Ajker Patrika

রেকর্ড গড়ল ‘আ কোয়ায়েট প্লেস’

রেকর্ড গড়ল ‘আ কোয়ায়েট প্লেস’

ঢাকা: ২০১৮ সালে মুক্তি পায় ‘আ কোয়ায়েট প্লেস’। হরর সিনেমা। তবে আর দশটা ভৌতিক গল্পের মতো নয়। বরং ভয়ের আবহের আড়ালে মানবিকতার গল্পই বলে ‘আ কোয়ায়েট প্লেস’। তাই দর্শকদের কাছে ছবিটির আবেদন অন্য রকম। মুক্তির পর থেকেই দর্শকদের চাওয়া ছিল দ্বিতীয় পর্বের।

 এমিলি ব্লান্টগত বছরের মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আ কোয়ায়েট প্লেস’–এর সিক্যুয়েল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত দিনের এক বছরেরও বেশি সময় পর এসেছে ছবিটি। এসেই যথারীতি বাজার মাত করেছে। প্রাণ ফিরিয়েছে সিনেমা হলগুলোতে। দর্শক থেকে সমালোচক- সব মহলেই এ ছবির জয়জয়কার।

 এমিলি ব্লান্টমুক্তির প্রথম দিনেই ‘আ কোয়ায়েট প্লেস’ আয় করেছে ২ কোটি ডলারেরও বেশি। প্রথম তিন দিনে আয় ৫ কোটি ডলার। মহামারির মধ্যে এটিই কোনো ছবির তিন দিনে সর্বোচ্চ আয়। এর আগে ‘গডজিলা ভার্সেস কং’ প্রথম তিন দিনে আয় করেছিল ৩ কোটি ২ লাখ ডলার।

 এমিলি ব্লান্টপ্যারামাউন্ট পিকচারসের ব্যানারে নির্মিত হয়েছে ‘আ কোয়ায়েট প্লেস’। বানিয়েছেন জন ক্র্যাসিনস্কি। সিক্যুয়েলটি নির্মাণে খরচ হয়েছে ৬১ মিলিয়ন ডলার। প্রথম পর্বের মতো সিক্যুয়েলেও অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, মিলিসেন্ট সিমন্ডস, নোয়া জুপ, সিলিয়ান মারফি ও জিমস হানসো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত