Ajker Patrika

আনিকার ‘পরান বন্ধু’-তে সুপার মডেল আসিফ আজিম ও শারলিনা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২২: ২৪
আনিকার ‘পরান বন্ধু’-তে সুপার মডেল আসিফ আজিম ও শারলিনা

এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’। প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ব্যানারে গানটি প্রকাশ পেয়েছে গতকাল।

নাজমুস সাদাত নাজিম ও কৌশিক হোসেন তাপসের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তাপস।

সংগীতশিল্পী তাসনিম আনিকা‘পরান বন্ধু তোরই লাগি, পন্থ চাইয়া বইসা থাকি, পার হইয়া যায় কত রাত্রি, পার হয় কত পথ’—এমন কথার ফোক ঘরানার গানটি প্রসঙ্গে আনিকা বলেন, ‘এটি কৌশিক হোসেন তাপসের ২১ বছর আগের একটি গান। তাঁর নির্দেশনায় গানটি আমি খানিকটা ওয়েস্টার্ন এপ্রোচে গেয়েছি। সুর-কথা ও কম্পোজিশন সবমিলিয়ে গানটি অসামান্য হয়ে উঠেছে।’

ফারজানা মুন্নির স্টাইলিং ও নির্দেশনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মালদ্বীপের হিমাফুশি আইল্যান্ড ও হুমহুমালে আইল্যান্ডে শুটিং হয়েছে গানটির।

মিউজিক ভিডিওর শুটিং হয়েছে মালদ্বীপে। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যেগানের মডেল হয়েছেন আসিফ আজিম ও শারলিনা হোসাইন। এ গানে মডেল হওয়ার মধ্য দিয়ে ১৬ বছর পর দেশের কোনো কাজে যুক্ত হলেন বাংলাদেশের ছেলে মুম্বাইয়ের সুপার মডেল আসিফ আজিম।

আসিফ আজিম বলেন, ‘মালদ্বীপে যখন গানটিতে কাজ করছিলাম বারবার দেশের কথা মনে হচ্ছিল। দেশের ইন্ডাস্ট্রির জন্য এমন একটা কাজ হচ্ছে তা ভাবতেই ভালো লাগছিল।’

শুনুন তাসনিম আনিকার নতুন গান ‘পরান বন্ধু’:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত