Ajker Patrika

বিপ্রার প্রথম গান ‘পাবে না আমাকে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সানজিদা বিপ্রা। ছবি: সংগৃহীত
সানজিদা বিপ্রা। ছবি: সংগৃহীত

প্রকাশ পেল তরুণ সংগীতশিল্পী সানজিদা বিপ্রার প্রথম মৌলিক গান। ‘পাবে না আমাকে’ শিরোনামের গানটি লিখেছেন মিজানুর রাফি। সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। গানটি প্রকাশ পেয়েছে বিপ্রার ইউটিউব চ্যানেল থেকে।

ছোটবেলা থেকে ক্ল্যাসিক্যাল ও রবীন্দ্রসংগীতে তালিম নেওয়া বিপ্রার চর্চা রয়েছে নজরুলসংগীতেও। তবে নিজের প্রথম গান প্রকাশের ক্ষেত্রে বিপ্রা বেছে নিয়েছেন আধুনিক গানকে। এ প্রসঙ্গে বিপ্রা বলেন, ‘ছোটবেলা থেকে আমি ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত শিখেছি ও গাইছি। সংগীত বিভাগে পড়ার সুবাদে নজরুলসংগীতও গাওয়া হয় এখন। কিন্তু নিজের প্রথম গান প্রকাশের বেলায় বেছে নিয়েছি আধুনিক গান। এটা এক ধরনের এক্সপেরিমেন্ট। শ্রোতাদের ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে।’

রাজশাহীর মেয়ে বিপ্রা গান শিখেছেন প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের কাছে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী তিনি। পরজ শিল্প একাডেমি নামে একটি গানের স্কুল রয়েছে বিপ্রার। সেখানে ক্ল্যাসিক্যালের পাশাপাশি অন্যান্য ধারার গানও শেখানো হয়। সব মিলিয়ে গানের সঙ্গেই কাটে বিপ্রার সারা বেলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

পুতিন আনলেন নতুন পারমাণবিক অস্ত্র ‘পসাইডন’, ইইউর ঘুম হারাম

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

একাত্তরে ধর্ষণ–গণহত্যার জন্য জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: বিএনপি নেতা আলাল

এলাকার খবর
Loading...