আগেও কয়েকবার শোনা গেছে, মাইলস ব্যান্ড ছেড়েছেন শাফিন আহমেদ। নিজের মুখে ঘোষণাও দিয়েছেন। তবে পরবর্তী সময়ে আবারো ফিরে গেছেন পুরনো ডেরায়। একসঙ্গে মাইলসের অন্য সদস্যদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন স্টেজে।
তবে ২৭ নভেম্বর রাতে যে ঘোষণা দিলেন শাফিন আহমেদ, তাতে বোঝা যাচ্ছে— এবার বোধহয় আর শেষরক্ষা হচ্ছে না।
এবার শাফিন আহমেদ শুধু ব্যান্ড ছাড়ার ঘোষণাই দিলেন, তা নয়। মাইলস ব্যান্ডের সব কার্যক্রম স্থগিত চেয়েছেন তিনি।
শনিবার রাত ৯টার খানিক আগে শাফিন আহমেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে মাইলসের সঙ্গে নিজের বর্তমান সম্পর্ক ব্যাখ্যা করেছেন শাফিন আহমেদ।
জানিয়েছেন, এ বছরের শুরু থেকেই ব্যান্ডটির সঙ্গে নেই তিনি। আগামীতেও না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করতে চান না শাফিন আহমেদ।
ভিডিওবার্তায় শাফিন আহমেদ বলেছেন, ‘মাইলসের সাথে আমার পথচলা ১৯৯৭ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি। শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে, এটার পেছনে আমার কতটুকু অবদান; সেটা আপনারা অনেকেই জানেন।’
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শাফিন আহমেদ বলেন, ‘সম্প্রতি একটি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। সেটা হচ্ছে, এ বছরের শুরুতে আমি সিদ্ধান্ত নিই, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কোনো কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।’
শাফিন আহমেদ চেয়েছেন, মাইলস নামে যেনো অন্য কেউ কার্যক্রম না চালান। তিনি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, মাইলস নামটির যেনো কোনো অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা ৪০ বছর পূর্তি উদযাপন করেছি খুব গ্লোরিয়াসভাবে। আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি, তাহলে মাইলসের কার্যক্রম এখানেই স্থগিত করা উচিত। আমি মনে করি, এটাই বেস্ট ডিসিশন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ মাইলস নামটি যেন ব্যবহার না করে।’
তবে মাইলস ছাড়লেও গান ছাড়ছেন না শাফিন। বলেছেন, ‘সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমাকে স্টেজেও পাওয়া যাবে। রেকর্ডিংয়েও পাওয়া যাবে।’
শুনুন শাফিন আহমেদের ভিডিও বার্তা:
আগেও কয়েকবার শোনা গেছে, মাইলস ব্যান্ড ছেড়েছেন শাফিন আহমেদ। নিজের মুখে ঘোষণাও দিয়েছেন। তবে পরবর্তী সময়ে আবারো ফিরে গেছেন পুরনো ডেরায়। একসঙ্গে মাইলসের অন্য সদস্যদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন স্টেজে।
তবে ২৭ নভেম্বর রাতে যে ঘোষণা দিলেন শাফিন আহমেদ, তাতে বোঝা যাচ্ছে— এবার বোধহয় আর শেষরক্ষা হচ্ছে না।
এবার শাফিন আহমেদ শুধু ব্যান্ড ছাড়ার ঘোষণাই দিলেন, তা নয়। মাইলস ব্যান্ডের সব কার্যক্রম স্থগিত চেয়েছেন তিনি।
শনিবার রাত ৯টার খানিক আগে শাফিন আহমেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে মাইলসের সঙ্গে নিজের বর্তমান সম্পর্ক ব্যাখ্যা করেছেন শাফিন আহমেদ।
জানিয়েছেন, এ বছরের শুরু থেকেই ব্যান্ডটির সঙ্গে নেই তিনি। আগামীতেও না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করতে চান না শাফিন আহমেদ।
ভিডিওবার্তায় শাফিন আহমেদ বলেছেন, ‘মাইলসের সাথে আমার পথচলা ১৯৯৭ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি। শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে, এটার পেছনে আমার কতটুকু অবদান; সেটা আপনারা অনেকেই জানেন।’
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শাফিন আহমেদ বলেন, ‘সম্প্রতি একটি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। সেটা হচ্ছে, এ বছরের শুরুতে আমি সিদ্ধান্ত নিই, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কোনো কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।’
শাফিন আহমেদ চেয়েছেন, মাইলস নামে যেনো অন্য কেউ কার্যক্রম না চালান। তিনি বলেন, ‘আমার প্রত্যাশা থাকবে, মাইলস নামটির যেনো কোনো অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা ৪০ বছর পূর্তি উদযাপন করেছি খুব গ্লোরিয়াসভাবে। আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি, তাহলে মাইলসের কার্যক্রম এখানেই স্থগিত করা উচিত। আমি মনে করি, এটাই বেস্ট ডিসিশন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ মাইলস নামটি যেন ব্যবহার না করে।’
তবে মাইলস ছাড়লেও গান ছাড়ছেন না শাফিন। বলেছেন, ‘সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমাকে স্টেজেও পাওয়া যাবে। রেকর্ডিংয়েও পাওয়া যাবে।’
শুনুন শাফিন আহমেদের ভিডিও বার্তা:
এক যুগের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে কাজ করছেন জয়া আহসান। টালিউডে তাঁর জনপ্রিয়তাও কম নয়। তবে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। কমেছে দুই বাংলার শিল্পীদের আদান-প্রদান। এ ক্ষেত্রে ব্যতিক্রম জয়া আহসান।
৭ ঘণ্টা আগে২০১৬ সালে প্রকাশ পেয়েছিল কথাসাহিত্যিক মঞ্জু সরকারের কিশোর উপন্যাস ‘মস্ত বড়লোক’। এবার উপন্যাসটি আসছে বড় পর্দায়। একই নামে শিশুতোষ সিনেমা বানাচ্ছেন আঁকা রেজা গালিব। ২০২২-২৩ অর্থবছরের শিশুতোষ শাখায় সরকারি অনুদান পেয়েছিল মস্ত বড়লোক।
৭ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দেশের সবচেয়ে বড় আয়োজন সাজানো হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। গত রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়...
৭ ঘণ্টা আগে২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
১৮ ঘণ্টা আগে