মারভেল স্টুডিওর ‘এটারনালস’ মুভিটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় উইকেন্ডে ব্যবসায় কিছুটা মন্দাভাব এলেও বক্স অফিসে এখনো শীর্ষেই রয়েছে।
গত রোববার মারভেল জানিয়েছে, তাদের হিসাবে, শেষ সপ্তাহে মুভিটি ২ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে। এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আয় দাঁড়াল ১১ কোটি ৮৮ লাখ ডলার।
অস্কার বিজয়ী নির্মাতা ক্লো ঝাও পরিচালিত ‘এটারনালস’ মুভিটিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, কুমাইল নানজিয়ানি এবং জেমা চ্যান। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটি ৬১ শতাংশ কম আয় করেছে। অবশ্য সুপারহিরো মুভির জন্য এমন ঘটনা বিরল নয়। এর আগেও ডিজনি ও মারভেলের ‘শ্যাং চাই’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় ৫২ শতাংশ কমে গিয়েছিল।
দুটো মুভিই বক্স অফিসে একচেটিয়া ব্যবসা করেছে। দুটির অর্জনের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে, শ্যাং চাই দর্শকদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছে।
শ্যাং চাই মূলত এশিয়ান সুপারহিরো মুভিটি। এই সপ্তাহান্তে ছবিটি ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এটারনালস এরই মধ্যে ২৮ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে। যা ছবিটিকে বক্স অফিসে প্রথমে নিয়ে গেছে।
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ’। এটি একই সঙ্গে দর্শকদের জন্য প্যারামাউন্ট প্লাসে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ৩ হাজার ৭০০টি থিয়েটার থেকে মাত্র পাঁচ দিনে আয় করেছে প্রায় ১ কোটি ৬৪ লাখ ডলার। আর মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে আয় করেছে ২ কোটি ২০ লাখ ডলার।
এ দুটিসহ বক্স অফিসে শীর্ষ পাঁচটি ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে-ডিউন, নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কারনেজ।
উল্লেখ্য, ভেনম-২ হলো মহামারি সময়ের দ্বিতীয় ছবি যেটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এই সপ্তাহে ২০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। প্রথম ছবিটি ‘শ্যাং চাই’।
মারভেল স্টুডিওর ‘এটারনালস’ মুভিটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় উইকেন্ডে ব্যবসায় কিছুটা মন্দাভাব এলেও বক্স অফিসে এখনো শীর্ষেই রয়েছে।
গত রোববার মারভেল জানিয়েছে, তাদের হিসাবে, শেষ সপ্তাহে মুভিটি ২ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে। এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আয় দাঁড়াল ১১ কোটি ৮৮ লাখ ডলার।
অস্কার বিজয়ী নির্মাতা ক্লো ঝাও পরিচালিত ‘এটারনালস’ মুভিটিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, কুমাইল নানজিয়ানি এবং জেমা চ্যান। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটি ৬১ শতাংশ কম আয় করেছে। অবশ্য সুপারহিরো মুভির জন্য এমন ঘটনা বিরল নয়। এর আগেও ডিজনি ও মারভেলের ‘শ্যাং চাই’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় ৫২ শতাংশ কমে গিয়েছিল।
দুটো মুভিই বক্স অফিসে একচেটিয়া ব্যবসা করেছে। দুটির অর্জনের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে, শ্যাং চাই দর্শকদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছে।
শ্যাং চাই মূলত এশিয়ান সুপারহিরো মুভিটি। এই সপ্তাহান্তে ছবিটি ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এটারনালস এরই মধ্যে ২৮ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে। যা ছবিটিকে বক্স অফিসে প্রথমে নিয়ে গেছে।
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ’। এটি একই সঙ্গে দর্শকদের জন্য প্যারামাউন্ট প্লাসে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ৩ হাজার ৭০০টি থিয়েটার থেকে মাত্র পাঁচ দিনে আয় করেছে প্রায় ১ কোটি ৬৪ লাখ ডলার। আর মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে আয় করেছে ২ কোটি ২০ লাখ ডলার।
এ দুটিসহ বক্স অফিসে শীর্ষ পাঁচটি ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে-ডিউন, নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কারনেজ।
উল্লেখ্য, ভেনম-২ হলো মহামারি সময়ের দ্বিতীয় ছবি যেটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এই সপ্তাহে ২০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। প্রথম ছবিটি ‘শ্যাং চাই’।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে