হলিউডের জনপ্রিয় তারকা কিয়ানু রিভসের সঙ্গে উইনোনা রাইডারের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে একটা গুঞ্জন চলে আসছে। শোনা যায়, ‘ড্রাকুলা’ চলচ্চিত্রে বিয়ের একটি দৃশ্যে হলিউডের আরেক তারকা উইনোনা রাইডারের সঙ্গে সত্যিই বিয়ে হয়েছিল রিভসের।
সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, উইনোনা রাইডারও কয়েক বছর আগে গণমাধ্যমে এমন তথ্য দিয়েছিলেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ানু এ প্রসঙ্গে বলেন, ‘বিয়ের জন্য যা করতে হয় তাই হয়েছিল আমাদের। সিনেমার দৃশ্যে সবই ছিল। সব নিয়ম মেনেই একজন সত্যিকারের পুরোহিত আমাদের বিয়ে দিয়েছেন। উইনোনাও মনে করে যে এটি সত্যি ছিল। আমারও মনে হয়, ঈশ্বরের চোখে অন্তত আমরা বিবাহিত।’
১৯৯২ সালে ফোর্ড কপলার প্রযোজিত বাম স্ট্রোকারসের কাহিনিতে নির্মিত হলিউড ফিকশন ‘ড্রাকুলা’–তে জনাথন ও মিনা চরিত্রে ছিলেন যথাক্রমে কিয়ানু রিভস ও উইনোনা রাইডার। সেই ছবিতেই বিয়ের দৃশ্যে ছিলেন এ দুই তারকা।
এর আগে ২০১৮ সালে কিয়ানু রিভস ও তারকা উইনোনা রাইডার তাদের নতুন সিনেমা ‘ডেস্টিনেশন ওয়েডিং’–এর প্রচারের জন্য এন্টারটেইনমেন্ট উইকলিতে সাক্ষাৎকার দিতে এসেছিলেন। সে সাক্ষাৎকারের একপর্যায়ে উইনোনা বলেন, ‘ওহ হো, আমরা তো বিবাহিত।’ এটা বলার পর তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘আমরা ড্রাকুলায় আসলেই বিয়ে করেছিলাম। আমি ঈশ্বরের শপথ করে বলছি। আমরা বাস্তব জীবনে বিবাহিত বলে আমি মনে করি। ওই দৃশ্যের জন্য ফোর্ড কপলার রোমানিয়ার একজন পুরোহিতকে নিয়েছিলেন। আমরা শট হিসেবে দিয়েছি, কিন্তু পুরোহিত আমাদের দিয়ে সবই করিয়েছেন। সুতরাং আমি মনে করি তখনই আমাদের বিয়ে হয়ে গেছে।’
এ বিষয়ে সে বছরে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রাকুলা’র প্রযোজক ফোর্ড কপলারও এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘পুরো বিষয়টা ঘটে যাওয়ার পর আমাদের সবারই মনে হয় যে, কিয়ানু ও উইনোনার সত্যিই বিয়ে হয়ে গেছে।’ এবার কিয়ানু রিভস নিজেও একই কথা শোনালেন।
বর্তমানে ভিজ্যুয়াল আর্টিস্ট আলেকজান্দ্রা গ্র্যান্টের সঙ্গে গাঁটছড়া আছে কিয়ানু রিভসের। আর অন্যদিকে উইনোনা রাইডারও একা নন। ২০১১ সাল থেকেই একই ব্যক্তির সঙ্গে সম্পর্কে স্থির আছেন তিনি।
উল্লেখ্য, কিয়ানু রিভসকে তাঁর ভক্তরা ম্যাট্রিক্স সিরিজের চতুর্থ পর্ব ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’–এ দেখতে পারবেন। সেই সঙ্গে এ সিনেমায় এশিয়ার দর্শকদের জন্য আরেক চমক হিসেবে দেখা যাবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে।
হলিউডের জনপ্রিয় তারকা কিয়ানু রিভসের সঙ্গে উইনোনা রাইডারের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে একটা গুঞ্জন চলে আসছে। শোনা যায়, ‘ড্রাকুলা’ চলচ্চিত্রে বিয়ের একটি দৃশ্যে হলিউডের আরেক তারকা উইনোনা রাইডারের সঙ্গে সত্যিই বিয়ে হয়েছিল রিভসের।
সম্প্রতি এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, উইনোনা রাইডারও কয়েক বছর আগে গণমাধ্যমে এমন তথ্য দিয়েছিলেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ানু এ প্রসঙ্গে বলেন, ‘বিয়ের জন্য যা করতে হয় তাই হয়েছিল আমাদের। সিনেমার দৃশ্যে সবই ছিল। সব নিয়ম মেনেই একজন সত্যিকারের পুরোহিত আমাদের বিয়ে দিয়েছেন। উইনোনাও মনে করে যে এটি সত্যি ছিল। আমারও মনে হয়, ঈশ্বরের চোখে অন্তত আমরা বিবাহিত।’
১৯৯২ সালে ফোর্ড কপলার প্রযোজিত বাম স্ট্রোকারসের কাহিনিতে নির্মিত হলিউড ফিকশন ‘ড্রাকুলা’–তে জনাথন ও মিনা চরিত্রে ছিলেন যথাক্রমে কিয়ানু রিভস ও উইনোনা রাইডার। সেই ছবিতেই বিয়ের দৃশ্যে ছিলেন এ দুই তারকা।
এর আগে ২০১৮ সালে কিয়ানু রিভস ও তারকা উইনোনা রাইডার তাদের নতুন সিনেমা ‘ডেস্টিনেশন ওয়েডিং’–এর প্রচারের জন্য এন্টারটেইনমেন্ট উইকলিতে সাক্ষাৎকার দিতে এসেছিলেন। সে সাক্ষাৎকারের একপর্যায়ে উইনোনা বলেন, ‘ওহ হো, আমরা তো বিবাহিত।’ এটা বলার পর তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘আমরা ড্রাকুলায় আসলেই বিয়ে করেছিলাম। আমি ঈশ্বরের শপথ করে বলছি। আমরা বাস্তব জীবনে বিবাহিত বলে আমি মনে করি। ওই দৃশ্যের জন্য ফোর্ড কপলার রোমানিয়ার একজন পুরোহিতকে নিয়েছিলেন। আমরা শট হিসেবে দিয়েছি, কিন্তু পুরোহিত আমাদের দিয়ে সবই করিয়েছেন। সুতরাং আমি মনে করি তখনই আমাদের বিয়ে হয়ে গেছে।’
এ বিষয়ে সে বছরে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রাকুলা’র প্রযোজক ফোর্ড কপলারও এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘পুরো বিষয়টা ঘটে যাওয়ার পর আমাদের সবারই মনে হয় যে, কিয়ানু ও উইনোনার সত্যিই বিয়ে হয়ে গেছে।’ এবার কিয়ানু রিভস নিজেও একই কথা শোনালেন।
বর্তমানে ভিজ্যুয়াল আর্টিস্ট আলেকজান্দ্রা গ্র্যান্টের সঙ্গে গাঁটছড়া আছে কিয়ানু রিভসের। আর অন্যদিকে উইনোনা রাইডারও একা নন। ২০১১ সাল থেকেই একই ব্যক্তির সঙ্গে সম্পর্কে স্থির আছেন তিনি।
উল্লেখ্য, কিয়ানু রিভসকে তাঁর ভক্তরা ম্যাট্রিক্স সিরিজের চতুর্থ পর্ব ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’–এ দেখতে পারবেন। সেই সঙ্গে এ সিনেমায় এশিয়ার দর্শকদের জন্য আরেক চমক হিসেবে দেখা যাবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে