Ajker Patrika

কারা পাবেন এবারের অস্কার

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১: ০১
কারা পাবেন এবারের অস্কার

বছর ঘুরে চলে এলো অস্কারের আরেকটি আসর। এবারের আসরে কারা জিতবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা। রোববার জানা যাবে চুড়ান্ত বিজয়ীদের নাম। তার আগে হলিউড রিপোটার্স সম্ভাব্য বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে। দেখে নিন কারা এগিয়ে থাকছেন এবারের অস্কারদৌড়।

সেরা সিনেমা

এ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ফাদার’, ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’, ‘ম্যাঙ্ক’, ‘মিনারি’, ‘নোম্যাডল্যান্ড’, ‘প্রমিজিং ইয়াং ওমেন’, ‘সাউন্ড অব মেটাল’ ও ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭’।

জিতবে:

নোম্যাডল্যান্ড

এ বছর ‘নোম্যাডল্যান্ড’ প্রায় নিয়ে ফেলেছে গত বছরের ‘প্যারাসাইট’ এর জায়গা। চীনা পরিচালক ক্লোয়ি ঝাওয়ের এই ছবি একের পর এক বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসব জয় করেছে। মহামন্দার কারণে নিজের ছোট্ট শহর ছেড়ে বেরিয়ে পড়েন ষাটোর্ধ্ব এক বিধবা। তাঁর এই যাত্রার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘নোম্যাডল্যান্ড’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড। পরিচালনা করেছেন মার্কিন প্রবাসী চীনা নির্মাতা ক্লোয়ি ঝাও।

মিনারি সিনেমার দৃশ্যমিনারি

১৯৮০ র দশকের গল্প নিয়ে তৈরি এ সিনেমা। যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া এক কোরিয়ান পরিবার। যারা তাদের অতীত ভুলে যুক্তরাষ্ট্রের এক গ্রামে নতুন জীবন গড়ে তুলতে চায়। ‘মিনারি’র পরিচালক লি আইজাক চ্যাং। পরিচালকের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এর চিত্রনাট্য লেখা। গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রথম প্রদর্শিত হয়। উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ ও ড্রামাটিক অডিয়েন্স অ্যাওয়ার্ড জেতে ‘মিনারি’।

সেরা পরিচালক

এ বিভাগে মনোনয়ন পেয়েছেন ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড), এমেরাল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং ওমেন), ডেভিড ফিনচার (ম্যাঙ্ক), থমাস ভিনটেরবার্গ (অ্যানাদার রাউন্ড) ও লি আইজাক চ্যাং (মিনারি)।

জিতবেন:

নোম্যাডল্যান্ড সিনেমার পরিচালক ক্লোয়ি ঝাওক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)

চীনের বেইজিংয়ে জন্ম নেওয়া নির্মাতা ক্লোয়ি ঝাও এর তৃতীয় সিনেমা ‘নোম্যাডল্যান্ড’। সিনেমাটি মুক্তির পরই ব্যাপক প্রশংসিত হয়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে। এবারের গোল্ডেন গ্লোবে সেরা পরিচালকের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি। ওই আসরের ৭৮ বছরের ইতিহাসে প্রথম এশিয় নারী হিসেবে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন ক্লোয়ি ঝাও।

সেরা অভিনেতা

এ বিভাগে মনোনয়ন পেয়েছেন রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্টনি হপকিন্স (দ্য ফাদার), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক) ও স্টিভেন ইয়ুন (মিনারি)।

জিতবেন:

চ্যাডউইক বোজম্যানচ্যাডউইক বোজম্যান

প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোজম্যানের শেষ ছবি ‘মা রেইনিজ ব্ল্যাক বটম’। মার্ভেল সিরিজের ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমার জন্য ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন বোজম্যান। ছবিটি অস্কারে সেরা ছবির মনোনয়নও পেয়েছিল। এছাড়া ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের কিছু সিনেমায় দেখা গেছে তাঁকে। এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কারটি চ্যাডউইক বোজম্যানের দখলে থাকবে, এমনটাই আশা করছেন সিনেমাবোদ্ধারা।

সেরা অভিনেত্রী

এ বিভাগে মনোনয়ন পেয়েছেন ভায়োলা ডেভিস (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিল্লি হলিডে), ভ্যানেসা কিরবে (পিসেস অফ আ ওমেন), ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড) ও কেরি মুলিগান (প্রমিজিং ইয়াং ওমেন)।

জিতবেন:

ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)

মার্কিন অভিনেত্রী ম্যাকডোরম্যান্ড এর আগে দুবার একাডেমি পুরস্কার, দুবার প্রাইমটাইম এমি পুরস্কার ও একবার টনি পুরস্কার জয় করেছেন। ফলে তিনি ‘অভিনয়ের তিন মুকুট’ অর্জনকারীদের একজন। চীনা পরিচালক ক্লোয়ি ঝাও এর নোম্যাডল্যান্ড এ অভিনয় করে তিনি এবারও অস্কারদৌড়ে এগিয়ে আছেন।

কেরি মুলিগানকেরি মুলিগান (প্রমিজিং ইয়াং ওমেন)

লন্ডনে জন্ম নেওয়া অভিনেত্রী ও গায়িকা কেরি মুলিগান। প্রাইড অ্যান্ড প্রেজুডিস (২০০৫) চলচ্চিত্রে কিটি বেনেট চরিত্রে অভিনয় দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। এর আগে মুলিগান একাডেমি, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার সবই পেয়েছেন। এবারের একাডেমি আসরে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটি তাঁর হাতেই উঠে আসার সম্ভাবনা প্রবল।

সূত্র: বিবিসি, হলিউড রিপোটার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত