ঢাকা: ১০ নম্বর ছবি মু্ক্তি পাওয়ার পর সিনেমা বানানো ছেড়ে দেবেন বিশ্বখ্যাত পরিচালক কোয়েন্টিন টারান্টিনো। আমেরিকান এই পরিচালকের এমন সিদ্ধান্তে অবশ্য হতবাক হয়নি বিশ্ব সিনেমাপ্রেমীরা। কারণ গেল বছর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তাঁর অবসরের আঁচ দিচ্ছিলেন।
‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ থেকে শুরু করে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’—৯টি ছবি বানিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বয়স হয়েছে ৫৮। ইতিহাস বলে, বহু পরিচালকের থেকেও বেশি বয়স পর্যন্ত ছবি বানিয়েছেন। কিন্তু টারান্টিনো তাঁর পেশা ও নেশায় ইতি টানলেন। সিদ্ধান্ত নিয়েছেন, ১০ নম্বর ছবি বানিয়ে অবসর নেবেন বিশ্ববিখ্যাত পরিচালক। তাঁর এই ঘোষণায় আহত তাঁর বিশ্বজোড়া অনুরাগীরা।
২০১৯ সালে মুক্তি পাওয়া তাঁর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অবলম্বনে একই নামের উপন্যাস লিখেছেন টারান্টিনো। সেটার প্রচারে এসেছিলেন উপস্থাপক-কমেডিয়ান বিল মাহেরের অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেছেন পরিচালককে, ‘আপনি এখন এই জগতের শীর্ষে। তা ছা়ড়া চলচ্চিত্র জগৎ ছাড়ার জন্য যথেষ্ট বয়স হয়নি আপনার।’ পরিচালক জানিয়েছেন, ঠিক এ কারণেই তিনি ছবি বানাতে চান না আর। তাঁর মতে, তিনি চলচ্চিত্রের ইতিহাসের কথা ভেবে দেখেছেন, পরিচালকেরা এর থেকে ভালো কাজ আর করতে পারবেন না, তাই তিনি চান না তাঁর বানানো ছবির মান নেমে যাক।
চলচ্চিত্রে তাঁর নতুন করে আর কিছু দেওয়ার নেই বলেও মন্তব্য করেন স্বর্ণপামজয়ী এই পরিচালক, ‘যদিও অন্য পরিচালকদের মতো অনেক ছবি করতে পারিনি, তবে ৩০ বছরের ক্যারিয়ারে যত বেশি সম্ভব ছবি করেছি। আমার ক্যারিয়ার দীর্ঘ, সত্যিই বেশ দীর্ঘ এবং আমার যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি।’
ঢাকা: ১০ নম্বর ছবি মু্ক্তি পাওয়ার পর সিনেমা বানানো ছেড়ে দেবেন বিশ্বখ্যাত পরিচালক কোয়েন্টিন টারান্টিনো। আমেরিকান এই পরিচালকের এমন সিদ্ধান্তে অবশ্য হতবাক হয়নি বিশ্ব সিনেমাপ্রেমীরা। কারণ গেল বছর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তাঁর অবসরের আঁচ দিচ্ছিলেন।
‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ থেকে শুরু করে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’—৯টি ছবি বানিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বয়স হয়েছে ৫৮। ইতিহাস বলে, বহু পরিচালকের থেকেও বেশি বয়স পর্যন্ত ছবি বানিয়েছেন। কিন্তু টারান্টিনো তাঁর পেশা ও নেশায় ইতি টানলেন। সিদ্ধান্ত নিয়েছেন, ১০ নম্বর ছবি বানিয়ে অবসর নেবেন বিশ্ববিখ্যাত পরিচালক। তাঁর এই ঘোষণায় আহত তাঁর বিশ্বজোড়া অনুরাগীরা।
২০১৯ সালে মুক্তি পাওয়া তাঁর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অবলম্বনে একই নামের উপন্যাস লিখেছেন টারান্টিনো। সেটার প্রচারে এসেছিলেন উপস্থাপক-কমেডিয়ান বিল মাহেরের অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেছেন পরিচালককে, ‘আপনি এখন এই জগতের শীর্ষে। তা ছা়ড়া চলচ্চিত্র জগৎ ছাড়ার জন্য যথেষ্ট বয়স হয়নি আপনার।’ পরিচালক জানিয়েছেন, ঠিক এ কারণেই তিনি ছবি বানাতে চান না আর। তাঁর মতে, তিনি চলচ্চিত্রের ইতিহাসের কথা ভেবে দেখেছেন, পরিচালকেরা এর থেকে ভালো কাজ আর করতে পারবেন না, তাই তিনি চান না তাঁর বানানো ছবির মান নেমে যাক।
চলচ্চিত্রে তাঁর নতুন করে আর কিছু দেওয়ার নেই বলেও মন্তব্য করেন স্বর্ণপামজয়ী এই পরিচালক, ‘যদিও অন্য পরিচালকদের মতো অনেক ছবি করতে পারিনি, তবে ৩০ বছরের ক্যারিয়ারে যত বেশি সম্ভব ছবি করেছি। আমার ক্যারিয়ার দীর্ঘ, সত্যিই বেশ দীর্ঘ এবং আমার যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি।’
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে