Ajker Patrika

ট্রেলারেই চমকে যাবেন ম্যাট্রিক্সভক্তরা

ট্রেলারেই চমকে যাবেন ম্যাট্রিক্সভক্তরা

আজ মুক্তি পাচ্ছে কিয়ানু রিভস অভিনীত ‘ম্যাট্রিক্স ৪ রিসারেকশনস’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখার জন্য এক অভিনব আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। ‘হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স ডট কম’ নামের সাইটে ছবির ট্রেলার দেখা যাবে। এই সাইটের লিঙ্কে রাখা হয়েছে দুটি পিল বা ক্যাপসুল আকারের ‘ক্লিক’ অপশন। এই ক্যাপসুলের একটির রং লাল, অন্যটি নীল। দুটি ক্যাপসুলে দুই ধরনের ট্রেলার অপশন রেখেছেন আয়োজকরা। এটা ম্যাট্রিক্সপ্রেমীদের মন কাড়বে বলেই মনে করছে ওয়ার্নার ব্রাদার্স।

কিয়ানু রিভসনীল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে ম্যাট্রিক্স বলবে বাস্তবতার কথা। আর লাল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে এমন এক দুনিয়ার সামনে হাজির হতে হবে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দুই রঙের ক্যাপসুলের পেছনে আরও গল্প আছে। দুটি ক্যাপসুলে ক্লিক করলে দুটি ভিন্ন জগতের গল্প মিলে সিনেপ্রেমীরা ‘ম্যাট্রিক্স ৪- রিসারকেশনস’-এর মূল কাহিনি সম্পর্কে খানিকটা অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।

কিয়ানু রিভসযাঁরা লাল রঙের ক্যাপসুলে ক্লিক করবেন, তাঁরা শুনতে পাবেন ছবির অন্যতম চরিত্র আব্দুল-মাটিনের ভয়েস ওভার। যিনি বলছেন বর্তমান সময়েই তাঁদের বেশি ভরসা। এর বাইরে কিছু নেই। যাঁকে তাঁরা সত্যি বলে মনে করেন এবং সত্যকে ছাড়িয়ে অন্য কিছুর অস্তিত্ব থাকতে পারে না। আরও একটি মজার ব্যাপার রয়েছে। এই দুই ক্যাপসুলে যতবার ক্লিক করা যাবে, ততবারই ভিডিওতে কিছু পরিবর্তন আসবে।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান-অস্ট্রেলিয়ান বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এই ছবিটি পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। এরপর এই সিরিজের আরও দুটি পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ মুক্তি পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত