খাদ্যদ্রব্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসাসহ সমাজের নানা স্তরে ছেয়ে গেছে ভেজাল। খাদ্যদ্রব্যে ভেজালের কারণে তাৎক্ষণিক অসুস্থতাসহ দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। খাদ্যে ভেজাল নতুন কিছু নয়, বহুকাল আগে থেকে অসাধু ব্যবসায়ীরা বাড়তি আয়ের আশায় এ ধরনের ঘৃণ্য কাজ করছেন। এবার সেই ভেজালের বিরুদ্ধে গান গাইলেন মিঠুন চক্র; গানে গানে জানালেন প্রতিবাদ। গানের শিরোনাম ‘ভেজাল’।
মিঠুন জানান, খাদ্যে ভেজালের বিরুদ্ধে সত্তর-আশির দশকে চট্টগ্রামের ভাষায় গানটি লিখেছিলেন শ্যামসুন্দর বৈষ্ণব ও সনজিৎ আচার্য। নতুন করে ব্যবহৃত র্যাপ অংশটুকু লিখেছেন রাকিবুল হাসান রাহুল। মিঠুন চক্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
মিঠুন চক্র বলেন, ‘প্রকৃতি থেকে প্রাপ্ত খাদ্য আমার অধিকার। সেই খাদ্যে ভেজাল করে খাওয়ানো হচ্ছে। মৌলিক চাহিদা কেড়ে নেওয়া হচ্ছে। এই জীবননাশক অন্যায়ের বিরুদ্ধে ৫০ বছর আগে গান লিখে গেছেন চট্টগ্রামের দুই কিংবদন্তি শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণব ও সনজিৎ আচার্য। গানে গানে জানিয়ে গেছেন এই অন্যায়ের কথা। সে কথা নতুন করে বলতেই নতুন আয়োজনে গানটি করা।’
নতুন করে ৫০ বছর আগের গানটি উপস্থাপন প্রসঙ্গে মিঠুন চক্র বলেন, ‘অনেক দিন ধরে খাবারে ভেজাল বিষয়টি আমাকে ভাবাচ্ছিল। চারদিকে এত এত ভেজাল, অথচ কেউ কোনো প্রতিবাদ করছে না। আসলে আমরা সময় নিয়ে ভাবি না। তাই সমসাময়িক সমস্যা নিয়ে গানের সংখ্যা কম। জীবন নিয়ে গান এখন আর হচ্ছে না। এমন সময় গানটির কথা আমাকে নাড়া দিল। ছোট থেকে গানটি শুনেছি। এখনো গানটি সমসাময়িক। প্রকৃত শিল্পীরা সময় নিয়ে ভাবেন। তাই সে সময়ে এমন একটি গান তাঁরা তৈরি করতে পেরেছিলেন। এত বছর পরও গানটি এত জীবন্ত। প্রয়াত হলেও নিজেদের সৃষ্টি গানের মধ্য দিয়ে বেঁচে আছেন তাঁরা।’
খাদ্যদ্রব্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসাসহ সমাজের নানা স্তরে ছেয়ে গেছে ভেজাল। খাদ্যদ্রব্যে ভেজালের কারণে তাৎক্ষণিক অসুস্থতাসহ দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। খাদ্যে ভেজাল নতুন কিছু নয়, বহুকাল আগে থেকে অসাধু ব্যবসায়ীরা বাড়তি আয়ের আশায় এ ধরনের ঘৃণ্য কাজ করছেন। এবার সেই ভেজালের বিরুদ্ধে গান গাইলেন মিঠুন চক্র; গানে গানে জানালেন প্রতিবাদ। গানের শিরোনাম ‘ভেজাল’।
মিঠুন জানান, খাদ্যে ভেজালের বিরুদ্ধে সত্তর-আশির দশকে চট্টগ্রামের ভাষায় গানটি লিখেছিলেন শ্যামসুন্দর বৈষ্ণব ও সনজিৎ আচার্য। নতুন করে ব্যবহৃত র্যাপ অংশটুকু লিখেছেন রাকিবুল হাসান রাহুল। মিঠুন চক্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
মিঠুন চক্র বলেন, ‘প্রকৃতি থেকে প্রাপ্ত খাদ্য আমার অধিকার। সেই খাদ্যে ভেজাল করে খাওয়ানো হচ্ছে। মৌলিক চাহিদা কেড়ে নেওয়া হচ্ছে। এই জীবননাশক অন্যায়ের বিরুদ্ধে ৫০ বছর আগে গান লিখে গেছেন চট্টগ্রামের দুই কিংবদন্তি শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণব ও সনজিৎ আচার্য। গানে গানে জানিয়ে গেছেন এই অন্যায়ের কথা। সে কথা নতুন করে বলতেই নতুন আয়োজনে গানটি করা।’
নতুন করে ৫০ বছর আগের গানটি উপস্থাপন প্রসঙ্গে মিঠুন চক্র বলেন, ‘অনেক দিন ধরে খাবারে ভেজাল বিষয়টি আমাকে ভাবাচ্ছিল। চারদিকে এত এত ভেজাল, অথচ কেউ কোনো প্রতিবাদ করছে না। আসলে আমরা সময় নিয়ে ভাবি না। তাই সমসাময়িক সমস্যা নিয়ে গানের সংখ্যা কম। জীবন নিয়ে গান এখন আর হচ্ছে না। এমন সময় গানটির কথা আমাকে নাড়া দিল। ছোট থেকে গানটি শুনেছি। এখনো গানটি সমসাময়িক। প্রকৃত শিল্পীরা সময় নিয়ে ভাবেন। তাই সে সময়ে এমন একটি গান তাঁরা তৈরি করতে পেরেছিলেন। এত বছর পরও গানটি এত জীবন্ত। প্রয়াত হলেও নিজেদের সৃষ্টি গানের মধ্য দিয়ে বেঁচে আছেন তাঁরা।’
আজ বৃহস্পতিবার পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মাহতিম সাকিবের নতুন গান ‘সুইসাইড নোট’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।
১০ ঘণ্টা আগেভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ উঠেছে। অনেক জায়গায় বাংলাভাষীদের আটক করার কথাও শোনা যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা।
১০ ঘণ্টা আগেঅন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
১৭ ঘণ্টা আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
১৭ ঘণ্টা আগে