বিনোদন ডেস্ক
দারুণ সময় কাটাচ্ছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল। ২০২৫ সালের প্রথম অর্ধেই তাঁর অভিনীত দুটি সিনেমা রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে। চলতি বছর মোহনলালের ‘এল টু: এমপুরান’ ও ‘থুদারুম’ সিনেমা দুটি বিশ্বব্যাপী আয় করেছে মোট ৫০৫.৬৫ কোটি রুপি—যা মালায়লাম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে মালায়লাম সিনেমায় এক বছরে কোনো অভিনেতার সিনেমা এত আয় করতে পারেনি।
গত ২৭ মার্চ মুক্তি পায় এল টু: এমপুরান। মুক্তির ১০ দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলে ২৫০ কোটির মাইলফলক। সব মিলিয়ে সিনেমাটির আয় ২৬৮.০৫ কোটি রুপি। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাত রায়ট নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিকুয়েল। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ।
প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে থুদারুম। থারুন মূর্তি পরিচালিত এই সিনেমার প্রেক্ষাপট প্রতিশোধের হলেও এতে আছে আবেগ, পরিবার আর গভীর মানবিক টানাপোড়েন। ঠিক যেমনটা দর্শক দেখতে চায়। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনো দর্শক ধরে রেখেছে। ইতিমধ্যে আয় করেছে ২৩৭.৬০ কোটি রুপি। সিনেমা বিশ্লেষকেরা মনে করছেন এই সিনেমার আয় আরও বাড়বে।
টানা দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। অভিনেতা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন—সেটাই এখন দেখার পালা।
দারুণ সময় কাটাচ্ছেন দক্ষিণী অভিনেতা মোহনলাল। ২০২৫ সালের প্রথম অর্ধেই তাঁর অভিনীত দুটি সিনেমা রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে। চলতি বছর মোহনলালের ‘এল টু: এমপুরান’ ও ‘থুদারুম’ সিনেমা দুটি বিশ্বব্যাপী আয় করেছে মোট ৫০৫.৬৫ কোটি রুপি—যা মালায়লাম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে মালায়লাম সিনেমায় এক বছরে কোনো অভিনেতার সিনেমা এত আয় করতে পারেনি।
গত ২৭ মার্চ মুক্তি পায় এল টু: এমপুরান। মুক্তির ১০ দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলে ২৫০ কোটির মাইলফলক। সব মিলিয়ে সিনেমাটির আয় ২৬৮.০৫ কোটি রুপি। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাত রায়ট নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিকুয়েল। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ।
প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে থুদারুম। থারুন মূর্তি পরিচালিত এই সিনেমার প্রেক্ষাপট প্রতিশোধের হলেও এতে আছে আবেগ, পরিবার আর গভীর মানবিক টানাপোড়েন। ঠিক যেমনটা দর্শক দেখতে চায়। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনো দর্শক ধরে রেখেছে। ইতিমধ্যে আয় করেছে ২৩৭.৬০ কোটি রুপি। সিনেমা বিশ্লেষকেরা মনে করছেন এই সিনেমার আয় আরও বাড়বে।
টানা দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। অভিনেতা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন—সেটাই এখন দেখার পালা।
‘ইকুয়ানিমিটি সেশনস’ শিরোনামের অনুষ্ঠানে সুনিধি নায়েক বলবেন কীভাবে তিনি সংগীতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটান, কীভাবে সুর হতে পারে মনের প্রশান্তি ও আত্মপ্রকাশের ভাষা।
৬ ঘণ্টা আগেবিয়ের পর মাহি তাঁর ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করতেন রকিব সরকারের সঙ্গে তোলা ছবি। তবে বিচ্ছেদের পর একসঙ্গে তোলা তাঁদের কোনো ছবি আর দেখা যায়নি। সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন মাহি।
৭ ঘণ্টা আগেআবারও সিনেমায় অভিনয় করতে চান চিত্রনায়িকা কাবেরী। সম্প্রতি তিনি জানিয়েছেন, মানসম্মত কাজের সুযোগ পেলে আবারও অভিনয় করতে চান, তবে অবশ্যই সেটা তাঁর বয়সের সঙ্গে মানানসই হতে হবে।
১৯ ঘণ্টা আগে২০১৮ সালে নমনের সংগীত আয়োজনে ‘আঁধার পেরিয়ে’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন সুজান আফজাল। গানগুলো শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর ‘তুমিহীনা’, ‘স্বপ্নকথা’, ‘নিস্তব্ধ ভালোবাসা’সহ বেশ কিছু একক গান প্রকাশ করেন সুজান।
১৯ ঘণ্টা আগে