পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় টেলিভিশনের চেহারাও বছর বছর বদলে যাচ্ছে। ছোট পর্দায় বিভিন্ন ঘরানার টিভি–শো রয়েছে। কৌতুক, হরর, পারিবারিক, কৌতুক স্ট্যান্ড আপ এমনকি থ্রিলারও নতুন কিছু নয়। স্টার প্লাসে থ্রিলার গল্প নিয়েই নতুন ধারাবাহিক শুরু হয়েছে। ধারাবাহিকের নাম ‘রুদ্রকাল’।
সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করছেন ভানু উদয় গোস্বামী। ডিসিপি রঞ্জন চিত্তদা চরিত্রে অভিনয় করছেন। গত মাসে শুরু হওয়া ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যে প্রচার হয়েছে। প্রচারের আগ থেকেই ছিল ব্যাপক প্রচারণা।
ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে ভানু বলেন, ‘গল্পটির গভীরতা আছে। এই একটি চরিত্রের মধ্য দিয়ে অনেক গল্প বলা হবে। যখন যে গল্পই বলা হোক তার মূলে থাকবে ডিসিপি রঞ্জন। তার ঝুঁকিপূর্ণ সব অপারেশন সমাজকে কলুষমুক্ত করবে। ডিসিপি রঞ্জন চিত্তদার চরিত্রে অভিনয় করতে পরিশ্রম করতে হয়েছে। স্থানীয় কয়েকটি থানায় গিয়ে পুলিশের সঙ্গে অপারেশনে বের হয়েছি। একজন পুলিশ কর্মকর্তার সহকারী হিসেবেও কাজ করেছি। দেহের ভাষা, পুলিশ প্রোটোকল এবং তাদের মানসিক অবস্থা বোঝার জন্য তিনি আমাকে সাহায্য করেছেন। আমি আমার বাবার কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কীভাবে তিনি কঠিন সময়গুলো মোকাবিলা করেছেন, তা তার কাছ থেকে শিখেছি। পরিবারের কাছ থেকে জেনেছি বাবা সম্পর্কে। প্রায় এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি।’
ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা স্বানন্দ কিরকিরে। তিনি একজন খ্যাতিমান গীতিকার, লেখক, প্লেব্যাক সিঙ্গারও। রুদ্রকালের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিনয়ের সূচনা। সে জন্য তিনি বেশ উচ্ছ্বসিত।
স্বানন্দ বলেন, ‘ছোট পর্দায় আমার অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য স্টার প্লাস এবং প্রযোজক নীতিন বৈদ্যের কাছে কৃতজ্ঞ। সিরিজটির সাবজেক্ট এবং মাস্টারমাইন্ড চরিত্রটিই এই শোটি বেছে নিতে আমাকে আগ্রহী করে তোলে। আমার চরিত্রটি নেতিবাচক। এমন চরিত্রে অভিনয়ের অন্যতম কারণ আমি ভালো অভিনয় করতে চাই। সেটা নেতিবাচক নাকি ইতিবাচক সেই হিসেব করি না।’
‘রুদ্রকাল’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে স্টার প্লাসে প্রতি রোববার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সূত্র: বলিউড লাইফ
পরিবর্তিত সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় টেলিভিশনের চেহারাও বছর বছর বদলে যাচ্ছে। ছোট পর্দায় বিভিন্ন ঘরানার টিভি–শো রয়েছে। কৌতুক, হরর, পারিবারিক, কৌতুক স্ট্যান্ড আপ এমনকি থ্রিলারও নতুন কিছু নয়। স্টার প্লাসে থ্রিলার গল্প নিয়েই নতুন ধারাবাহিক শুরু হয়েছে। ধারাবাহিকের নাম ‘রুদ্রকাল’।
সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করছেন ভানু উদয় গোস্বামী। ডিসিপি রঞ্জন চিত্তদা চরিত্রে অভিনয় করছেন। গত মাসে শুরু হওয়া ধারাবাহিকটির বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যে প্রচার হয়েছে। প্রচারের আগ থেকেই ছিল ব্যাপক প্রচারণা।
ইন্ডিয়া টুডের সঙ্গে এক সাক্ষাৎকারে ভানু বলেন, ‘গল্পটির গভীরতা আছে। এই একটি চরিত্রের মধ্য দিয়ে অনেক গল্প বলা হবে। যখন যে গল্পই বলা হোক তার মূলে থাকবে ডিসিপি রঞ্জন। তার ঝুঁকিপূর্ণ সব অপারেশন সমাজকে কলুষমুক্ত করবে। ডিসিপি রঞ্জন চিত্তদার চরিত্রে অভিনয় করতে পরিশ্রম করতে হয়েছে। স্থানীয় কয়েকটি থানায় গিয়ে পুলিশের সঙ্গে অপারেশনে বের হয়েছি। একজন পুলিশ কর্মকর্তার সহকারী হিসেবেও কাজ করেছি। দেহের ভাষা, পুলিশ প্রোটোকল এবং তাদের মানসিক অবস্থা বোঝার জন্য তিনি আমাকে সাহায্য করেছেন। আমি আমার বাবার কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছি। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কীভাবে তিনি কঠিন সময়গুলো মোকাবিলা করেছেন, তা তার কাছ থেকে শিখেছি। পরিবারের কাছ থেকে জেনেছি বাবা সম্পর্কে। প্রায় এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছি।’
ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা স্বানন্দ কিরকিরে। তিনি একজন খ্যাতিমান গীতিকার, লেখক, প্লেব্যাক সিঙ্গারও। রুদ্রকালের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিনয়ের সূচনা। সে জন্য তিনি বেশ উচ্ছ্বসিত।
স্বানন্দ বলেন, ‘ছোট পর্দায় আমার অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য স্টার প্লাস এবং প্রযোজক নীতিন বৈদ্যের কাছে কৃতজ্ঞ। সিরিজটির সাবজেক্ট এবং মাস্টারমাইন্ড চরিত্রটিই এই শোটি বেছে নিতে আমাকে আগ্রহী করে তোলে। আমার চরিত্রটি নেতিবাচক। এমন চরিত্রে অভিনয়ের অন্যতম কারণ আমি ভালো অভিনয় করতে চাই। সেটা নেতিবাচক নাকি ইতিবাচক সেই হিসেব করি না।’
‘রুদ্রকাল’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে স্টার প্লাসে প্রতি রোববার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সূত্র: বলিউড লাইফ
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে