অস্কারের পর বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রবিষয়ক অ্যাওয়ার্ড শো এটি। ১৯৪৪ সাল থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিচ্ছে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। আজ ৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোবের ৮১তম আসরের পুরস্কার পর্ব।
৮১তম গোল্ডেন গ্লোবের মঞ্চে বাজিমাত করল ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, পরিচালকের পুরস্কার থেকে সেরা অভিনেতার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছে ২০২৩ সালে সাড়া ফেলে দেওয়া এই সিনেমা। ক্রিস্টোফার নোলান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার, কিলিয়ান মারফির ঝুলিতে গেল সেরা অভিনেতার পুরস্কার। ‘ওপেনহাইমার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।
‘বেস্ট মোশন পিকচার—ড্রামা’ ক্যাটাগরিতে ওপেনহাইমারের সঙ্গে মনোনয়ন তালিকায় ছিল—‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ট্রো’, ‘পাস্ট লাইভস’, ‘দ্য জোন অব ইনটারেস্ট’ ও ‘অ্যানাটমি অব আ ফল’।
এদিকে ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা’ ক্যাটাগরিতে কিলিয়ান মারফির সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিলেন, ‘মায়েস্ট্রো’ সিনেমার জন্য ব্রাডলি কুপার, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও, ‘রাস্টিন’ সিনেমার জন্য কোলম্যান ডেমিঙ্গো, ‘অল অব আস স্ট্রেঞ্জারস’ সিনেমার জন্য অ্যান্ড্রু স্কট, এবং ‘সল্টবার্ন’ সিনেমার জন্য অভিনেতা ব্যারি কিওগান।
সেরা অভিনেতা কিলিয়ন মারফি মঞ্চে উঠতেই সকলের উদ্দেশে বললেন, ‘যেদিন ক্রিস্টোফার নোলানের সেটে পা রেখেছিলাম সেদিনই বুঝেছিলাম, আলাদা কিছু একটা ঘটতে চলেছে।’ ‘ওপেনহাইমার’-এর জন্য সেরা অরিজিনাল স্কোর-এর পুরস্কার জিতেছেন লুডিং গ্রনসনস। অন্যদিকে, গত বছর একই সময়ে মুক্তি পাওয়া ‘বার্বি’ জিতল সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট-এর পুরস্কার। বক্স অফিসে ‘ওপেনহাইমার’কে টেক্কা দিতে পারলেও গোল্ডেন গ্লোবসে ওপেনহাইমারের সঙ্গে পাত্তায় পেল না ‘বার্বি’।
‘বেস্ট ডিরেক্টর, মোশন পিকচার’ ক্যাটাগরিতে ক্রিস্টোফার নোলানের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন—‘মায়েস্ট্রো’ নির্মাতা ব্রাডলি কুপার, ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারইগ, ‘পুওর থিংস’ সিনেমার জন্য ইয়োর্গস লান্থিমোস, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য মার্টিন স্করসেজি এবং ‘পাস্ট লাইভস’ সিনেমার জন্য নির্মাতা সেলিন সং।
‘বেস্ট সাপোটিং অ্যাক্টর–মোশন পিকচার’ ক্যাটাগরিতে ‘ওপেনহাইমার’ অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন—‘পুওর থিংস’ সিনেমার জন্য উইলাম ডিফো, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য রবার্ট ডিনিরো, ‘বার্বি’ সিনেমার জন্য রায়ান গসলিং, ‘মে ডিসেম্বর’ এর জন্য চার্লস মেলটন এবং ‘পুওর থিংস’ সিনেমার জন্য মার্ক রাফালো।
উল্লেখ্য, পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ‘ওপেনহাইমার’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মারফি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, রামি মালেকের মতো জনপ্রিয় অভিনেতারা।
অস্কারের পর বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রবিষয়ক অ্যাওয়ার্ড শো এটি। ১৯৪৪ সাল থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিচ্ছে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। আজ ৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোবের ৮১তম আসরের পুরস্কার পর্ব।
৮১তম গোল্ডেন গ্লোবের মঞ্চে বাজিমাত করল ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, পরিচালকের পুরস্কার থেকে সেরা অভিনেতার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছে ২০২৩ সালে সাড়া ফেলে দেওয়া এই সিনেমা। ক্রিস্টোফার নোলান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার, কিলিয়ান মারফির ঝুলিতে গেল সেরা অভিনেতার পুরস্কার। ‘ওপেনহাইমার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।
‘বেস্ট মোশন পিকচার—ড্রামা’ ক্যাটাগরিতে ওপেনহাইমারের সঙ্গে মনোনয়ন তালিকায় ছিল—‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ট্রো’, ‘পাস্ট লাইভস’, ‘দ্য জোন অব ইনটারেস্ট’ ও ‘অ্যানাটমি অব আ ফল’।
এদিকে ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা’ ক্যাটাগরিতে কিলিয়ান মারফির সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিলেন, ‘মায়েস্ট্রো’ সিনেমার জন্য ব্রাডলি কুপার, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও, ‘রাস্টিন’ সিনেমার জন্য কোলম্যান ডেমিঙ্গো, ‘অল অব আস স্ট্রেঞ্জারস’ সিনেমার জন্য অ্যান্ড্রু স্কট, এবং ‘সল্টবার্ন’ সিনেমার জন্য অভিনেতা ব্যারি কিওগান।
সেরা অভিনেতা কিলিয়ন মারফি মঞ্চে উঠতেই সকলের উদ্দেশে বললেন, ‘যেদিন ক্রিস্টোফার নোলানের সেটে পা রেখেছিলাম সেদিনই বুঝেছিলাম, আলাদা কিছু একটা ঘটতে চলেছে।’ ‘ওপেনহাইমার’-এর জন্য সেরা অরিজিনাল স্কোর-এর পুরস্কার জিতেছেন লুডিং গ্রনসনস। অন্যদিকে, গত বছর একই সময়ে মুক্তি পাওয়া ‘বার্বি’ জিতল সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট-এর পুরস্কার। বক্স অফিসে ‘ওপেনহাইমার’কে টেক্কা দিতে পারলেও গোল্ডেন গ্লোবসে ওপেনহাইমারের সঙ্গে পাত্তায় পেল না ‘বার্বি’।
‘বেস্ট ডিরেক্টর, মোশন পিকচার’ ক্যাটাগরিতে ক্রিস্টোফার নোলানের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন—‘মায়েস্ট্রো’ নির্মাতা ব্রাডলি কুপার, ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারইগ, ‘পুওর থিংস’ সিনেমার জন্য ইয়োর্গস লান্থিমোস, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য মার্টিন স্করসেজি এবং ‘পাস্ট লাইভস’ সিনেমার জন্য নির্মাতা সেলিন সং।
‘বেস্ট সাপোটিং অ্যাক্টর–মোশন পিকচার’ ক্যাটাগরিতে ‘ওপেনহাইমার’ অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন—‘পুওর থিংস’ সিনেমার জন্য উইলাম ডিফো, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য রবার্ট ডিনিরো, ‘বার্বি’ সিনেমার জন্য রায়ান গসলিং, ‘মে ডিসেম্বর’ এর জন্য চার্লস মেলটন এবং ‘পুওর থিংস’ সিনেমার জন্য মার্ক রাফালো।
উল্লেখ্য, পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ‘ওপেনহাইমার’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মারফি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, রামি মালেকের মতো জনপ্রিয় অভিনেতারা।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে