প্রায় দুই দশক পর পর্দায় আসছে হলিউডের জনপ্রিয় ‘দ্য ম্যাট্রিক্স’ সিরিজের নতুন সিনেমা। ২২ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পাবেন বড় পর্দায়। ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ আগামীকাল থেকে দেখা যাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমার শুটিং শুরু হয়। এছাড়াও জার্মানি ও যুক্তরাষ্ট্রের শিকাগোতে হয়েছে সিনেমাটির শুটিং। ‘দ্য ম্যাট্রিক্স’-এর চতুর্থ পর্বে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস ছাড়াও থাকছেন নিল প্যাট্রিক হ্যারিস, জেসিকা হেনউকসহ একঝাঁক জনপ্রিয় হলিউড তারকা।
‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এ দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা।
১৯৯৯ সালে মুক্তি পায় বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স’। মুক্তির পরপরই সিনেমাটি ব্যাপক সাড়া পায়। এরপর ২০০৩ সালে মুক্তি পায় এই সিরিজের পরের দুটি সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ ও ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’।
আগের তিন পর্বের মতো এবারও পরিচালনায় থাকছেন লানা ওকাভস্কি। নিও ও ট্রিনিটি চরিত্রে থাকছেন কিয়ানু রিভস ও ক্যারি অ্যান মস। ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার কাহিনি যেখান থেকে শুরু হয়েছিল, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর গল্প ফিরে যাবে ঠিক সেখানেই। অর্থাৎ ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমায় ‘দ্য ম্যাট্রিক্স’-এর কাহিনীর পুনরুত্থান ঘটবে।
সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’-এ নিও ও ট্রিনিটি মারা যায়। তাই এবারের সিনেমায় এই দুটি চরিত্রকে কীভাবে উপস্থাপন করা হবে— এ নিয়ে দর্শকদের জল্পনা কল্পনার শেষ ছিল না। তবে সিনেমার ট্রেলার দেখে অনেকেই বুঝতে পেরেছেন কীভাবে এই দুটি চরিত্রকে ফিরিয়ে আনা হবে।
সিরিজের এবারের পর্বে নিও ও ট্রিনিটি নিজেদের অস্তিত্ব ভুলে গেছে। একে অন্যকে চিনতে পারছে না তারা। কীভাবে তারা ফিরেছে সেই রহস্যের ইঙ্গিত লুকিয়ে আছে ছবির নামে। ট্রেলার দেখে বোঝা যায়, নিও পুণরায় তার থমাস অ্যান্ডারসন সত্ত্বায় ফিরে যায় আর সে ম্যাট্রিক্স সম্পর্কে সবকিছু ভুলে যায়।
এ ছাড়াও থমাস অ্যান্ডারসন তার স্বপ্নে অদ্ভুত সব জিনিস দেখা শুরু করে। এই স্বপ্ন নিয়ে তার মনে নানা রকমের প্রশ্ন জাগে। তাই সে এসব স্বপ্নের রহস্য উন্মোচন করার চেষ্টা শুরু করে। এই সিনেমায় কিছুটা ভিন্নভাবে তার সাথে মরফিয়াস-এর দেখা হবে। মরফিয়াস আবারও থমাস অ্যান্ডারসনের সামনে নীল ও লাল রঙের দুটি ক্যাপসুল নিয়ে হাজির হয়। থমাস যদি নীল রঙের ক্যাপসুলটি খায়, তাহলে সে ম্যাট্রিক্সের মধ্যে আটকা পড়ে থাকবে। বাস্তব পৃথিবী সম্পর্কে তার কখনও জানা হবে না।
আর সে যদি লাল রঙের ক্যাপসুটি খায়, তাহলে বাস্তব পৃথিবী সম্পর্কে জানতে পারবে। তার জন্য জ্ঞানের দুয়ার খুলে যাবে। ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার মতো এখানেও থমাস অ্যান্ডারসন লাল ক্যাপসুলটি বেছে নিয়ে বাস্তব পৃথিবীর রহস্য উন্মোচনের কাজে নামবে।
প্রায় দুই দশক পর পর্দায় আসছে হলিউডের জনপ্রিয় ‘দ্য ম্যাট্রিক্স’ সিরিজের নতুন সিনেমা। ২২ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পাবেন বড় পর্দায়। ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ আগামীকাল থেকে দেখা যাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমার শুটিং শুরু হয়। এছাড়াও জার্মানি ও যুক্তরাষ্ট্রের শিকাগোতে হয়েছে সিনেমাটির শুটিং। ‘দ্য ম্যাট্রিক্স’-এর চতুর্থ পর্বে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস ছাড়াও থাকছেন নিল প্যাট্রিক হ্যারিস, জেসিকা হেনউকসহ একঝাঁক জনপ্রিয় হলিউড তারকা।
‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এ দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা।
১৯৯৯ সালে মুক্তি পায় বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স’। মুক্তির পরপরই সিনেমাটি ব্যাপক সাড়া পায়। এরপর ২০০৩ সালে মুক্তি পায় এই সিরিজের পরের দুটি সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ ও ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’।
আগের তিন পর্বের মতো এবারও পরিচালনায় থাকছেন লানা ওকাভস্কি। নিও ও ট্রিনিটি চরিত্রে থাকছেন কিয়ানু রিভস ও ক্যারি অ্যান মস। ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার কাহিনি যেখান থেকে শুরু হয়েছিল, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর গল্প ফিরে যাবে ঠিক সেখানেই। অর্থাৎ ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমায় ‘দ্য ম্যাট্রিক্স’-এর কাহিনীর পুনরুত্থান ঘটবে।
সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’-এ নিও ও ট্রিনিটি মারা যায়। তাই এবারের সিনেমায় এই দুটি চরিত্রকে কীভাবে উপস্থাপন করা হবে— এ নিয়ে দর্শকদের জল্পনা কল্পনার শেষ ছিল না। তবে সিনেমার ট্রেলার দেখে অনেকেই বুঝতে পেরেছেন কীভাবে এই দুটি চরিত্রকে ফিরিয়ে আনা হবে।
সিরিজের এবারের পর্বে নিও ও ট্রিনিটি নিজেদের অস্তিত্ব ভুলে গেছে। একে অন্যকে চিনতে পারছে না তারা। কীভাবে তারা ফিরেছে সেই রহস্যের ইঙ্গিত লুকিয়ে আছে ছবির নামে। ট্রেলার দেখে বোঝা যায়, নিও পুণরায় তার থমাস অ্যান্ডারসন সত্ত্বায় ফিরে যায় আর সে ম্যাট্রিক্স সম্পর্কে সবকিছু ভুলে যায়।
এ ছাড়াও থমাস অ্যান্ডারসন তার স্বপ্নে অদ্ভুত সব জিনিস দেখা শুরু করে। এই স্বপ্ন নিয়ে তার মনে নানা রকমের প্রশ্ন জাগে। তাই সে এসব স্বপ্নের রহস্য উন্মোচন করার চেষ্টা শুরু করে। এই সিনেমায় কিছুটা ভিন্নভাবে তার সাথে মরফিয়াস-এর দেখা হবে। মরফিয়াস আবারও থমাস অ্যান্ডারসনের সামনে নীল ও লাল রঙের দুটি ক্যাপসুল নিয়ে হাজির হয়। থমাস যদি নীল রঙের ক্যাপসুলটি খায়, তাহলে সে ম্যাট্রিক্সের মধ্যে আটকা পড়ে থাকবে। বাস্তব পৃথিবী সম্পর্কে তার কখনও জানা হবে না।
আর সে যদি লাল রঙের ক্যাপসুটি খায়, তাহলে বাস্তব পৃথিবী সম্পর্কে জানতে পারবে। তার জন্য জ্ঞানের দুয়ার খুলে যাবে। ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার মতো এখানেও থমাস অ্যান্ডারসন লাল ক্যাপসুলটি বেছে নিয়ে বাস্তব পৃথিবীর রহস্য উন্মোচনের কাজে নামবে।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে