Ajker Patrika

এক যুগ পর বদলে গেল সম্পর্ক

এক যুগ পর বদলে গেল সম্পর্ক

পশ্চিমবাংলায় টিভি সিরিয়ালের পরিচিত মুখ সম্রাট মুখোপাধ্যায়। পরিচিত মুখ ঋত্বিকাও। ১২ বছর আগে ‘বউ কথা কও’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেই সিরিয়ালে ঋত্বিকা ছিলেন সম্রাটের কন্যা। নাম মিলি। এক যুগ পর আবারও একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। কিন্তু এই এক যুগে দুজনের সম্পর্কের সমীকরণ পাল্টে গেছে।

একসঙ্গে এক গানের ভিডিওতে দেখা যাবে তাঁদের। সেখানে সম্রাটের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ঋত্বিকাকে। দার্জিলিংয়ে এই গানের শুটিং করেছেন দুই তারকা। গানটি গেয়েছেন জুবিন গার্গ।

এক সাক্ষাৎকারে সম্রাট বলেন, ‘ঋত্বিকাকে বলেছিলাম, একদিন আমি তোমার হিরো হব। প্রমিস করেছিলাম। ও ইয়ার্কি করে উড়িয়ে দিয়েছিল। আমি কিন্তু সেই প্রমিস রেখেছি।’ সম্রাটের কথায় এটাই ‘জীবনের বৃত্ত’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত