ঢাকা: হলিউডের আলোচিত-সমালোচিত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। প্রযোজনা করবেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। হলিউডের একসময়ের প্রভাবশালী এই প্রযোজকের যৌন কেলেঙ্কারির ঘটনা নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রথম ফাঁস করেন আমেরিকার দুই নারী সাংবাদিক মেগান টুয়ি ও জোডি ক্যান্টর।
নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টেইনের যৌন কেলেঙ্কারির ঘটনা নিয়ে ২০১৭ সালের ৫ অক্টোবর নিউইয়র্ক টাইমসে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। দুই সাংবাদিক মেগান টুয়ি ও জোডি ক্যান্টরের লেখা সেসব প্রতিবেদন ‘শি সেইড: ব্রেকিং দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট স্টোরি দ্যাট হেল্পড ইগনাইট অ্যা মুভমেন্ট’ নামে গ্রন্থ আকারে প্রকাশিত হয় ২০১৯ সালে। এর মাধ্যমে পুলিৎজার পুরস্কার পান তাঁরা। হার্ভি ওয়াইনস্টেইনের বিরুদ্ধে অনুসন্ধান করার নেপথ্য ঘটনা ও প্রতিবেদন প্রকাশের পর দুই নারী সাংবাদিক যেসব আইনি জটিলতায় পড়েছেন, সেসব গল্প রয়েছে ‘শি সেইড’ গ্রন্থে। সেই ঘটনাকে ভিত্তি করে নির্মিত হবে ছবিটি। বইয়ের নামেই ছবির নাম রাখা হয়েছে। এতে দুই সাংবাদিক চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন হলিউড অভিনেত্রী কারি মালিগ্যান ও জোয়ি কাজান।
প্রযোজনার দায়িত্ব নিলেও এই ছবিতে অভিনয় করছেন না ব্র্যাড পিট। ব্র্যাড পিটের প্রযোজনা প্রতিষ্ঠান প্ল্যান বি গল্পের স্বত্ব কিনে নিয়েছে। এটি পরিচালনা করবেন জার্মানির পরিচালক মারিয়া শ্রেডার।
হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণসহ যৌন হয়রানির দুই ডজনের বেশি অভিযোগ আছে। ধর্ষণ ও হেনস্তার অভিযোগে হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের আদালত। যদিও হার্ভে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সম্মতি ছাড়া তিনি কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করেননি।
হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসতে শুরু করে। যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাশট্যাগ ‘# মিটু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন।
ঢাকা: হলিউডের আলোচিত-সমালোচিত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। প্রযোজনা করবেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। হলিউডের একসময়ের প্রভাবশালী এই প্রযোজকের যৌন কেলেঙ্কারির ঘটনা নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রথম ফাঁস করেন আমেরিকার দুই নারী সাংবাদিক মেগান টুয়ি ও জোডি ক্যান্টর।
নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টেইনের যৌন কেলেঙ্কারির ঘটনা নিয়ে ২০১৭ সালের ৫ অক্টোবর নিউইয়র্ক টাইমসে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। দুই সাংবাদিক মেগান টুয়ি ও জোডি ক্যান্টরের লেখা সেসব প্রতিবেদন ‘শি সেইড: ব্রেকিং দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট স্টোরি দ্যাট হেল্পড ইগনাইট অ্যা মুভমেন্ট’ নামে গ্রন্থ আকারে প্রকাশিত হয় ২০১৯ সালে। এর মাধ্যমে পুলিৎজার পুরস্কার পান তাঁরা। হার্ভি ওয়াইনস্টেইনের বিরুদ্ধে অনুসন্ধান করার নেপথ্য ঘটনা ও প্রতিবেদন প্রকাশের পর দুই নারী সাংবাদিক যেসব আইনি জটিলতায় পড়েছেন, সেসব গল্প রয়েছে ‘শি সেইড’ গ্রন্থে। সেই ঘটনাকে ভিত্তি করে নির্মিত হবে ছবিটি। বইয়ের নামেই ছবির নাম রাখা হয়েছে। এতে দুই সাংবাদিক চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন হলিউড অভিনেত্রী কারি মালিগ্যান ও জোয়ি কাজান।
প্রযোজনার দায়িত্ব নিলেও এই ছবিতে অভিনয় করছেন না ব্র্যাড পিট। ব্র্যাড পিটের প্রযোজনা প্রতিষ্ঠান প্ল্যান বি গল্পের স্বত্ব কিনে নিয়েছে। এটি পরিচালনা করবেন জার্মানির পরিচালক মারিয়া শ্রেডার।
হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণসহ যৌন হয়রানির দুই ডজনের বেশি অভিযোগ আছে। ধর্ষণ ও হেনস্তার অভিযোগে হার্ভে ওয়েনস্টেইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের আদালত। যদিও হার্ভে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সম্মতি ছাড়া তিনি কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করেননি।
হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসতে শুরু করে। যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাশট্যাগ ‘# মিটু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে