বিনোদন ডেস্ক
মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান—পপ সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন নাম। গত শতকের আশি ও নব্বইয়ের দশকজুড়ে এই ত্রয়ী উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের গান ও শিল্পীদের নিয়ে কথা বলেছেন তাঁরা। বলেছেন তরুণ শিল্পীদের গানের কথা ও পারফরম্যান্সে অশ্লীলতার আধিক্য নিয়েও। এ প্রসঙ্গেই উঠে এসেছে সাবরিনা কার্পেন্টারের নাম।
টেলর সুইফটের পর এখন সাবরিনাকে নিয়েই মাতামাতি হচ্ছে বেশি। তবে তাঁর গানের কথা ও ভিডিওতে থাকে মাত্রাতিরিক্ত যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়, যার সমালোচনা করেছেন মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান। ওয়াটারম্যান বলেন, সাবরিনা কার্পেন্টার বাচ্চাদের মতো পোশাক পরে হাজির হন, এটি বেশ আপত্তিকর। তাঁর যথেষ্ট মেধা আছে, তাঁর তো এসবের দরকার নেই।
ওয়াটারম্যানের কথার সঙ্গে যোগ করে ম্যাট বলেন, ‘আশির দশক কিংবা যেকোনো সময়ের তুলনায় এখনকার পপ গানগুলোর কথা ও ভিডিও বেশি যৌনতাপূর্ণ হয়ে উঠেছে।’ এই প্রবণতা দিন শেষে নারীদেরই বিপদে ফেলছে বলে মত স্টকের।
তবে তাঁদের এই সমালোচনা ভালোভাবে নেননি সাবরিনা কার্পেন্টার। মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যানকে একরাশ কটু কথা শুনিয়ে সাবরিনা বলেন, ‘তাঁরা মূলত বলতে চাইছেন, নারী শিল্পীরা গানের কথায়, পোশাকে কিংবা পারফরম্যান্সে তাঁদের যৌনতা প্রকাশ করতে পারবেন না। নারী শিল্পীদের এভাবেই চিরকাল ছি ছি করা হয়েছে। আগে রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, ম্যাডোনাকে নিয়ে এমন বলা হয়েছে, এখন আমাকে নিয়ে বলা হচ্ছে।’
স্টক, আইটকেন ও ওয়াটারম্যানের বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দিয়ে সাবরিনা বলেন, ‘যখন আমি সেলফকেয়ার, বডি পজিটিভিটি কিংবা বিরহের কথা বলি, যা মূলত প্রত্যেক তরুণী ফেস করে; তখন তাঁরা কোনো কথা বলেন না। তাঁরা সব সময় আমার পারফরম্যান্সে যৌনতার দিকটাই দেখতে পান। আমার বক্তব্য খুবই পরিষ্কার, নিজের যৌনতায় আত্মবিশ্বাসী—এমন কোনো মেয়েকে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার শোতে এসো না।’
মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান—পপ সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন নাম। গত শতকের আশি ও নব্বইয়ের দশকজুড়ে এই ত্রয়ী উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের গান ও শিল্পীদের নিয়ে কথা বলেছেন তাঁরা। বলেছেন তরুণ শিল্পীদের গানের কথা ও পারফরম্যান্সে অশ্লীলতার আধিক্য নিয়েও। এ প্রসঙ্গেই উঠে এসেছে সাবরিনা কার্পেন্টারের নাম।
টেলর সুইফটের পর এখন সাবরিনাকে নিয়েই মাতামাতি হচ্ছে বেশি। তবে তাঁর গানের কথা ও ভিডিওতে থাকে মাত্রাতিরিক্ত যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়, যার সমালোচনা করেছেন মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান। ওয়াটারম্যান বলেন, সাবরিনা কার্পেন্টার বাচ্চাদের মতো পোশাক পরে হাজির হন, এটি বেশ আপত্তিকর। তাঁর যথেষ্ট মেধা আছে, তাঁর তো এসবের দরকার নেই।
ওয়াটারম্যানের কথার সঙ্গে যোগ করে ম্যাট বলেন, ‘আশির দশক কিংবা যেকোনো সময়ের তুলনায় এখনকার পপ গানগুলোর কথা ও ভিডিও বেশি যৌনতাপূর্ণ হয়ে উঠেছে।’ এই প্রবণতা দিন শেষে নারীদেরই বিপদে ফেলছে বলে মত স্টকের।
তবে তাঁদের এই সমালোচনা ভালোভাবে নেননি সাবরিনা কার্পেন্টার। মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যানকে একরাশ কটু কথা শুনিয়ে সাবরিনা বলেন, ‘তাঁরা মূলত বলতে চাইছেন, নারী শিল্পীরা গানের কথায়, পোশাকে কিংবা পারফরম্যান্সে তাঁদের যৌনতা প্রকাশ করতে পারবেন না। নারী শিল্পীদের এভাবেই চিরকাল ছি ছি করা হয়েছে। আগে রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, ম্যাডোনাকে নিয়ে এমন বলা হয়েছে, এখন আমাকে নিয়ে বলা হচ্ছে।’
স্টক, আইটকেন ও ওয়াটারম্যানের বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দিয়ে সাবরিনা বলেন, ‘যখন আমি সেলফকেয়ার, বডি পজিটিভিটি কিংবা বিরহের কথা বলি, যা মূলত প্রত্যেক তরুণী ফেস করে; তখন তাঁরা কোনো কথা বলেন না। তাঁরা সব সময় আমার পারফরম্যান্সে যৌনতার দিকটাই দেখতে পান। আমার বক্তব্য খুবই পরিষ্কার, নিজের যৌনতায় আত্মবিশ্বাসী—এমন কোনো মেয়েকে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার শোতে এসো না।’
দীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
৯ মিনিট আগেমাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।
৩৪ মিনিট আগেবিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
১ ঘণ্টা আগেসিতারে জমিন পার ইউটিউবে মুক্তির ঘোষণা দেওয়ার জন্য বানানো হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। তাতে দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গী করে নিজের ব্যর্থতা নিয়ে মজা করতে দেখা গেল আমির খানকে। ভিডিওটি তৈরি হয়েছে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার বাবা-ছেলের দৃশ্যের অনুকরণে।
৪ ঘণ্টা আগে