনটাকে নানা দিক থেকে দেখার গল্প।’

টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ এশা কানসারাচরিত্রের প্রয়োজনে নানা রকম প্রস্তুতি নিতে হয়েছে এশাকে। তিনি বলেন, ‘চরিত্রটিতে ছয়-সাত মাসের গর্ভবতী নারী হয়েই দীর্ঘ সময় থাকতে হয়। তার শারীরিক গঠন, হাঁটাচলা—সবকিছু নিয়ে একটা দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। একজন গর্ভবতী নারীকে খুঁজে বের করেছি। তাঁর সঙ্গে থেকে হাঁটাচলা শিখেছি। তিনি কীভাবে বসেন, কীভাবে ঘুমান। সব বিষয়ে প্রস্তুতি নিয়েছি। মানসিক প্রস্তুতিও নিতে হয়েছে। একজন গর্ভবতী নারীর কথা বলার ধরনেও পরিবর্তন আসে। বাড়তি একটা কিছু শরীরে বহন করার পেইন থাকে। সে বিষয়টাও খেয়াল রাখতে হয়েছে। এই সিরিয়ালে আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন স্বতী সাহা। শুটিং চলাকালে আমার চরিত্র ফুটিয়ে তোলার জন্য তিনিই আমাকে বেশি সহযোগিতা করেছেন।’

টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ এশা কানসারাএশার অভিনয় ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ‘মুক্তি বন্ধন’ থেকে। এরপর একে একে ‘এক ননদকি খুশিওকি চাবি...ভাবি’, ‘মাই নেম ইজ লক্ষ্মণ’, ‘ম্যাডাম স্যার’ ধারাবাহিকগুলোয় অভিনয় করে টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। ২০১৭ সাল থেকে গুজরাটি সিনেমায় অভিনয় শুরু করেন। গত বছর সিনেমায় বিরতি নিয়ে ফেরেন টেলিভিশনের পর্দায়। নতুন এ ধারাবাহিকটি যে এশাকে নতুন করে আলোচনায় নিয়ে আসবে, সেটা বলাই যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত