পপতারকা রিয়ান্নাকে আনুষ্ঠানিকভাবে একজন বিলিয়নিয়ার হিসেবে ঘোষণা দিল বিখ্যাত মার্কিন ম্যাগাজিন 'ফোর্বস। পাশাপাশি বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পীও তিনি।
এ নিয়ে রিয়ান্নার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই পপ তারকার সম্পদের মূল্য প্রায় ১.৭ বিলিয়ন ডলার। যার মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন ডলার তার ফেন্টি বিউটি কসমেটিকস কোম্পানি থেকে এসেছে।
এ ছাড়া তাঁর বাকি আয়ের বেশির ভাগ প্রায় ২৭০ মিলিয়ন স্যাভেজ এক্স ফেন্টি থেকে এবং সংগীত ও অভিনয় থেকে আসে।
বিনোদন জগতে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে অপরাহ উইনফ্রের পরে দ্বিতীয় স্থানে আছেন রিয়ান্না।
রিয়ান্নার আসল নাম রবিন ফেন্টি। তিনি ২০১৭ বিলাসবহুল পণ্য সংস্থা এলভিএমএইচ-এর সঙ্গে অংশীদারত্বে ফেন্টি বিউটি কসমেটিক ব্র্যান্ড চালু করে।
তখন রিয়ানা বলেছিলেন, আমার লক্ষ্য 'সব ধরনের নারীর' কাছে পৌঁছানো এবং ৪০টি বিভিন্ন ফাউন্ডেশন শেড চালু করা। যেটি তখন মূলত অভূতপূর্ব ছিল।
এলভিএমএইচ জানিয়েছে, এই মাধ্যমে তারা প্রথম বছরে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।
তবে, রিয়ান্না সব ব্যবসায়িক উদ্যোগ অবশ্য ফলপ্রসূ হয়নি।
২০১৬ সালের পর থেকে রিয়ান্না কোনো স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি। তবে, সম্প্রতি বয়ফ্রেন্ড রকির সঙ্গে তাঁকে একটি মিউজিক ভিডিও শুটিং করতে দেখা গেছে।
পপতারকা রিয়ান্নাকে আনুষ্ঠানিকভাবে একজন বিলিয়নিয়ার হিসেবে ঘোষণা দিল বিখ্যাত মার্কিন ম্যাগাজিন 'ফোর্বস। পাশাপাশি বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পীও তিনি।
এ নিয়ে রিয়ান্নার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই পপ তারকার সম্পদের মূল্য প্রায় ১.৭ বিলিয়ন ডলার। যার মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন ডলার তার ফেন্টি বিউটি কসমেটিকস কোম্পানি থেকে এসেছে।
এ ছাড়া তাঁর বাকি আয়ের বেশির ভাগ প্রায় ২৭০ মিলিয়ন স্যাভেজ এক্স ফেন্টি থেকে এবং সংগীত ও অভিনয় থেকে আসে।
বিনোদন জগতে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে অপরাহ উইনফ্রের পরে দ্বিতীয় স্থানে আছেন রিয়ান্না।
রিয়ান্নার আসল নাম রবিন ফেন্টি। তিনি ২০১৭ বিলাসবহুল পণ্য সংস্থা এলভিএমএইচ-এর সঙ্গে অংশীদারত্বে ফেন্টি বিউটি কসমেটিক ব্র্যান্ড চালু করে।
তখন রিয়ানা বলেছিলেন, আমার লক্ষ্য 'সব ধরনের নারীর' কাছে পৌঁছানো এবং ৪০টি বিভিন্ন ফাউন্ডেশন শেড চালু করা। যেটি তখন মূলত অভূতপূর্ব ছিল।
এলভিএমএইচ জানিয়েছে, এই মাধ্যমে তারা প্রথম বছরে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।
তবে, রিয়ান্না সব ব্যবসায়িক উদ্যোগ অবশ্য ফলপ্রসূ হয়নি।
২০১৬ সালের পর থেকে রিয়ান্না কোনো স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি। তবে, সম্প্রতি বয়ফ্রেন্ড রকির সঙ্গে তাঁকে একটি মিউজিক ভিডিও শুটিং করতে দেখা গেছে।
চোখের নিমেষে যেন কেটে গেল একটি বছর। মনে হচ্ছে, এই তো সেদিন আমরা দুই ভাই হাসতে হাসতে কী দারুণ আড্ডা দিলাম। হ্যাঁ, জুয়েল ভাই তো আমার নিজেরই ভাই। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯২ সালে, শাহবাগের আজিজ সুপার মার্কেটে। তাঁর অফিস ছিল সেখানে। ওখানেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ, পরিচয় ও সখ্য। একটা সময় নিয়মিত য
২৯ মিনিট আগেঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১১ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
১১ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
১৩ ঘণ্টা আগে