Ajker Patrika

ব্রাজিলের কিংবদন্তি পপতারকা গাল কস্তার মৃত্যু

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৩: ৩৬
ব্রাজিলের কিংবদন্তি পপতারকা গাল কস্তার মৃত্যু

ব্রাজিলের কিংবদন্তি পপ সংগীতের তারকা গাল কস্তা মারা গেছেন। ১৯৬০-এর দশকে আরেক তারকা শিল্পী গিলবার্তো গিল ও ক্যাটানো ভেলোসোর সঙ্গে ব্রাজিলের শিল্প আন্দোলন ‘ট্রপিকালিয়ায়’ নেতৃত্ব দেন তিনি।

৭৭ বছর বয়সী এই গায়িকার মৃত্যুর কারণ জানা যায়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

সম্প্রতি সার্জারির পর চিকিৎসকের নির্দেশে কয়েকটি কনসার্ট বাতিল করেন তিনি। তবে সামনের মাসে সাওপাওলোর মঞ্চ মাতানোর পরিকল্পনা ছিল তাঁর।

বিশ্বের অন্যতম সেরা সংগীতশিল্পী কস্তার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুল দা সিলভা।

তিনি বলেন, ব্রাজিল ও ব্রাজিলের সংগীতকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব শিল্পীর মূল অবদান ছিল, তিনি তাঁদের একজন।

‘তাঁর মেধা, কৌশল ও ঔদ্ধত্য আমাদের সংগীতকে যেমন সমৃদ্ধ ও রূপান্তরিত করেছে, তেমনি লাখ লাখ ব্রাজিলীয়র জীবনকে আন্দোলিত করেছে।’

১৯৬০-এর দশকের শেষের দিকে ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী টম জোবিম, চিকো বুয়ারকে, মিল্টন নাসিমেন্তো ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু ক্যাটানো ভেলোসোসহ ব্রাজিলীয় সংগীতের বড় তারকাদের সঙ্গে গান গেয়েছিলেন।

১৯৪৫ সালের ২৬ সেপ্টেম্বর বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর শহরে জন্ম নেন কস্তা। ১৯৬৪ সালে তাঁর সংগীতের ক্যারিয়ার শুরু করেন। তাঁর প্রথম অ্যালবাম ‘ডোমিঙ্গো’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। ২০২১ সালে নেনহুমা ডর নামে তাঁর শেষ অ্যালবাম ছিল।

তাঁর মৃত্যুতে ব্রাজিলে শোকের ছায়া নেমে এসেছে। কস্তার রাজনৈতিক সহযোদ্ধা গায়ক-গীতিকার ও সাবেক সংস্কৃতিমন্ত্রী গিলবার্তো গিল এক টুইটে বলেন, ‘আমার বোন গাল কস্তার মৃত্যুতে আমি খুব দুঃখিত এবং মর্মাহত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত