এ বছর বাফটায় ফ্লোরিয়ান জেলার পরিচালিত ‘দ্য ফাদার’ ছিল সবচেয়ে আলোচিত। ছবিতে চোখধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। এছাড়াও চলতি বছরের অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী, সেরা চিত্রনাট্য’র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। এবার আসতে চলেছে এই বহুল আলোচিত ছবি ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল ‘দ্য সন’। মূল চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যান ও লরা ডার্নকে। ‘দ্য সন’ এর পরিচালনার দায়িত্বে থাকবেন ফ্লোরিয়ান জেলারই। নিজের পরিচালিত বিখ্যাত নাটকের গল্প থেকেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন জেলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন।
‘দ্য ফাদার’ ছবিতে যেমন দেখা গিয়েছিল অ্যালজাইমা রোগের সঙ্গে অবিরাম লড়াই করে চলা এক বৃদ্ধের গল্প, তেমনই ‘দ্য সন’ ছবির গল্প ঘোরাফেরা করবে কৈশোর বয়সের ডিপ্রেশন বা হতাশার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো। ‘দ্য সন’ গল্প বলবে এক বাবা ও ছেলের সম্পের্কেরও। ছবিতে দেখা যাবে পিটার (হিউ জ্যাকম্যান) ও তাঁর নতুন সঙ্গী এমা এবং সন্তানের জীবন হঠাৎ বদলে যায়, যখন পিটারের জীবনে হাজির হয় তাঁর সাবেক স্ত্রী কেট (লরা ডার্ন)। সঙ্গে পিটারের প্রথম পক্ষের ছেলে নিকোলাস। কীভাবে চূড়ান্ত ডিপ্রেশন ও মানসিক অস্থিরতায় জর্জরিত নিকোলাসকে তাঁর বাবা সুস্থ করে তুলতে চায় তাই নিয়েই আগাবে ছবির গল্প। তবে নিকোলাসের প্রভাবে কীভাবে পিটারের নতুন সংসার ভাঙতে বসে, কিভাবেই বা পিটার সেইসব সামলে ওঠে, ‘দ্য সন’ এ দর্শকরা সাক্ষী থাকবে তারও।
ছবির পরিচালকের মতে, ‘দ্য সন’ ডিপ্রেশনের ব্যাপারে সচেতনতার কথা বলার পাশাপাশি বলবে বাবা-ছেলের সম্পর্কের এক চিরন্তন গল্প।
এ বছর বাফটায় ফ্লোরিয়ান জেলার পরিচালিত ‘দ্য ফাদার’ ছিল সবচেয়ে আলোচিত। ছবিতে চোখধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। এছাড়াও চলতি বছরের অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী, সেরা চিত্রনাট্য’র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। এবার আসতে চলেছে এই বহুল আলোচিত ছবি ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল ‘দ্য সন’। মূল চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যান ও লরা ডার্নকে। ‘দ্য সন’ এর পরিচালনার দায়িত্বে থাকবেন ফ্লোরিয়ান জেলারই। নিজের পরিচালিত বিখ্যাত নাটকের গল্প থেকেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন জেলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন।
‘দ্য ফাদার’ ছবিতে যেমন দেখা গিয়েছিল অ্যালজাইমা রোগের সঙ্গে অবিরাম লড়াই করে চলা এক বৃদ্ধের গল্প, তেমনই ‘দ্য সন’ ছবির গল্প ঘোরাফেরা করবে কৈশোর বয়সের ডিপ্রেশন বা হতাশার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো। ‘দ্য সন’ গল্প বলবে এক বাবা ও ছেলের সম্পের্কেরও। ছবিতে দেখা যাবে পিটার (হিউ জ্যাকম্যান) ও তাঁর নতুন সঙ্গী এমা এবং সন্তানের জীবন হঠাৎ বদলে যায়, যখন পিটারের জীবনে হাজির হয় তাঁর সাবেক স্ত্রী কেট (লরা ডার্ন)। সঙ্গে পিটারের প্রথম পক্ষের ছেলে নিকোলাস। কীভাবে চূড়ান্ত ডিপ্রেশন ও মানসিক অস্থিরতায় জর্জরিত নিকোলাসকে তাঁর বাবা সুস্থ করে তুলতে চায় তাই নিয়েই আগাবে ছবির গল্প। তবে নিকোলাসের প্রভাবে কীভাবে পিটারের নতুন সংসার ভাঙতে বসে, কিভাবেই বা পিটার সেইসব সামলে ওঠে, ‘দ্য সন’ এ দর্শকরা সাক্ষী থাকবে তারও।
ছবির পরিচালকের মতে, ‘দ্য সন’ ডিপ্রেশনের ব্যাপারে সচেতনতার কথা বলার পাশাপাশি বলবে বাবা-ছেলের সম্পর্কের এক চিরন্তন গল্প।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১১ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১৩ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
১৩ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১ দিন আগে