Ajker Patrika

বিয়ের চেয়ে বন্ধু ভালো

বিয়ের চেয়ে বন্ধু ভালো

বিয়ে, আংটিবদল আর প্রেম নিয়ে যথেষ্ট শিক্ষা হয়েছে! মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ তেমনটিই জানিয়েছিলেন। আর ভুল করতে চাননি তিনি। পরেরবার বুঝেশুনেই সামনে পা বাড়াতে চেয়েছিলেন। সেই সূত্র ধরে চতুর্থবারের মতো প্রেম ও পরে আংটিবদল করেছিলেন। কিন্তু সেটাও ভুল! পরস্পরকে দেওয়া পাকা কথা এলোমেলো হয়ে গেছে জেনিফার ও রদ্রিগেজের!

মার্কিন গণমাধ্যম সিএনএনকে তিনি জানিয়েছেন, দুই বছরের সংসারজীবনের ইতি টানছেন এই তারকা দম্পতি। এত দিন কানাঘুষা থাকলেও কেউ স্বীকার করেননি। বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, ‘আমরা একসঙ্গেই থাকছি। যা রটছে সবই মিথ্যে।’ তবে গতকাল জেনিফার তাঁদের বিচ্ছেদের খবর স্বীকার করে বলেন, ‘সামনের দিনে আমরা বন্ধু হিসেবেই ভালো সময় কাটাব। আমাদের একসঙ্গে থাকার বন্ধন ছিন্ন হয়েছে। কিন্তু একসঙ্গে কাজ করব। আমাদের একসঙ্গে যেসব ব্যবসায়িক প্রজেক্ট আছে, সেগুলোও চলমান থাকবে। আমরা একে অপরের সন্তানের জন্য মঙ্গল কামনা করি। তাদের ভবিষ্যতের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

২০১৭ সাল থেকে বেসবল খেলোয়াড় অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ। দুই বছর প্রেম করার পর ২০১৯ সালে বাগদান হয় তাঁদের।

তবে প্রেম, বিয়ে আর বাগদান ভেঙে যাওয়া জেনিফার জন্য নতুন কিছু নয়। এর আগেও প্রেমে পড়েছেন, আবার ভেঙেও গেছে। এতে মর্মাহত হয়েছেন তিনি। একবার এক সাংবাদিকের প্রশ্নে তিনি জানিয়েছিলেন, ‘সবাই দেখেছেন আমি একের পর এক ভুল করে গেছি। যতবার ভুল করেছি, ততবারই কঠিন সময় পার করতে হয়েছে আমাকে। প্রতিবারই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমি প্রচণ্ড আঘাত পেয়েছি। ভুল থেকে আমার যথেষ্ট শিক্ষাও হয়েছে। কিন্তু আমি কী করতে পারতাম? আমাকে তো জীবনের পথে এগিয়ে যেতে হবে। বরাবরই বিশ্বাস করতে চেয়েছি, আমি জীবনের পথে এক ধাপ এগিয়ে যেতে পারব। আমার প্রত্যাশা, জীবনের গতিপথ চলমান থাকলে একদিন না একদিন আমি অবশ্যই সঠিক মনের মানুষের সন্ধান পাব।’

তবে ভালোবাসাকে ছেড়ে দেননি জেনিফার, ভালোবাসাও তাঁকে ছেড়ে যায়নি। তাই তো প্রেম কিংবা বিরহ নিয়ে আজও শিরোনাম হন তিনি। এর আগে তিনবার বিয়ে করেছেন জেনিফার লোপেজ। কোনো বিয়েই টেকেনি। প্রথম স্বামী অভিনেতা ও প্রযোজক ওজানি নোয়ার সঙ্গে মাত্র এক বছর সংসার করেছিলেন। এরপর বিয়ে করেন অভিনেতা ও নৃত্যশিল্পী ক্রিস জুডকে। দুই বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। মার্কিন অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেকের সঙ্গেও বিয়ের কথা ছিল তাঁর। তাঁদের বাগদানও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে প্রণয়ে জড়ান। সাত বছর পর প্রেম ও দাম্পত্য জীবনের ইতি টানেন লোপেজ-অ্যান্থনি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত