Ajker Patrika

মারা গেছেন রবি কলট্রেন, শোকস্তব্ধ হ্যারি পটার ভক্তরা

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২: ০২
মারা গেছেন রবি কলট্রেন, শোকস্তব্ধ হ্যারি পটার ভক্তরা

চিরবিদায় নিলেন রুপালি পর্দায় রুবিয়াস হ্যাগ্রিড খ্যাত অভিনেতা রবি কলট্রেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর। কলট্রেনের এজেন্ট বেলিন্ডা রাইট জানান, গতকাল শুক্রবার স্কটল্যান্ডের ফালকার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে মৃত্যুবরণ করেন স্কটিশ এই অভিনেতা। বেলিন্ডা আরও জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কলট্রেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটারের সব কটি পর্বে আধা দানব হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করে ছেলে-বুড়ো সবার মন জয় করেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন হ্যারি পটার ভক্তরা। হ্যারি পটার ছাড়াও জেমস বন্ড সিরিজের গোল্ডেন আই (১৯৯৫) এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ (১৯৯৯) সিনেমা দুটিতেও অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

এদিকে কলট্রেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে কে রাওলিং। এক টুইটার পোস্টে রাওলিং বলেছেন, ‘কলট্রেনের সঙ্গে আমি অন্য সবার চেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলাম। তাঁর সঙ্গে পরিচিত হতে পেরে এবং তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করি। দুর্দান্ত এক প্রতিভা ছিলেন তিনি। আমি তাঁর পরিবারের প্রতি, সর্বোপরি তাঁর সন্তানদের প্রতি আমার ভালোবাসা ও গভীর সমবেদনা জানাচ্ছি।’

রাওলিং ছাড়াও হ্যারি পটারের অন্য অভিনয়শিল্পীরাও শোক প্রকাশ করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছর হ্যারি পটারের ২০ বছর পূর্তিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের পুনর্মিলনীতে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ নামের এক প্রামাণ্য অনুষ্ঠানে কলট্রেন দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনারা যাঁরা শৈশবে হ্যারি পটার দেখে বড় হয়েছেন, ৫০ বছর পর আপনারা হয়তো আপনাদের সন্তানদেরও তা দেখতে উৎসাহ দেবেন। তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকব না, কিন্তু হ্যাগ্রিড ঠিকই আপনাদের মনে বেঁচে থাকবে।’

হয়তো ঠিকই বলেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুর খবর শুনে হয়তো অনেকেরই মনে পড়ছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ সিনেমার সেই দৃশ্যের কথা, যেখানে ছোট্ট হ্যারি তার আধা দানব বন্ধু হ্যাগ্রিডকে জড়িয়ে ধরে বলে, ‘দেয়ার ইজ নো হগওয়ার্টস উইদাউট ইউ হ্যাগ্রিড।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত