Ajker Patrika

স্পাইডারম্যান-হাল্কের জনক স্ট্যান লি’র ডকুমেন্টারি বানাবে ডিজনি প্লাস 

স্পাইডারম্যান-হাল্কের জনক স্ট্যান লি’র ডকুমেন্টারি বানাবে ডিজনি প্লাস 

বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ‘মার্ভেল কমিকস’ এর স্বপ্নদ্রষ্টা স্ট্যান লির ১০০ তম জন্মদিনে একটি ডকুমেন্টারি নির্মাণের ঘোষণা দিয়েছে ডিজনি প্লাস। গত ২৮ ডিসেম্বর ছিল কিংবদন্তি এই কমিকস স্রষ্টার জন্মদিন। 

একটি টুইটের মাধ্যমে ডিজনি প্লাস জানায় ২০২৩ সালে ডকুমেন্টারিটি মুক্তি পাবে। 

টুইট বার্তায় ২৫ সেকেন্ডের টিজার শেয়ার করা হয়। টিজারের ক্যাপশনে ডিজনি লিখেছে, ‘আমাদের স্বপ্ন দেখার ১০০ বছর। সৃষ্টির ১০০ বছর। স্ট্যান লির ১০০ বছর। স্ট্যান লিকে নিয়ে একটি তথ্যচিত্র ২০২৩ সালে মুক্তি পাবে।’

১৯২২ সালের ২৮ ডিসেম্বর একটি অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন লি। তাঁর বাবা জ্যাক লিয়েবার ছিলেন একজন দরজি। পারিবারিক অসচ্ছলতাকে পেছনে ফেলে নিজের চেষ্টায় পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায় উঠে আসেন তিনি। 

১৭ বছর বয়সে পরিবার চালাতে টাইমলি ম্যাগাজিন–এর কমিকস বিভাগে চাকরি নিয়েছিলেন লি। জ্যাক কার্বি ও স্টিভ ডিটকোর সঙ্গে যৌথভাবে তিনি অসংখ্য কাল্পনিক চরিত্র জন্ম দিয়েছেন, যার মধ্যে রয়েছে স্পাইডার-ম্যান, হাল্ক, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক ফোর, ডেয়ারডেভিল, ব্ল্যাক প্যান্থার, এক্স-মেন। তাঁর ভাই ল্যারি লিবারের সঙ্গে যৌথভাবে অ্যান্ট-ম্যান, আয়রন ম্যান এবং থর চরিত্রের সৃষ্টিও করেছেন তিনি। 

১৯৯৪ সালে কমিক বই শিল্পের ‘উইল এইসনার অ্যাওয়ার্ড হল অব ফেমে’ এবং ১৯৯৫ সালে ‘জ্যাক কার্বি হল অব ফেমে’ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালে তিনি ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ লাভ করেন। ২০১৮ সালের ১২ নভেম্বর ৯৫ বছর বয়সে মারা যান কিংবদন্তি স্ট্যান লি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত