রবিবার (১৩ মার্চ) লন্ডনের রয়েল আলবার্ট হলে তারকাদের সশরীরে উপস্থিতিতে বসেছিল ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৫তম আসর। গোল্ডেন গ্লোবের পর বাফটায়ও নেটফ্লিক্স প্রযোজিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমা সেরার স্বীকৃতি পেল।
ওয়েস্টার্ন ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন। তিনি এই বছর সেরা পরিচালকের পুরস্কার জেতেন। সেরা অভিনেতা শাখার মনোনয়ন তালিকায় বেনেডিক্ট ও গ্রাহাম থাকলেও পুরস্কারটি জিতেছেন উইল স্মিথ। বাফটায় এটাই স্মিথের ক্যারিয়ারের প্রথম মনোনয়ন ও পুরস্কার জেতা।
‘কিং রিচার্ড’ সিনেমায় টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাধে এই প্রাপ্তি। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে জোয়ানা স্কানলান। ‘আফটার লাইফ’- সিনেমায় মুসলমান ধর্মান্তরিত বিধবা চরিত্রে দারুণ অভিনয়ের স্বীকৃতি পেলেন ৬০ বছর বয়সী এই অভিনেত্রী।
সর্বাধিক পাঁচটি পুরস্কার পেয়েছে ‘ডুন’। তবে সেগুলোর সবই কারিগরি শাখায় (আবহ সংগীত, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, শব্দ ও স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস)। নোয়েল ক্লার্ক বাফটা ফেলোশিপ পাওয়ার পর একাধিক নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এ কারণে এবার বাফটা ফেলোশিপ কিংবা আজীবন সম্মাননা দেওয়া হয়নি। অনুষ্ঠানের শুরুতে ওয়েলশ গায়িকা শার্লি ব্যাসি ‘জেমস বন্ড’ সিরিজের ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১) সিনেমায় গান গেয়ে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।
এছাড়া অন্যান্য শাখায় পুরস্বার জিতলো যারা:
সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কটসার (কোডা)
সেরা পার্শ্ব অভিনেত্রী: আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি)
অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র: বেলফাস্ট
আবহ সংগীত: হ্যান্স জিমার (ডুন)
চিত্রগ্রহণ: গ্রেগ ফ্রেশার (ডুন)
শিল্প নির্দেশনা: প্যাট্রিস ভারমেট (ডুন)
শব্দ: ম্যাক রুথ, মার্ক মানজিনি (ডুন)
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: ব্রায়ান কন্নর (ডুন)
সেরা সম্পাদনা: এলিয়ট গ্রাহাম (নো টাইম টু ডাই)
সেরা রাইজিং স্টার: লাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই)
ইংলিশ ব্যতিত সেরা সিনেমা: ড্রাইভ মাই কার
সেরা অ্যানিমেটেড: এনকান্টো
ইউক্রেনের প্রতি সমর্থন
ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ অনুষ্ঠানে নীল-হলুদ রঙের ব্যাজ পরে ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন। নীল-হলুদ হলো ইউক্রেনের জাতীয় পতাকার রং। কাম্বারব্যাচ ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয়ের আহ্বান জানিয়েছেন। অভিনেতা স্টিফেন গ্রাহামও ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে দেশটির পতাকার রঙের ব্যাজ পরেছেন। একইভাবে
এসেছিলেন অভিনেত্রী জেসিকা প্লামারও। বাফটা চেয়ারম্যান কৃষ্ণেন্দু মজুমদার বলেন, ‘আমাদের যেকোনোভাবে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা ইউক্রেনের ফিল্ম একাডেমিসহ ইউরোপের সিনেমাসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি। ইউক্রেনে খবর সংগ্রহ করা সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, যাদের মধ্যে অনেকেই বাফটার সদস্য। তারা সাহসিকতার সঙ্গে সংঘাত এবং মানবিক সংকটের প্রতিবেদন লিখছেন ও নথিভুক্ত করছেন।’
রবিবার (১৩ মার্চ) লন্ডনের রয়েল আলবার্ট হলে তারকাদের সশরীরে উপস্থিতিতে বসেছিল ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৫তম আসর। গোল্ডেন গ্লোবের পর বাফটায়ও নেটফ্লিক্স প্রযোজিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমা সেরার স্বীকৃতি পেল।
ওয়েস্টার্ন ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন। তিনি এই বছর সেরা পরিচালকের পুরস্কার জেতেন। সেরা অভিনেতা শাখার মনোনয়ন তালিকায় বেনেডিক্ট ও গ্রাহাম থাকলেও পুরস্কারটি জিতেছেন উইল স্মিথ। বাফটায় এটাই স্মিথের ক্যারিয়ারের প্রথম মনোনয়ন ও পুরস্কার জেতা।
‘কিং রিচার্ড’ সিনেমায় টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবার চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাধে এই প্রাপ্তি। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে জোয়ানা স্কানলান। ‘আফটার লাইফ’- সিনেমায় মুসলমান ধর্মান্তরিত বিধবা চরিত্রে দারুণ অভিনয়ের স্বীকৃতি পেলেন ৬০ বছর বয়সী এই অভিনেত্রী।
সর্বাধিক পাঁচটি পুরস্কার পেয়েছে ‘ডুন’। তবে সেগুলোর সবই কারিগরি শাখায় (আবহ সংগীত, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, শব্দ ও স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস)। নোয়েল ক্লার্ক বাফটা ফেলোশিপ পাওয়ার পর একাধিক নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এ কারণে এবার বাফটা ফেলোশিপ কিংবা আজীবন সম্মাননা দেওয়া হয়নি। অনুষ্ঠানের শুরুতে ওয়েলশ গায়িকা শার্লি ব্যাসি ‘জেমস বন্ড’ সিরিজের ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১) সিনেমায় গান গেয়ে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।
এছাড়া অন্যান্য শাখায় পুরস্বার জিতলো যারা:
সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কটসার (কোডা)
সেরা পার্শ্ব অভিনেত্রী: আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি)
অসামান্য ব্রিটিশ চলচ্চিত্র: বেলফাস্ট
আবহ সংগীত: হ্যান্স জিমার (ডুন)
চিত্রগ্রহণ: গ্রেগ ফ্রেশার (ডুন)
শিল্প নির্দেশনা: প্যাট্রিস ভারমেট (ডুন)
শব্দ: ম্যাক রুথ, মার্ক মানজিনি (ডুন)
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: ব্রায়ান কন্নর (ডুন)
সেরা সম্পাদনা: এলিয়ট গ্রাহাম (নো টাইম টু ডাই)
সেরা রাইজিং স্টার: লাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই)
ইংলিশ ব্যতিত সেরা সিনেমা: ড্রাইভ মাই কার
সেরা অ্যানিমেটেড: এনকান্টো
ইউক্রেনের প্রতি সমর্থন
ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ অনুষ্ঠানে নীল-হলুদ রঙের ব্যাজ পরে ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন। নীল-হলুদ হলো ইউক্রেনের জাতীয় পতাকার রং। কাম্বারব্যাচ ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয়ের আহ্বান জানিয়েছেন। অভিনেতা স্টিফেন গ্রাহামও ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে দেশটির পতাকার রঙের ব্যাজ পরেছেন। একইভাবে
এসেছিলেন অভিনেত্রী জেসিকা প্লামারও। বাফটা চেয়ারম্যান কৃষ্ণেন্দু মজুমদার বলেন, ‘আমাদের যেকোনোভাবে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা ইউক্রেনের ফিল্ম একাডেমিসহ ইউরোপের সিনেমাসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি। ইউক্রেনে খবর সংগ্রহ করা সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, যাদের মধ্যে অনেকেই বাফটার সদস্য। তারা সাহসিকতার সঙ্গে সংঘাত এবং মানবিক সংকটের প্রতিবেদন লিখছেন ও নথিভুক্ত করছেন।’
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে