চিরবিদায় নিলেন রুপালি পর্দায় রুবিয়াস হ্যাগ্রিড খ্যাত অভিনেতা রবি কলট্রেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর। কলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট জানান, গতকাল শুক্রবার স্কটল্যান্ডের ফালকার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে মৃত্যুবরণ করেন স্কটিশ এই অভিনেতা। বেলিন্ডা আরও জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কলট্রেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটারের সব কটি পর্বে আধা দানব হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করে ছেলে-বুড়ো সবার মন জয় করেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন হ্যারি পটার ভক্তরা। হ্যারি পটার ছাড়াও জেমস বন্ড সিরিজের গোল্ডেন আই (১৯৯৫) এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ (১৯৯৯) সিনেমা দুটিতেও অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এদিকে কলট্রেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিং। এক টুইটার পোস্টে রাওলিং বলেছেন, ‘কলট্রেনের সঙ্গে আমি অন্য সবার চেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলাম। তাঁর সঙ্গে পরিচিত হতে পেরে এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করি। দুর্দান্ত এক প্রতিভা ছিলেন তিনি। আমি তাঁর পরিবারের প্রতি, সর্বোপরি তাঁর সন্তানদের প্রতি আমার ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি।’
রাওলিং ছাড়াও হ্যারি পটারের অন্য অভিনয়শিল্পীরাও শোক প্রকাশ করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছর হ্যারি পটারের ২০ বছর পূর্তিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের পুনর্মিলনীতে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ নামের এক প্রামাণ্য অনুষ্ঠানে কলট্রেন দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনারা যাঁরা শৈশবে হ্যারি পটার দেখে বড় হয়েছেন, ৫০ বছর পর আপনারা হয়তো আপনাদের সন্তানদেরও তা দেখতে উৎসাহ দেবেন। তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকব না, কিন্তু হ্যাগ্রিড ঠিকই আপনাদের মনে বেঁচে থাকবে।’
হয়তো ঠিকই বলেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুর খবর শুনে হয়তো অনেকেরই মনে পড়ছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ সিনেমার সেই দৃশ্যের কথা, যেখানে ছোট্ট হ্যারি তার আধা দানব বন্ধু হ্যাগ্রিডকে জড়িয়ে ধরে বলে, ‘দেয়ার ইজ নো হগওয়ার্টস উইদাউট ইউ হ্যাগ্রিড।’
চিরবিদায় নিলেন রুপালি পর্দায় রুবিয়াস হ্যাগ্রিড খ্যাত অভিনেতা রবি কলট্রেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর। কলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট জানান, গতকাল শুক্রবার স্কটল্যান্ডের ফালকার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে মৃত্যুবরণ করেন স্কটিশ এই অভিনেতা। বেলিন্ডা আরও জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কলট্রেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটারের সব কটি পর্বে আধা দানব হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করে ছেলে-বুড়ো সবার মন জয় করেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন হ্যারি পটার ভক্তরা। হ্যারি পটার ছাড়াও জেমস বন্ড সিরিজের গোল্ডেন আই (১৯৯৫) এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ (১৯৯৯) সিনেমা দুটিতেও অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
এদিকে কলট্রেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিং। এক টুইটার পোস্টে রাওলিং বলেছেন, ‘কলট্রেনের সঙ্গে আমি অন্য সবার চেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলাম। তাঁর সঙ্গে পরিচিত হতে পেরে এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করি। দুর্দান্ত এক প্রতিভা ছিলেন তিনি। আমি তাঁর পরিবারের প্রতি, সর্বোপরি তাঁর সন্তানদের প্রতি আমার ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি।’
রাওলিং ছাড়াও হ্যারি পটারের অন্য অভিনয়শিল্পীরাও শোক প্রকাশ করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছর হ্যারি পটারের ২০ বছর পূর্তিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের পুনর্মিলনীতে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ নামের এক প্রামাণ্য অনুষ্ঠানে কলট্রেন দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনারা যাঁরা শৈশবে হ্যারি পটার দেখে বড় হয়েছেন, ৫০ বছর পর আপনারা হয়তো আপনাদের সন্তানদেরও তা দেখতে উৎসাহ দেবেন। তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকব না, কিন্তু হ্যাগ্রিড ঠিকই আপনাদের মনে বেঁচে থাকবে।’
হয়তো ঠিকই বলেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুর খবর শুনে হয়তো অনেকেরই মনে পড়ছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ সিনেমার সেই দৃশ্যের কথা, যেখানে ছোট্ট হ্যারি তার আধা দানব বন্ধু হ্যাগ্রিডকে জড়িয়ে ধরে বলে, ‘দেয়ার ইজ নো হগওয়ার্টস উইদাউট ইউ হ্যাগ্রিড।’
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
৯ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
১০ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
১০ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১ দিন আগে