খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
২০১৮ সাল। সংগীতশিল্পী মেহরীন মাহমুদ তখন দেশের বাইরে। পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ফ্রান্স থেকে সুইডেন। সঙ্গে তাঁর ছেলে আকিবও আছে। আকিবের বয়স তখন মাত্র ১১। বেড়াতে যাওয়া উপলক্ষে তাকে কিনে দেওয়া হয়েছে একটি ক্যামেরা। সেই ক্যামেরায় আকিব তুলে আনল প্রকৃতি আর মায়ের বিভিন্ন মুহূর্ত।
মেহরীন বলেন, ‘তিন বছর আগের সেই ফুটেজ কাজে লেগেছে এত দিনে। ছেলের তোলা ক্লিপস জুড়ে তৈরি হয়েছে আমার নতুন মিউজিক ভিডিও।’ ‘তুমি আছো বলে’ অ্যালবামের জনপ্রিয় গান ‘শূন্যতা’ নতুন আঙ্গিকে, নতুন মিউজিক ভিডিওতে এখন শোভা পাচ্ছে মেহরীনের ইউটিউব চ্যানেল ‘মেহরীন অফিশিয়াল’-এ। কয়েক দিন আগে ভিডিওটি প্রকাশ করেছেন এই পপতারকা।
ইউটিউবে মেহরীনের চ্যানেল আছে অনেক বছর ধরে। কিন্তু নিয়মিত ছিলেন না তিনি। দুই বছর ধরে চেষ্টা করছেন চ্যানেলটি গোছানোর। অনেকটা এগিয়েও গেছে কাজ। মেহরীন বলেন, ‘অনেক কাজ করেছি গত কয়েক বছরে। বিশেষ করে গত দুই বছরে করোনার মধ্যে আমি নিজে এগুলো গোছানো, কনটেন্ট প্ল্যানিং–সব করেছি।’
‘মেহরীন অফিশিয়াল’ চ্যানেলকে একটা আর্কাইভের মতো করে তৈরি করছেন তিনি। সেখানে নিজের মৌলিক গান ছাড়াও অন্য ভাষায় কাভার করা গান, ফোক-রবীন্দ্র-নজরুলসংগীত, আবৃত্তি, উপস্থাপনা, বিভিন্ন কনসার্টের ভিডিও, ভক্তদের সঙ্গে তাঁর দেখা হওয়ার মুহূর্ত–সবই পাওয়া যাচ্ছে।
মেহরীন বলেন, ‘১৯৯৮ সাল থেকে আমার কাজের ফিরিস্তি আছে এখানে। অনেকে আমাকে বলছেন, তুমি পুরোনো জিনিস যে দিচ্ছ, এগুলোতে তো ভিউয়ার কমে যাবে। আমি ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। ভক্তরা তো আমার সব কাজ দেখতে চান। তাঁদের কথা ভেবেই যেখানে যত কনটেন্ট পাচ্ছি, আর্কাইভ করে রাখছি।’
মেহরীন এখন খুঁজে বেড়াচ্ছেন। প্রথম অ্যালবাম ‘আনাড়ি’ প্রকাশের সময়কার ভিডিও, একসময় তিনি বিটিভিতে খবর পড়তেন সেই ফুটেজ–সবকিছু জোগাড় করে তুলে রাখবেন ‘মেহরীন অফিশিয়াল’ চ্যানেলে।
মেহরীন বলেন, ‘আমি চাইছি যত পেছনে যেতে পারি, তত পুরোনো ফুটেজ জোগাড় করে আর্কাইভ করতে। যেন মানুষ আমার পুরোটা দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেল অনেকটা শোকেসের মতো। থরে থরে সাজানো আছে সব।’
২০১৮ সাল। সংগীতশিল্পী মেহরীন মাহমুদ তখন দেশের বাইরে। পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ফ্রান্স থেকে সুইডেন। সঙ্গে তাঁর ছেলে আকিবও আছে। আকিবের বয়স তখন মাত্র ১১। বেড়াতে যাওয়া উপলক্ষে তাকে কিনে দেওয়া হয়েছে একটি ক্যামেরা। সেই ক্যামেরায় আকিব তুলে আনল প্রকৃতি আর মায়ের বিভিন্ন মুহূর্ত।
মেহরীন বলেন, ‘তিন বছর আগের সেই ফুটেজ কাজে লেগেছে এত দিনে। ছেলের তোলা ক্লিপস জুড়ে তৈরি হয়েছে আমার নতুন মিউজিক ভিডিও।’ ‘তুমি আছো বলে’ অ্যালবামের জনপ্রিয় গান ‘শূন্যতা’ নতুন আঙ্গিকে, নতুন মিউজিক ভিডিওতে এখন শোভা পাচ্ছে মেহরীনের ইউটিউব চ্যানেল ‘মেহরীন অফিশিয়াল’-এ। কয়েক দিন আগে ভিডিওটি প্রকাশ করেছেন এই পপতারকা।
ইউটিউবে মেহরীনের চ্যানেল আছে অনেক বছর ধরে। কিন্তু নিয়মিত ছিলেন না তিনি। দুই বছর ধরে চেষ্টা করছেন চ্যানেলটি গোছানোর। অনেকটা এগিয়েও গেছে কাজ। মেহরীন বলেন, ‘অনেক কাজ করেছি গত কয়েক বছরে। বিশেষ করে গত দুই বছরে করোনার মধ্যে আমি নিজে এগুলো গোছানো, কনটেন্ট প্ল্যানিং–সব করেছি।’
‘মেহরীন অফিশিয়াল’ চ্যানেলকে একটা আর্কাইভের মতো করে তৈরি করছেন তিনি। সেখানে নিজের মৌলিক গান ছাড়াও অন্য ভাষায় কাভার করা গান, ফোক-রবীন্দ্র-নজরুলসংগীত, আবৃত্তি, উপস্থাপনা, বিভিন্ন কনসার্টের ভিডিও, ভক্তদের সঙ্গে তাঁর দেখা হওয়ার মুহূর্ত–সবই পাওয়া যাচ্ছে।
মেহরীন বলেন, ‘১৯৯৮ সাল থেকে আমার কাজের ফিরিস্তি আছে এখানে। অনেকে আমাকে বলছেন, তুমি পুরোনো জিনিস যে দিচ্ছ, এগুলোতে তো ভিউয়ার কমে যাবে। আমি ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। ভক্তরা তো আমার সব কাজ দেখতে চান। তাঁদের কথা ভেবেই যেখানে যত কনটেন্ট পাচ্ছি, আর্কাইভ করে রাখছি।’
মেহরীন এখন খুঁজে বেড়াচ্ছেন। প্রথম অ্যালবাম ‘আনাড়ি’ প্রকাশের সময়কার ভিডিও, একসময় তিনি বিটিভিতে খবর পড়তেন সেই ফুটেজ–সবকিছু জোগাড় করে তুলে রাখবেন ‘মেহরীন অফিশিয়াল’ চ্যানেলে।
মেহরীন বলেন, ‘আমি চাইছি যত পেছনে যেতে পারি, তত পুরোনো ফুটেজ জোগাড় করে আর্কাইভ করতে। যেন মানুষ আমার পুরোটা দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেল অনেকটা শোকেসের মতো। থরে থরে সাজানো আছে সব।’
এ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
১ মিনিট আগেঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগে১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
১১ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
১১ ঘণ্টা আগে