বিনোদন ডেস্ক
মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান—পপ সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন নাম। গত শতকের আশি ও নব্বইয়ের দশকজুড়ে এই ত্রয়ী উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের গান ও শিল্পীদের নিয়ে কথা বলেছেন তাঁরা। বলেছেন তরুণ শিল্পীদের গানের কথা ও পারফরম্যান্সে অশ্লীলতার আধিক্য নিয়েও। এ প্রসঙ্গেই উঠে এসেছে সাবরিনা কার্পেন্টারের নাম।
টেলর সুইফটের পর এখন সাবরিনাকে নিয়েই মাতামাতি হচ্ছে বেশি। তবে তাঁর গানের কথা ও ভিডিওতে থাকে মাত্রাতিরিক্ত যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়, যার সমালোচনা করেছেন মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান। ওয়াটারম্যান বলেন, সাবরিনা কার্পেন্টার বাচ্চাদের মতো পোশাক পরে হাজির হন, এটি বেশ আপত্তিকর। তাঁর যথেষ্ট মেধা আছে, তাঁর তো এসবের দরকার নেই।
ওয়াটারম্যানের কথার সঙ্গে যোগ করে ম্যাট বলেন, ‘আশির দশক কিংবা যেকোনো সময়ের তুলনায় এখনকার পপ গানগুলোর কথা ও ভিডিও বেশি যৌনতাপূর্ণ হয়ে উঠেছে।’ এই প্রবণতা দিন শেষে নারীদেরই বিপদে ফেলছে বলে মত স্টকের।
তবে তাঁদের এই সমালোচনা ভালোভাবে নেননি সাবরিনা কার্পেন্টার। মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যানকে একরাশ কটু কথা শুনিয়ে সাবরিনা বলেন, ‘তাঁরা মূলত বলতে চাইছেন, নারী শিল্পীরা গানের কথায়, পোশাকে কিংবা পারফরম্যান্সে তাঁদের যৌনতা প্রকাশ করতে পারবেন না। নারী শিল্পীদের এভাবেই চিরকাল ছি ছি করা হয়েছে। আগে রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, ম্যাডোনাকে নিয়ে এমন বলা হয়েছে, এখন আমাকে নিয়ে বলা হচ্ছে।’
স্টক, আইটকেন ও ওয়াটারম্যানের বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দিয়ে সাবরিনা বলেন, ‘যখন আমি সেলফকেয়ার, বডি পজিটিভিটি কিংবা বিরহের কথা বলি, যা মূলত প্রত্যেক তরুণী ফেস করে; তখন তাঁরা কোনো কথা বলেন না। তাঁরা সব সময় আমার পারফরম্যান্সে যৌনতার দিকটাই দেখতে পান। আমার বক্তব্য খুবই পরিষ্কার, নিজের যৌনতায় আত্মবিশ্বাসী—এমন কোনো মেয়েকে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার শোতে এসো না।’
মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান—পপ সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন নাম। গত শতকের আশি ও নব্বইয়ের দশকজুড়ে এই ত্রয়ী উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের গান ও শিল্পীদের নিয়ে কথা বলেছেন তাঁরা। বলেছেন তরুণ শিল্পীদের গানের কথা ও পারফরম্যান্সে অশ্লীলতার আধিক্য নিয়েও। এ প্রসঙ্গেই উঠে এসেছে সাবরিনা কার্পেন্টারের নাম।
টেলর সুইফটের পর এখন সাবরিনাকে নিয়েই মাতামাতি হচ্ছে বেশি। তবে তাঁর গানের কথা ও ভিডিওতে থাকে মাত্রাতিরিক্ত যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়, যার সমালোচনা করেছেন মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান। ওয়াটারম্যান বলেন, সাবরিনা কার্পেন্টার বাচ্চাদের মতো পোশাক পরে হাজির হন, এটি বেশ আপত্তিকর। তাঁর যথেষ্ট মেধা আছে, তাঁর তো এসবের দরকার নেই।
ওয়াটারম্যানের কথার সঙ্গে যোগ করে ম্যাট বলেন, ‘আশির দশক কিংবা যেকোনো সময়ের তুলনায় এখনকার পপ গানগুলোর কথা ও ভিডিও বেশি যৌনতাপূর্ণ হয়ে উঠেছে।’ এই প্রবণতা দিন শেষে নারীদেরই বিপদে ফেলছে বলে মত স্টকের।
তবে তাঁদের এই সমালোচনা ভালোভাবে নেননি সাবরিনা কার্পেন্টার। মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যানকে একরাশ কটু কথা শুনিয়ে সাবরিনা বলেন, ‘তাঁরা মূলত বলতে চাইছেন, নারী শিল্পীরা গানের কথায়, পোশাকে কিংবা পারফরম্যান্সে তাঁদের যৌনতা প্রকাশ করতে পারবেন না। নারী শিল্পীদের এভাবেই চিরকাল ছি ছি করা হয়েছে। আগে রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, ম্যাডোনাকে নিয়ে এমন বলা হয়েছে, এখন আমাকে নিয়ে বলা হচ্ছে।’
স্টক, আইটকেন ও ওয়াটারম্যানের বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দিয়ে সাবরিনা বলেন, ‘যখন আমি সেলফকেয়ার, বডি পজিটিভিটি কিংবা বিরহের কথা বলি, যা মূলত প্রত্যেক তরুণী ফেস করে; তখন তাঁরা কোনো কথা বলেন না। তাঁরা সব সময় আমার পারফরম্যান্সে যৌনতার দিকটাই দেখতে পান। আমার বক্তব্য খুবই পরিষ্কার, নিজের যৌনতায় আত্মবিশ্বাসী—এমন কোনো মেয়েকে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার শোতে এসো না।’
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৩ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৩ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৩ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৩ ঘণ্টা আগে