জনপ্রিয় গান ‘টিকাটুলীর মোড়’ গানটি নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয়েছিল ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। এবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তৈরি হলো এ গানের সিক্যুয়াল ‘পান্থপথের মোড়ে’।
‘মিশন এক্সট্রিম’ সিনেমার অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার নতুন এই গানের কথা লিখেছেন। গেয়েছেন মতিন চৌধুরী, সংগীতায়োজন মীর মাসুমের। গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিশন এক্সট্রিমের প্রচারণার সময় গানটির প্রিমিয়ার হয়। ২৯ নভেম্বর রাতে গানটি কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।সিনেমার প্রচারণার জন্য এমন ভিন্নধর্মী গান উপহার দেওয়ায় সবার প্রশংসা পাচ্ছে মিশন এক্সট্রিম টিম। আগেরটির মতো এবারের গানেও নেচেছেন সাঞ্জু জন। তবে বদলে গেছে তাঁর সহশিল্পী, মিমোর জায়গায় জন নেচেছেন মৌ মারমার সঙ্গে। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।
সানী সানোয়ার বলেন, ‘মূল গানটি প্রায় ২৩ বছর আগের। আমরা গানের মূল মালিকের থেকে স্বত্ব কিনে ঢাকা অ্যাটাক-এর জন্য সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। সেই রিমেক ভার্সনটি তুমুল জনপ্রিয় হয়। সিনেমা হলে আধুনিকায়ন নিয়ে লিখা সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে, তা নিয়ে এবার নতুন করে গান লেখা।’
মিশন এক্সট্রিম ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৩ ডিসেম্বর। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এ ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
শুনুন ‘পান্থপথের মোড়ে’:
জনপ্রিয় গান ‘টিকাটুলীর মোড়’ গানটি নতুন সংগীতায়োজনে ব্যবহার করা হয়েছিল ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। এবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তৈরি হলো এ গানের সিক্যুয়াল ‘পান্থপথের মোড়ে’।
‘মিশন এক্সট্রিম’ সিনেমার অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার নতুন এই গানের কথা লিখেছেন। গেয়েছেন মতিন চৌধুরী, সংগীতায়োজন মীর মাসুমের। গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিশন এক্সট্রিমের প্রচারণার সময় গানটির প্রিমিয়ার হয়। ২৯ নভেম্বর রাতে গানটি কপ ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।সিনেমার প্রচারণার জন্য এমন ভিন্নধর্মী গান উপহার দেওয়ায় সবার প্রশংসা পাচ্ছে মিশন এক্সট্রিম টিম। আগেরটির মতো এবারের গানেও নেচেছেন সাঞ্জু জন। তবে বদলে গেছে তাঁর সহশিল্পী, মিমোর জায়গায় জন নেচেছেন মৌ মারমার সঙ্গে। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।
সানী সানোয়ার বলেন, ‘মূল গানটি প্রায় ২৩ বছর আগের। আমরা গানের মূল মালিকের থেকে স্বত্ব কিনে ঢাকা অ্যাটাক-এর জন্য সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। সেই রিমেক ভার্সনটি তুমুল জনপ্রিয় হয়। সিনেমা হলে আধুনিকায়ন নিয়ে লিখা সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে, তা নিয়ে এবার নতুন করে গান লেখা।’
মিশন এক্সট্রিম ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৩ ডিসেম্বর। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এ ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
শুনুন ‘পান্থপথের মোড়ে’:
এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে কাজ করছেন জয়া আহসান। টালিউডে তাঁর জনপ্রিয়তাও কম নয়। তবে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। কমেছে দুই বাংলার শিল্পীদের আদান-প্রদান। এ ক্ষেত্রে ব্যতিক্রম জয়া আহসান।
৭ ঘণ্টা আগে২০১৬ সালে প্রকাশ পেয়েছিল কথাসাহিত্যিক মঞ্জু সরকারের কিশোর উপন্যাস ‘মস্ত বড়লোক’। এবার উপন্যাসটি আসছে বড় পর্দায়। একই নামে শিশুতোষ সিনেমা বানাচ্ছেন আঁকা রেজা গালিব। ২০২২-২৩ অর্থবছরের শিশুতোষ শাখায় সরকারি অনুদান পেয়েছিল মস্ত বড়লোক।
৭ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দেশের সবচেয়ে বড় আয়োজন সাজানো হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। গত রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়...
৭ ঘণ্টা আগে২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
১৮ ঘণ্টা আগে