Ajker Patrika

এগিয়ে চলছে ‘গেম অব থ্রোনস’ এর প্রিকুয়েলের শুটিং

বিনোদন ডেস্ক
এগিয়ে চলছে ‘গেম অব থ্রোনস’ এর প্রিকুয়েলের শুটিং

ঢাকা: তুমুল জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’ এর বহু আকাঙ্ক্ষিত প্রিকুয়েল ‘হাউস অব দ্য ড্রাগনে’র নির্মাণ কাজ শুরু হয়েছে। নতুন সিরিজটির পটভূমি ‘গেম অব থ্রোনসে’র ৩০০ বছর আগের। এটি জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে টার্গারিয়েন পরিবারের গল্প দেখাবে। এটি আগামী বছর এইচবিও ম্যাক্সে প্রচার হওয়ার কথা রয়েছে।

সিরিজটিতে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করবেন ‘ডক্টর হু’ তারকা স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাবে কন্সিডাইনকে।

এ সিরিজের প্রেক্ষাপট ‘গেম অব থ্রোনস’ -এর ৩০০ বছর আগের কাহিনি। ‘গেম অব থ্রোনস’- এরই লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হচ্ছে এটি।

এর আগে প্রযোজনা–পূর্ববর্তী কাজের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা গেছে, সামাজিক দূরত্ব বজায় রেখে অভিনয়শিল্পীরা চিত্রনাট্য পাঠ করছেন। কে কোন চরিত্র করছেন, তারও কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে রাই ইফান্সকে ওটো হাইটাওয়ার, অলিভিয়া কুককে অ্যালিসেন্ট হাইটাওয়ার, ম্যাট স্মিথকে প্রিন্স ডায়েমন টারগারিয়ান, প্যাডি কনসিডাইনকে রাজা ভিসেরিস টারগারিয়ান, স্টিভ টুসেইন্টকে দ্য স্ন্যাক, এমা ডরসিকে প্রিন্সেস রায়েনিরা টারগারিয়ান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

‘গেম অব থ্রোনস’ এর বহু প্রিকুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’এর আগে ২০১১ সালে শুরু হয়ে ‘গেম অব থ্রোনস’ চলে ২০১৯ সাল পর্যন্ত। তখনই ভক্তদের জানানো হয়েছিল যে মার্কিন চ্যানেল এইচবিও পাস করেছে সিরিজটির প্রিকুয়েল (আগের ঘটনা)। নাম দেওয়া হয়েছে ‘হাউস অব ড্রাগন’।

বিভিন্ন রাজপরিবারের সিংহাসন পাওয়ার লড়াই নিয়ে ছিল ‘গেম অব থ্রোনস’ -এর কাহিনি। সিরিজটি শেষ হয় টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে। প্রিকুয়েলে সেই টারগারিয়ান পরিবারের ইতিহাস তুলে ধরা হবে। এইচবিওর প্রোগ্রাম প্রেসিডেন্ট কেজি ব্লয়েজ বলেছিলেন, ‘“দ্য গেম অব থ্রোনস’’ নানা শক্তিশালী গল্পে ভরা। আমরা হাউস অব টারগারিয়ানকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এবং ওয়েস্টারাসের প্রাথমিক দিনগুলো তুলে আনব। এ প্রকল্পের নেতৃত্ব দেবেন মিগুয়েল, রায়ান ও জর্জ।’’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত