Ajker Patrika

টাইমের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ পপ সেনসেশন ব্ল্যাকপিঙ্ক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৯: ১৬
টাইমের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ পপ সেনসেশন ব্ল্যাকপিঙ্ক

হালের গ্লোবাল পপ সেনসেশন ব্ল্যাকপিঙ্ক। তাদের ২০২২ সালের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ নির্বাচিত করেছে বিখ্যাত টাইম সাময়িকী।

এর আগে ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস এই তকমা জিতেছিল। এবার দ্বিতীয় কে–পপ ব্যান্ড হিসেবে দক্ষিণ কোরিয়ার চার সদস্যের নারী ব্যান্ডটি টাইমের শিরোনাম হলো। 

দক্ষিণ কোরিয়ার বৃহৎ রেকর্ড লেবেল ওয়াইজি ২০১৬ সালে জেনি, জিসু, লিসা এবং রোজকে আবিষ্কার করে। পরবর্তীতে এই চারজনই দ্রুত আন্তর্জাতিক খ্যাতি পান। দক্ষিণ কোরিয়ার রেকর্ড লেবেলটি সম্ভাবনাময় পারফরমারদের খুঁজে বের করে। এরপর তাদের নিবিড়ভাবে প্রশিক্ষণ দেয়। এ ছাড়া দেশের তারকা মানের পারফরমারদের স্ক্রিনে কাজ করার সুযোগ দেয় তারা। 

ব্ল্যাকপিঙ্কের প্রথম এলপি ‘দ্য অ্যালবাম’, ২০২০ সালে প্রকাশ পায়। প্রকাশের এক মাসেরও কম সময়ের মধ্যে ১০ লাখের বেশি কপি বিক্রি হয় অ্যালবামটি। 

ব্ল্যাকপিঙ্কের র‍্যাপার জেনি টাইমকে বলেন, ‘আমরা অনেক কাজ করেছি যাতে আমাদের সুপার ওমেনের মতো দেখায়। কিন্তু দিন শেষে আমরা খুব সাধারণ মেয়ে।’ 

এই ব্যান্ডের বৈশ্বিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তাঁদের প্রত্যেকের একটি আন্তর্জাতিক পটভূমি। যেমন: গায়িকা রোজের জন্ম নিউজিল্যান্ডে এবং বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। 

জেনির জন্ম দক্ষিণ কোরিয়ায় কিন্তু বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। আর নৃত্যশিল্পী লিসা থাইল্যান্ডের। গায়িকা জিসু গ্রুপের একমাত্র সদস্য যার জন্ম এবং বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়। 

ব্ল্যাকপিঙ্ক বর্তমানে ‘বর্ন পিঙ্ক’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ইউরোপজুড়ে পারফর্ম করছে। গত অক্টোবরে শুরু হওয়া সফর শেষ হবে এ বছরের শেষ নাগাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত