Ajker Patrika

পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যান্‌সির লড়াই

আপডেট : ১১ জুলাই ২০২১, ১৩: ৫৭
পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যান্‌সির লড়াই

নড়াইলের বড়দিয়ায় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সির পৈতৃক বাড়ি। গত বছরের আগস্টে বাবা হারিয়েছেন তিনি। বাবা চলে যাওয়ার এক বছরও হয়নি, এরই মধ্যে পৈতৃক সম্পত্তি হারাতে বসেছেন তিনি।

ন্যান্‌সি জানাচ্ছেন, নড়াইলে তাঁদের পৈতৃক ভিটায় বাবা নাইমুল হকের ১৬ শতক জমি আছে। বাবা-মায়ের ক্রয়কৃত জমি আছে আরও ৮ শতক। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্‌সি, তাঁর দুই ভাই জাকারিয়া নোমান ও শাহরিয়ার আমান সানির।

কিন্তু জমিটি দীর্ঘদিন ধরে ভোগ করছেন ন্যান্‌সির চাচা সৈয়দ কামরুল হাসান। ইতিমধ্যে ওই জমিতে ঘরও তোলা হয়েছে। ন্যান্‌সি বলছেন, ‘ওখানে আমরা খুব কম যাই। এই সুযোগে তাঁরা সম্পত্তি দখল করার চেষ্টা করছেন। কয়েক মাস ধরে আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম, কিন্তু তাঁরা আমাদের কথায় ভ্রুক্ষেপ করছেন না।’

নাজমুন মুনিরা ন্যান্‌সিবাধ্য হয়ে ন্যান্‌সি আইনের আশ্রয় নিয়েছেন। পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যান্‌সির পক্ষে তাঁর বড় ভাই জাকারিয়া নোমান গত ১৭ জুন নড়াইল জেলা আদালতে মামলা দায়ের করেছেন। ১২ জুলাই শুনানি হওয়ার কথা।

ন্যান্‌সির বক্তব্য, ‘এই করোনা পরিস্থিতিতে শুনানি হবে কি না, এখনো জানি না। তবে বাবার সম্পত্তি তো তাঁর স্মৃতি। সেটার ওপর আমাদের অধিকার আছে। যত দিন বিষয়টি সুরাহা না হবে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত