কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। ফের বাংলাদেশি ছবিতে গাইলেন তিনি। নির্মাতা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’ নামের ছবিতে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ এমন কথামালার গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা। জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার, সংগীতায়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।
এবারই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। এ প্রসঙ্গে সোমলতা বলেন, ‘কাগজ’ ছবির গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই ছবিতে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের ছবিতে গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
জুলফিকার জাহেদি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সোমলতার সঙ্গে পরিচয়। তার গায়কি দারুণ। গানটি লেখার সময় সোমলতার কথা ভেবেই গানটি লিখেছি। আশা করছি, ছবিটি মুক্তি পেলে সবাই গানটি পছন্দ করবে।’
‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলা শেষে’সহ অনেক ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ ও ‘উনপঞ্চাশ বাতাস’ ছবিতেও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। মুক্তি প্রতিক্ষীত সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ ছবিতে গেয়েছেন সোমলতা। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। আদি বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
‘কাগজ’ ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, মায়মুনা মম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে তৈরি হয়েছে ‘কাগজ’।
কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। ফের বাংলাদেশি ছবিতে গাইলেন তিনি। নির্মাতা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’ নামের ছবিতে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ এমন কথামালার গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা। জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার, সংগীতায়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।
এবারই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। এ প্রসঙ্গে সোমলতা বলেন, ‘কাগজ’ ছবির গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই ছবিতে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের ছবিতে গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
জুলফিকার জাহেদি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সোমলতার সঙ্গে পরিচয়। তার গায়কি দারুণ। গানটি লেখার সময় সোমলতার কথা ভেবেই গানটি লিখেছি। আশা করছি, ছবিটি মুক্তি পেলে সবাই গানটি পছন্দ করবে।’
‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলা শেষে’সহ অনেক ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ ও ‘উনপঞ্চাশ বাতাস’ ছবিতেও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। মুক্তি প্রতিক্ষীত সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ ছবিতে গেয়েছেন সোমলতা। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। আদি বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
‘কাগজ’ ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, মায়মুনা মম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে তৈরি হয়েছে ‘কাগজ’।
প্রায় ১০ বছর পর কাছাকাছি এলেন তাঁরা। পাশাপাশি বসলেন, আড্ডা দিলেন। একে অপরের প্রশংসা যেমন করলেন, তেমনি ছুড়ে দিলেন কিছু বেয়াড়া প্রশ্নও। চলল খুনসুটি। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে দেব-শুভশ্রীর সামনে তখন হলভর্তি দর্শক।
৮ ঘণ্টা আগেপ্রায় সাড়ে সাত মাস পর আজ সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আপাতত কয়েক দিন বিশ্রামে থাকবেন তিনি। এর পর দাঁড়াবেন ক্যামেরার সামনে।
৮ ঘণ্টা আগে৩১ বছর পর আবার সিনেমা হলে মুক্তি পেল সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘অন্তরে অন্তরে’। পুরান ঢাকার আজাদ হলে চলছে সিনেমাটি। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া শিবলী সাদিক পরিচালিত সিনেমাটি দেখতে এখনো ভিড় করছেন সাধারণ দর্শক।
৮ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে কাজ করছেন জয়া আহসান। টালিউডে তাঁর জনপ্রিয়তাও কম নয়। তবে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। কমেছে দুই বাংলার শিল্পীদের আদান-প্রদান। এ ক্ষেত্রে ব্যতিক্রম জয়া আহসান।
২১ ঘণ্টা আগে