আজ মুক্তি পাচ্ছে কিয়ানু রিভস অভিনীত ‘ম্যাট্রিক্স ৪ রিসারেকশনস’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখার জন্য এক অভিনব আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। ‘হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স ডট কম’ নামের সাইটে ছবির ট্রেলার দেখা যাবে। এই সাইটের লিঙ্কে রাখা হয়েছে দুটি পিল বা ক্যাপসুল আকারের ‘ক্লিক’ অপশন। এই ক্যাপসুলের একটির রং লাল, অন্যটি নীল। দুটি ক্যাপসুলে দুই ধরনের ট্রেলার অপশন রেখেছেন আয়োজকরা। এটা ম্যাট্রিক্সপ্রেমীদের মন কাড়বে বলেই মনে করছে ওয়ার্নার ব্রাদার্স।
নীল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে ম্যাট্রিক্স বলবে বাস্তবতার কথা। আর লাল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে এমন এক দুনিয়ার সামনে হাজির হতে হবে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দুই রঙের ক্যাপসুলের পেছনে আরও গল্প আছে। দুটি ক্যাপসুলে ক্লিক করলে দুটি ভিন্ন জগতের গল্প মিলে সিনেপ্রেমীরা ‘ম্যাট্রিক্স ৪- রিসারকেশনস’-এর মূল কাহিনি সম্পর্কে খানিকটা অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।
যাঁরা লাল রঙের ক্যাপসুলে ক্লিক করবেন, তাঁরা শুনতে পাবেন ছবির অন্যতম চরিত্র আব্দুল-মাটিনের ভয়েস ওভার। যিনি বলছেন বর্তমান সময়েই তাঁদের বেশি ভরসা। এর বাইরে কিছু নেই। যাঁকে তাঁরা সত্যি বলে মনে করেন এবং সত্যকে ছাড়িয়ে অন্য কিছুর অস্তিত্ব থাকতে পারে না। আরও একটি মজার ব্যাপার রয়েছে। এই দুই ক্যাপসুলে যতবার ক্লিক করা যাবে, ততবারই ভিডিওতে কিছু পরিবর্তন আসবে।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান-অস্ট্রেলিয়ান বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এই ছবিটি পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। এরপর এই সিরিজের আরও দুটি পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ মুক্তি পায়।
আজ মুক্তি পাচ্ছে কিয়ানু রিভস অভিনীত ‘ম্যাট্রিক্স ৪ রিসারেকশনস’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখার জন্য এক অভিনব আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। ‘হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স ডট কম’ নামের সাইটে ছবির ট্রেলার দেখা যাবে। এই সাইটের লিঙ্কে রাখা হয়েছে দুটি পিল বা ক্যাপসুল আকারের ‘ক্লিক’ অপশন। এই ক্যাপসুলের একটির রং লাল, অন্যটি নীল। দুটি ক্যাপসুলে দুই ধরনের ট্রেলার অপশন রেখেছেন আয়োজকরা। এটা ম্যাট্রিক্সপ্রেমীদের মন কাড়বে বলেই মনে করছে ওয়ার্নার ব্রাদার্স।
নীল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে ম্যাট্রিক্স বলবে বাস্তবতার কথা। আর লাল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে এমন এক দুনিয়ার সামনে হাজির হতে হবে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দুই রঙের ক্যাপসুলের পেছনে আরও গল্প আছে। দুটি ক্যাপসুলে ক্লিক করলে দুটি ভিন্ন জগতের গল্প মিলে সিনেপ্রেমীরা ‘ম্যাট্রিক্স ৪- রিসারকেশনস’-এর মূল কাহিনি সম্পর্কে খানিকটা অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।
যাঁরা লাল রঙের ক্যাপসুলে ক্লিক করবেন, তাঁরা শুনতে পাবেন ছবির অন্যতম চরিত্র আব্দুল-মাটিনের ভয়েস ওভার। যিনি বলছেন বর্তমান সময়েই তাঁদের বেশি ভরসা। এর বাইরে কিছু নেই। যাঁকে তাঁরা সত্যি বলে মনে করেন এবং সত্যকে ছাড়িয়ে অন্য কিছুর অস্তিত্ব থাকতে পারে না। আরও একটি মজার ব্যাপার রয়েছে। এই দুই ক্যাপসুলে যতবার ক্লিক করা যাবে, ততবারই ভিডিওতে কিছু পরিবর্তন আসবে।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান-অস্ট্রেলিয়ান বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এই ছবিটি পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। এরপর এই সিরিজের আরও দুটি পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ মুক্তি পায়।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২৫ মিনিট আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৩৪ মিনিট আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১২ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১২ ঘণ্টা আগে