Ajker Patrika

মনির খানের ২৬ বছর, উৎসর্গ করলেন নতুন গান

মনির খানের ২৬ বছর, উৎসর্গ করলেন নতুন গান

২৬ বছর পার করলেন মনির খান। বোঝাই যাচ্ছে, এই ২৬ তাঁর নিজের নয়; তাঁর গানের বয়স। ১৯৯৬ সালের আজকের দিনে প্রকাশ হয়েছিল মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’। সে হিসেবে ক্যারিয়ারের ২৬ বছর পূর্ণ করে সাতাশে মনির খান।

এই বিশেষ দিনে মনির খান কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর শ্রোতাদের প্রতি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সে সময়ে আপনারা গানগুলো সাদরে গ্রহণ করেছেন বলেই আজ আমি আপনাদের মনির খান হতে পেরেছি। সংগীতের এই দীর্ঘ পথচলায় আপনাদের সীমাহীন ভালোবাসায় সিক্ত হয়েছি।’

বাংলা গানের এই জনপ্রিয় শিল্পী এখনও নিয়মিত নতুন গান তৈরি করে চলেছেন। তাঁর ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক’-এ আপ করেন সেগুলো। ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে ভক্তদেরকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেছেন মনির খান।

মনির খান লিখেছেন, ‘আজকের এই বিশেষ দিনে আমার সংগীতের পিতা, আমার প্রথম অ্যালবামের রূপকার, প্রখ্যাত গীতিকবি শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের কথায় আপনাদের জন্য ‘‘স্বপ্ন দেখার শেষ হয় না’’ গানটি উৎসর্গ করলাম। সম্পূর্ণ গানটি অন্তত একবার শুনুন আশাকরি নিরাশ হবেন না। সকলের জন্য রইল আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

শুনুন মনির খানের ‘স্বপ্ন দেখার শেষ হয় না’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত