বিনোদন ডেস্ক
ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বেশ পুরোনো। গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের উত্তেজনা গড়িয়েছে যুদ্ধে। গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও দিচ্ছে জবাব। পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশির ভাগ শোবিজ তারকা। তবে পশ্চিমবঙ্গের দুই সংগীতশিল্পী কবীর সুমন ও নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন ভিন্ন কথা। কিছুতেই যুদ্ধ চান না কবীর সুমন। আর নচিকেতা বললেন, সব মুনাফার খেলা।
ভারতীয় গণমাধ্যমকে কবীর সুমন বলেন, ‘যারাই যুদ্ধ করুক, যে যুদ্ধ করুক, যে কারণে, যেভাবে যুদ্ধ করুক, আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। যুদ্ধবিরোধী মানুষ আমি।’ গতকাল সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের বিরোধিতা করে পোস্ট করেছেন তিনি। ফেসবুকে কবীর সুমন লেখেন, ‘আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে। এই দেশ যখন ভাগ হয়েছিল, তখন কেউ আমার অনুমতি নিয়েছিল? কোনো দেশের মানুষের সম্মতি নিয়েছিল? আমি তো ১৯৪৯ সালে জন্মেছি, তখন তো আমার কোনো পছন্দ ছিল না! দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। যেখানে মানবপ্রেম নেই, প্রাণীদের জন্য ভালোবাসা নেই, সেই দেশপ্রেম দিয়ে কী হবে?’
কবীর সুমনের মতে, যুদ্ধে শুধু মানুষ নয়, প্রকৃতির বিশাল ক্ষতি হচ্ছে। তবে এ নিয়ে কারও মাথাব্যথা নেই। তিনি লেখেন, ‘একটা যুদ্ধ হচ্ছে, গুলি চালানো হচ্ছে, বোমা ফেলা হচ্ছে—কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে নিরীহ প্রাণী, পাখি, পোকামাকড়। কেউ এসব নিয়ে কথা বলে না। পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেশের নেতাদের এসব নিয়ে মাথাব্যথা নেই।’
এদিকে নচিকেতা চক্রবর্তীর মতে, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে—সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। ইতিহাস থেকেই গায়কের উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা। নচিকেতা বলেন, ‘যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। এই একটা কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে, সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ স্পনসর করা! আমি প্রমাণ করে দেব।’
নচিকেতার মতে, এত যুদ্ধের কারণে একশ্রেণি লাভবান হচ্ছে। উদাহরণ টেনে তিনি বলেন, ‘মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি ও ইতালি, দুই দেশকেই পেট্রল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।’
ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বেশ পুরোনো। গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের উত্তেজনা গড়িয়েছে যুদ্ধে। গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও দিচ্ছে জবাব। পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশির ভাগ শোবিজ তারকা। তবে পশ্চিমবঙ্গের দুই সংগীতশিল্পী কবীর সুমন ও নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন ভিন্ন কথা। কিছুতেই যুদ্ধ চান না কবীর সুমন। আর নচিকেতা বললেন, সব মুনাফার খেলা।
ভারতীয় গণমাধ্যমকে কবীর সুমন বলেন, ‘যারাই যুদ্ধ করুক, যে যুদ্ধ করুক, যে কারণে, যেভাবে যুদ্ধ করুক, আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। যুদ্ধবিরোধী মানুষ আমি।’ গতকাল সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের বিরোধিতা করে পোস্ট করেছেন তিনি। ফেসবুকে কবীর সুমন লেখেন, ‘আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মনে পড়বে। এই দেশ যখন ভাগ হয়েছিল, তখন কেউ আমার অনুমতি নিয়েছিল? কোনো দেশের মানুষের সম্মতি নিয়েছিল? আমি তো ১৯৪৯ সালে জন্মেছি, তখন তো আমার কোনো পছন্দ ছিল না! দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। যেখানে মানবপ্রেম নেই, প্রাণীদের জন্য ভালোবাসা নেই, সেই দেশপ্রেম দিয়ে কী হবে?’
কবীর সুমনের মতে, যুদ্ধে শুধু মানুষ নয়, প্রকৃতির বিশাল ক্ষতি হচ্ছে। তবে এ নিয়ে কারও মাথাব্যথা নেই। তিনি লেখেন, ‘একটা যুদ্ধ হচ্ছে, গুলি চালানো হচ্ছে, বোমা ফেলা হচ্ছে—কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে নিরীহ প্রাণী, পাখি, পোকামাকড়। কেউ এসব নিয়ে কথা বলে না। পানি বিষাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেশের নেতাদের এসব নিয়ে মাথাব্যথা নেই।’
এদিকে নচিকেতা চক্রবর্তীর মতে, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে—সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। ইতিহাস থেকেই গায়কের উপলব্ধি, যুদ্ধ মানেই মুনাফার খেলা। নচিকেতা বলেন, ‘যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। এই একটা কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে, সব কটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ স্পনসর করা! আমি প্রমাণ করে দেব।’
নচিকেতার মতে, এত যুদ্ধের কারণে একশ্রেণি লাভবান হচ্ছে। উদাহরণ টেনে তিনি বলেন, ‘মনে রাখবেন, রকফেলারদের তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি ও ইতালি, দুই দেশকেই পেট্রল সরবরাহ করেছিল। এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক মনে করেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। কিছু ঐতিহাসিকের মতে, এটি শুধুই ব্যবসা।’
ভারতের পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামটির ট্রেডমার্ক পাওয়ার আবেদন করেছিল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা
১০ ঘণ্টা আগেশামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি একসময়। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরালও হয়েছে তাঁদের সম্পর্কের খবর। তবে প্রেমের কথা কখনো স্বীকার করেননি তাঁরা। জানিয়েছেন, তাঁরা ভালো বন্ধু। গত মঙ্গলবার শামীম হাসান গণমাধ্যমকে জানালেন, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল।
১০ ঘণ্টা আগেঅকারণে হর্ন না বাজাতে চালকদের সচেতন করার লক্ষ্যে তৈরি হয়েছে ওভিসি। এতে বাস ড্রাইভার চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে হেলপার চরিত্রে রয়েছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ২ মে সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকে সাড়া ফেলেছে ওভিসিটি। প্রথম ৬ দিনে ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে বিজ্ঞাপনটি।
১০ ঘণ্টা আগে