প্রকাশের অপেক্ষায় নচিকেতা চক্রবর্তীর মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর প্রথম একক। এতদিন বাবা নচিকেতা চক্রবর্তীর সঙ্গে মঞ্চে গাইতেন ধানসিঁড়ি। এবার নিজেই গান প্রকাশ করছেন। গানটির সুর ও সংগীত করেছেন ইন্দ্রজিৎ দে। লিখেছেন পৃথ্বীশ বন্দ্য়োপাধ্য়ায়।
নিজের প্রথম একক নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। ধানসিঁড়ি জানিয়েছেন, ‘আমরা সারাক্ষণ ইন্টারনেট দুনিয়ায় থাকি। সব সময়ই আমরা অনলাইন। কখনও কখনও অফলাইনটাও হওয়া দরকার। এই নিয়ে মূলত আমার এই গান। এই প্রথম একা গান করছি। খুবই এক্সাইটেড।’
তিনি আরও বলেন, ‘টেনশন খুব একটা হচ্ছে না। আমার বাবাও প্রথম ব়্যাপ দিয়ে শুরু করেছিলেন। আমার সিঙ্গলসটাও ব়্যাপ ঘরানার হচ্ছে।’
বাবা নচিকেতাকে নিজের গান আগেই শুনিয়েছেন ধানসিঁড়ি। কিংবদন্তি শিল্পী নাকি জানিয়েছেন, ‘তোর গান, কীভাবে গাইবি, তুই ঠিক করবি’। আপাতত নিজের নতুন যাত্রায় মনোনিবেশ করতে চান নচিকেতা কন্যা।
প্রকাশের অপেক্ষায় নচিকেতা চক্রবর্তীর মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর প্রথম একক। এতদিন বাবা নচিকেতা চক্রবর্তীর সঙ্গে মঞ্চে গাইতেন ধানসিঁড়ি। এবার নিজেই গান প্রকাশ করছেন। গানটির সুর ও সংগীত করেছেন ইন্দ্রজিৎ দে। লিখেছেন পৃথ্বীশ বন্দ্য়োপাধ্য়ায়।
নিজের প্রথম একক নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। ধানসিঁড়ি জানিয়েছেন, ‘আমরা সারাক্ষণ ইন্টারনেট দুনিয়ায় থাকি। সব সময়ই আমরা অনলাইন। কখনও কখনও অফলাইনটাও হওয়া দরকার। এই নিয়ে মূলত আমার এই গান। এই প্রথম একা গান করছি। খুবই এক্সাইটেড।’
তিনি আরও বলেন, ‘টেনশন খুব একটা হচ্ছে না। আমার বাবাও প্রথম ব়্যাপ দিয়ে শুরু করেছিলেন। আমার সিঙ্গলসটাও ব়্যাপ ঘরানার হচ্ছে।’
বাবা নচিকেতাকে নিজের গান আগেই শুনিয়েছেন ধানসিঁড়ি। কিংবদন্তি শিল্পী নাকি জানিয়েছেন, ‘তোর গান, কীভাবে গাইবি, তুই ঠিক করবি’। আপাতত নিজের নতুন যাত্রায় মনোনিবেশ করতে চান নচিকেতা কন্যা।
এ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
৪ মিনিট আগেঅ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগে১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
১১ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
১১ ঘণ্টা আগে