ফিরছে ব্যাটম্যান। তবে এবার আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সব কিছু। ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে ব্যাটম্যান ভক্তদের মধ্যে। এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)–এর। তাই নতুন ব্যাটম্যান ছবিটি নিয়ে অনেক জল্পনা ছিল মানুষের মনে। ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’–এর মতো ভালো হবে তো? নাকি তা পেরিয়ে যাওয়া সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। ক্রিস্টিয়ান বেল ছাড়াও ব্যাটম্যানের পোশাক গায়ে দিয়েছেন জর্জ ক্লুনি, মাইকেল কিটন, বেন অ্যাফ্লেক ও ভাল কিলমার। কিন্তু ম্যাট রিভ্স পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’– এর ট্রেলার প্রকাশেই দর্শকদের মধ্যে এক অন্য উন্মাধনা শুরু হয়েছে। টুইটারে ট্রেন্ড হচ্ছে হ্যাশট্যাগ ‘ব্যাটম্যান’।
এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন। হ্যাঁ, সেই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’, ‘টোয়াইলাইট’, ‘রিমেমবার মি’ খ্যাত রবার্ট প্যাটিনসন। ‘ক্যাট উওম্যান’– এর চরিত্রে জো ক্র্যাভিজ, ‘কমিশনার গর্ডন’–এর চরিত্রে জেফরি রাইট, ‘রিডলার’– এর চরিত্রে পল দানো। ছবিটি প্রযোজনা করেছে ‘ডিসি ফিল্মস’ এবং ডিস্ট্রিবিউটার বিখ্যাত ‘দ্য ওয়ার্নর ব্রস’।
এবারে দেখার, আশা পূরণ করার কতটা ক্ষমতা রাখে নতুন ছবিটি। দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই নীতিতে বিশ্বাসী ব্য়াটমানের নারীসঙ্গ, আওয়েন এন্টারপ্রাইজের সাম্রাজ্য়, রিডলারের ছড়া কাটা দুষ্টুমি, সবটা মিলেই সুপারহিরো গোথামের থেকেও বিশ্বের এক আদর্শ। দেখার, এবারে তা কতটা শক্তিশালী।
‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স। হাড়হিম করা ট্রেলারে অন্যরকম এক ‘ব্যাটম্যান’-এর দেখা পেল ভক্তরা। প্রকাশ পাওয়া ট্রেলারে ডিসি কমিকসের সুপারহিরো ব্যাটম্যানকে দেখা গেছে অপশক্তিকে পরাস্ত করতে। ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির এটিই সবচেয়ে ‘ডার্ক’ ছবি।
ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ‘ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা।’
ট্রেলারের শুরুতে দেখা যায় পুলিশ এক ব্যক্তিকে একটি ক্যাফে থেকে গ্রেপ্তার করে। কফির কাপে ভেসে থাকতে দেখা যায় প্রশ্নবোধক চিহ্ন। পরের দৃশ্যে ব্যাটম্যানের কণ্ঠে গোথাম শহরের বর্ণনা শোনা যায়। ট্রেলারে একাধিক আইকনিক চরিত্রকে দেখা গেছে। তার মাঝে আছে জো ক্রাভিটজের ‘ক্যাটওম্যান’ এবং কলিন ফারেলের ‘দ্য পেঙ্গুইন’। ব্যাটম্যানের গাড়িটিও দেখা গেছে ট্রেলারে।
ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পাবে ২০২২ সালের ২২ মার্চ।
ফিরছে ব্যাটম্যান। তবে এবার আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সব কিছু। ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে ব্যাটম্যান ভক্তদের মধ্যে। এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)–এর। তাই নতুন ব্যাটম্যান ছবিটি নিয়ে অনেক জল্পনা ছিল মানুষের মনে। ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’–এর মতো ভালো হবে তো? নাকি তা পেরিয়ে যাওয়া সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। ক্রিস্টিয়ান বেল ছাড়াও ব্যাটম্যানের পোশাক গায়ে দিয়েছেন জর্জ ক্লুনি, মাইকেল কিটন, বেন অ্যাফ্লেক ও ভাল কিলমার। কিন্তু ম্যাট রিভ্স পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’– এর ট্রেলার প্রকাশেই দর্শকদের মধ্যে এক অন্য উন্মাধনা শুরু হয়েছে। টুইটারে ট্রেন্ড হচ্ছে হ্যাশট্যাগ ‘ব্যাটম্যান’।
এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন। হ্যাঁ, সেই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’, ‘টোয়াইলাইট’, ‘রিমেমবার মি’ খ্যাত রবার্ট প্যাটিনসন। ‘ক্যাট উওম্যান’– এর চরিত্রে জো ক্র্যাভিজ, ‘কমিশনার গর্ডন’–এর চরিত্রে জেফরি রাইট, ‘রিডলার’– এর চরিত্রে পল দানো। ছবিটি প্রযোজনা করেছে ‘ডিসি ফিল্মস’ এবং ডিস্ট্রিবিউটার বিখ্যাত ‘দ্য ওয়ার্নর ব্রস’।
এবারে দেখার, আশা পূরণ করার কতটা ক্ষমতা রাখে নতুন ছবিটি। দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই নীতিতে বিশ্বাসী ব্য়াটমানের নারীসঙ্গ, আওয়েন এন্টারপ্রাইজের সাম্রাজ্য়, রিডলারের ছড়া কাটা দুষ্টুমি, সবটা মিলেই সুপারহিরো গোথামের থেকেও বিশ্বের এক আদর্শ। দেখার, এবারে তা কতটা শক্তিশালী।
‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স। হাড়হিম করা ট্রেলারে অন্যরকম এক ‘ব্যাটম্যান’-এর দেখা পেল ভক্তরা। প্রকাশ পাওয়া ট্রেলারে ডিসি কমিকসের সুপারহিরো ব্যাটম্যানকে দেখা গেছে অপশক্তিকে পরাস্ত করতে। ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির এটিই সবচেয়ে ‘ডার্ক’ ছবি।
ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ‘ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা।’
ট্রেলারের শুরুতে দেখা যায় পুলিশ এক ব্যক্তিকে একটি ক্যাফে থেকে গ্রেপ্তার করে। কফির কাপে ভেসে থাকতে দেখা যায় প্রশ্নবোধক চিহ্ন। পরের দৃশ্যে ব্যাটম্যানের কণ্ঠে গোথাম শহরের বর্ণনা শোনা যায়। ট্রেলারে একাধিক আইকনিক চরিত্রকে দেখা গেছে। তার মাঝে আছে জো ক্রাভিটজের ‘ক্যাটওম্যান’ এবং কলিন ফারেলের ‘দ্য পেঙ্গুইন’। ব্যাটম্যানের গাড়িটিও দেখা গেছে ট্রেলারে।
ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পাবে ২০২২ সালের ২২ মার্চ।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২৫ মিনিট আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৩৪ মিনিট আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১২ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১২ ঘণ্টা আগে