এ কী অদ্ভুত কথা! করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। সতর্কতা, ভ্যাকসিন, বুস্টার ডোজ—নানা উপায় করে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিটি দেশ। তবুও বারবার হানা দিচ্ছে করোনার নতুন নতুন ঢেউ। এত শক্তিশালী ভাইরাসকে নাকি নিমিষেই ঠেকিয়ে দেবে হিন্দি সিরিয়ালের নাগিন!
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘নাগিন’। অতি-প্রাকৃতিক কল্প-কাহিনি হিসেবে একতা কাপুর প্রযোজিত এ সিরিয়াল পার করেছে জনপ্রিয়তার পাঁচটি সিজন। এবার আসছে ষষ্ঠ সিজন। ‘নাগিন’-এর ষষ্ঠ সিজনের প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে মহামারি করোনাকে। সম্প্রতি সেটার টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশকে রক্ষা করতে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়বে এক নাগিন। আর সেটা নিয়েই দর্শকদের মধ্যে পড়ে গেছে হট্টগোল।
৪৫ সেকেন্ডের ওই টিজারে প্রথমেই এক পুরুষ কন্ঠে শোনা যায়, প্রতিবেশী দেশ এক ভাইরাসকে হাতিয়ার বানিয়ে আক্রমণের পরিকল্পনা করছে। হিমালয়ের সাধু-সন্ন্যাসীদের একত্র করে একজন সেই গোপন কথা জানাচ্ছেন তাদের।
অপরপ্রান্ত থেকে আরেক ব্যক্তি প্রশ্ন ছোঁড়ে, তাহলে এই বিপদ থেকে কে আমাদের রক্ষা করবে? তখনই টিজারে নাগিনের আবির্ভাব।
কালার্স চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে জানানো হয়েছে, ‘দেশ রক্ষার জন্য বিষ দিয়ে আরেক বিষকে শেষ করতে আসছে নাগিন।’ টিজারে এটাও দেখা গেছে, নদীর জলের মাধ্যমে সেই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর চেষ্টা করেছে প্রতিবেশী দেশ। নাগিন এসে সেই আক্রমণ ঠেকিয়ে দেবে। কীভাবে তা সম্ভব? সেটাই দেখাবে হিন্দি সিরিয়াল ‘নাগিন ৬’।
সিরিয়ালের এই টিজার দেখে অনলাইনে বিদ্রুপ শুরু করেছেন অনেকে। কেউ কেউ লিখছেন, ‘নাগিন-ই তাহলে করোনার অ্যান্টিডট!’ কারও মন্তব্য, ‘এবার থেকে ইনস্টাগ্রামে হা-হা, ডিসলাইক বাটন চালু করা হোক’।
দেখুন ‘নাগিন ৬’-এর টিজার:
এ কী অদ্ভুত কথা! করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। সতর্কতা, ভ্যাকসিন, বুস্টার ডোজ—নানা উপায় করে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিটি দেশ। তবুও বারবার হানা দিচ্ছে করোনার নতুন নতুন ঢেউ। এত শক্তিশালী ভাইরাসকে নাকি নিমিষেই ঠেকিয়ে দেবে হিন্দি সিরিয়ালের নাগিন!
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘নাগিন’। অতি-প্রাকৃতিক কল্প-কাহিনি হিসেবে একতা কাপুর প্রযোজিত এ সিরিয়াল পার করেছে জনপ্রিয়তার পাঁচটি সিজন। এবার আসছে ষষ্ঠ সিজন। ‘নাগিন’-এর ষষ্ঠ সিজনের প্রেক্ষাপট হিসেবে বেছে নেওয়া হয়েছে মহামারি করোনাকে। সম্প্রতি সেটার টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দেশকে রক্ষা করতে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়বে এক নাগিন। আর সেটা নিয়েই দর্শকদের মধ্যে পড়ে গেছে হট্টগোল।
৪৫ সেকেন্ডের ওই টিজারে প্রথমেই এক পুরুষ কন্ঠে শোনা যায়, প্রতিবেশী দেশ এক ভাইরাসকে হাতিয়ার বানিয়ে আক্রমণের পরিকল্পনা করছে। হিমালয়ের সাধু-সন্ন্যাসীদের একত্র করে একজন সেই গোপন কথা জানাচ্ছেন তাদের।
অপরপ্রান্ত থেকে আরেক ব্যক্তি প্রশ্ন ছোঁড়ে, তাহলে এই বিপদ থেকে কে আমাদের রক্ষা করবে? তখনই টিজারে নাগিনের আবির্ভাব।
কালার্স চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে জানানো হয়েছে, ‘দেশ রক্ষার জন্য বিষ দিয়ে আরেক বিষকে শেষ করতে আসছে নাগিন।’ টিজারে এটাও দেখা গেছে, নদীর জলের মাধ্যমে সেই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর চেষ্টা করেছে প্রতিবেশী দেশ। নাগিন এসে সেই আক্রমণ ঠেকিয়ে দেবে। কীভাবে তা সম্ভব? সেটাই দেখাবে হিন্দি সিরিয়াল ‘নাগিন ৬’।
সিরিয়ালের এই টিজার দেখে অনলাইনে বিদ্রুপ শুরু করেছেন অনেকে। কেউ কেউ লিখছেন, ‘নাগিন-ই তাহলে করোনার অ্যান্টিডট!’ কারও মন্তব্য, ‘এবার থেকে ইনস্টাগ্রামে হা-হা, ডিসলাইক বাটন চালু করা হোক’।
দেখুন ‘নাগিন ৬’-এর টিজার:
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১৭ মিনিট আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২৬ মিনিট আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১২ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১২ ঘণ্টা আগে