আনিকা জীনাত
তার কাছে হলিউডের গল্প শুনতে গেলে কখনো বিরক্ত হবেন না। কথায় কথায় যেন অচেনা এক জগতের পর্দা সরাতে থাকেন তিনি। ডিজনি, ওয়ার্নার ব্রাদার্স ও টোয়েন্টি সেঞ্চুরি ফক্সের মতো বিখ্যাত ফিল্ম স্টুডিওর সঙ্গে কাজের অভিজ্ঞতা যাঁর আছে, তাঁর কথা তো মন দিয়েই শুনতেই হবে। তাই শুনতে বসতেই হলো ইশতিয়াক আহমেদ অনিকের গল্প।
খাঁটি বাংলাদেশি। পড়াশোনা করেছেন আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি)। সিনেমা বানানোর আগ্রহ থেকেই ভর্তি হয়েছিলেন মিডিয়া ও মাস কমিউনিকেশনে। বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে চাকরিও করেছেন কিছুদিন। হঠাৎ সব ছেড়ে কানাডায়, ২০১৪ সালে।
সেখানে গিয়ে সিনেমার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন ইশতিয়াক। তারপর একটু একটু অভিজ্ঞতা জমিয়ে এখন কাজ করছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। টিভি সিরিজ ও সিনেমার অ্যাসিস্ট্যান্ট লোকেশন ম্যানেজারের কাজও করেন প্রায়ই।
অ্যাসিস্ট্যান্ট লোকেশন ম্যানেজার হিসেবে তার কাজ হলো লোকেশন নির্ধারণ হওয়ার পর নির্দিষ্ট দিনে সেটে যা যা লাগবে সব কিছুর লজিস্টিকাল সাপোর্ট দেওয়া। অনেক সিনেমা বা টিভি সিরিজে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ও কাজ করেছেন।
এই পদে চারজন থাকেন। তাঁদের প্রত্যেককে পরিচালকের নির্দেশে কাজ করতে হয়। অভিনয়শিল্পীকে রেডি করা থেকে শুরু করে কাজ বুঝিয়ে দেওয়া—এই কাজে ভালো করতে পারলে তবেই মেলে ডিরেক্টর হওয়ার সুযোগ। প্রোডাকশন অ্যাসিসট্যান্ট হিসেবে তিনি কাজ করেছেন ‘কোল্ড পারসুইট’, ‘দ্য প্রিডেটর’, ‘ডেডপুল ২’, ‘স্কাইস্ক্রাপার’ সিনেমায়।
ইশতিয়াক বললেন, ‘শুটিংয়ের কাজ নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা আছে। সবাই ভাবে, হলিউডে কাজ করতে গেলে দামি কোনো ফিল্ম স্কুলে যেতে হবে। বিষয়টি মোটেও তা নয়। ডিরেক্টর, প্রোডিউসার, ক্যামেরাম্যান—যেই হোক না কেন, তাকে শুরু করতে হয় প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। নিজেকে উপস্থাপন করাই এখানে মূল কথা।’
৯টা-৫টা চাকরি করার জায়গাও নয় এটা। সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয় গড়ে ১৫ থেকে ১৮ ঘণ্টা। সপ্তাহের অন্যান্য দিন অ্যাকশন সিনেমার মতো খুব দ্রুতগতিতে কাটে। তাই সবাই মানিয়ে নিতে পারেন না। যাঁরা চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করেন, জায়গাটা তাঁদের। আয়ও বেশি। সাধারণ কানাডিয়ান নাগরিকদের চেয়ে শুটিং সেটের সদস্যরা কয়েক গুণ বেশি আয় করেন।
শুটিং ইউনিটের কাজ চলে মিলিটারি স্টাইলে। এখানে রুটিন ধরে ধরে দৃশ্য নেওয়া হয়। কয়টায় শুটিং শুরু হবে, কোন দৃশ্য কখন নেওয়া হবে, কতক্ষণ নেওয়া হবে সেটা ‘কল শিট’ দেখে ঠিক করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা।
ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের প্রতিটি শহরে দিনে ৪০ থেকে ৬০টি প্রোডাকশনের কাজ চলে। এর মূল কারণ হলো কানাডায় শুটিং করতে খরচ অনেক কম পড়ে। যুক্তরাষ্ট্রের তুলনায় ট্যাক্স দিতে হয় ১০ ভাগের এক ভাগ। যেকোনো জায়গায় শুটিংয়ের অনুমতিও দুই দিনের মধ্যে সহজেই পাওয়া যায়। হলিউডের বড় বড় ফিল্ম কোম্পানির কয়েকটি করে স্টুডিও আছে কানাডায়। সব ধরনের লোকেশন পাওয়া যায় ওখানে—সমুদ্র, পাহাড়, মরু অঞ্চল, বরফ। কারিগরি সুবিধাও আছে। পানির নিচে বিস্ফোরণ হোক বা প্লেন থেকে ঝাঁপ দেওয়া—সব রকমের দৃশ্য ধারণের উন্নত সুবিধা। আগেই বলা হয়েছে, সবকিছুর জন্য যুক্তরাষ্ট্রের তুলনায় খরচ অনেক কমে যায়। তাই ফিল্ম স্টুডিওর কমতি নেই ওখানে।
এরই মধ্যে ডোয়াইন জনসন, লিয়াম নিসন ও মাইকেল মালার্কির সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে ইশতিয়াকের।
টিভি সিরিজ ‘প্রোজেক্ট ব্লু বুক সিজন ২’- এ কাজ করতে গিয়ে এইডেন জিলিয়ানের সঙ্গেও পরিচয় হয়েছে। ‘গেম অব থ্রোনস’ ভক্তরা এইডেনকে চেনেন লর্ড বেইলিশ বা লিটল ফিঙ্গার নামে।
তারকাদের কাছাকাছি থাকলেও নিজের কাজকর্মের কথা ঘটা করে সবাইকে জানান না ইশতিয়াক। কিছুদিন আগে বিয়ে করেছেন। ছুটিতে আপাতত দেশেই আছেন তিনি। ছুটি শেষে আবারও ফিরে যাবেন সিনেমার টানে। ফিল্ম স্টুডিওর রঙিন জগতে।
তার কাছে হলিউডের গল্প শুনতে গেলে কখনো বিরক্ত হবেন না। কথায় কথায় যেন অচেনা এক জগতের পর্দা সরাতে থাকেন তিনি। ডিজনি, ওয়ার্নার ব্রাদার্স ও টোয়েন্টি সেঞ্চুরি ফক্সের মতো বিখ্যাত ফিল্ম স্টুডিওর সঙ্গে কাজের অভিজ্ঞতা যাঁর আছে, তাঁর কথা তো মন দিয়েই শুনতেই হবে। তাই শুনতে বসতেই হলো ইশতিয়াক আহমেদ অনিকের গল্প।
খাঁটি বাংলাদেশি। পড়াশোনা করেছেন আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি)। সিনেমা বানানোর আগ্রহ থেকেই ভর্তি হয়েছিলেন মিডিয়া ও মাস কমিউনিকেশনে। বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকে চাকরিও করেছেন কিছুদিন। হঠাৎ সব ছেড়ে কানাডায়, ২০১৪ সালে।
সেখানে গিয়ে সিনেমার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন ইশতিয়াক। তারপর একটু একটু অভিজ্ঞতা জমিয়ে এখন কাজ করছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। টিভি সিরিজ ও সিনেমার অ্যাসিস্ট্যান্ট লোকেশন ম্যানেজারের কাজও করেন প্রায়ই।
অ্যাসিস্ট্যান্ট লোকেশন ম্যানেজার হিসেবে তার কাজ হলো লোকেশন নির্ধারণ হওয়ার পর নির্দিষ্ট দিনে সেটে যা যা লাগবে সব কিছুর লজিস্টিকাল সাপোর্ট দেওয়া। অনেক সিনেমা বা টিভি সিরিজে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ও কাজ করেছেন।
এই পদে চারজন থাকেন। তাঁদের প্রত্যেককে পরিচালকের নির্দেশে কাজ করতে হয়। অভিনয়শিল্পীকে রেডি করা থেকে শুরু করে কাজ বুঝিয়ে দেওয়া—এই কাজে ভালো করতে পারলে তবেই মেলে ডিরেক্টর হওয়ার সুযোগ। প্রোডাকশন অ্যাসিসট্যান্ট হিসেবে তিনি কাজ করেছেন ‘কোল্ড পারসুইট’, ‘দ্য প্রিডেটর’, ‘ডেডপুল ২’, ‘স্কাইস্ক্রাপার’ সিনেমায়।
ইশতিয়াক বললেন, ‘শুটিংয়ের কাজ নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা আছে। সবাই ভাবে, হলিউডে কাজ করতে গেলে দামি কোনো ফিল্ম স্কুলে যেতে হবে। বিষয়টি মোটেও তা নয়। ডিরেক্টর, প্রোডিউসার, ক্যামেরাম্যান—যেই হোক না কেন, তাকে শুরু করতে হয় প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। নিজেকে উপস্থাপন করাই এখানে মূল কথা।’
৯টা-৫টা চাকরি করার জায়গাও নয় এটা। সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয় গড়ে ১৫ থেকে ১৮ ঘণ্টা। সপ্তাহের অন্যান্য দিন অ্যাকশন সিনেমার মতো খুব দ্রুতগতিতে কাটে। তাই সবাই মানিয়ে নিতে পারেন না। যাঁরা চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করেন, জায়গাটা তাঁদের। আয়ও বেশি। সাধারণ কানাডিয়ান নাগরিকদের চেয়ে শুটিং সেটের সদস্যরা কয়েক গুণ বেশি আয় করেন।
শুটিং ইউনিটের কাজ চলে মিলিটারি স্টাইলে। এখানে রুটিন ধরে ধরে দৃশ্য নেওয়া হয়। কয়টায় শুটিং শুরু হবে, কোন দৃশ্য কখন নেওয়া হবে, কতক্ষণ নেওয়া হবে সেটা ‘কল শিট’ দেখে ঠিক করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা।
ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের প্রতিটি শহরে দিনে ৪০ থেকে ৬০টি প্রোডাকশনের কাজ চলে। এর মূল কারণ হলো কানাডায় শুটিং করতে খরচ অনেক কম পড়ে। যুক্তরাষ্ট্রের তুলনায় ট্যাক্স দিতে হয় ১০ ভাগের এক ভাগ। যেকোনো জায়গায় শুটিংয়ের অনুমতিও দুই দিনের মধ্যে সহজেই পাওয়া যায়। হলিউডের বড় বড় ফিল্ম কোম্পানির কয়েকটি করে স্টুডিও আছে কানাডায়। সব ধরনের লোকেশন পাওয়া যায় ওখানে—সমুদ্র, পাহাড়, মরু অঞ্চল, বরফ। কারিগরি সুবিধাও আছে। পানির নিচে বিস্ফোরণ হোক বা প্লেন থেকে ঝাঁপ দেওয়া—সব রকমের দৃশ্য ধারণের উন্নত সুবিধা। আগেই বলা হয়েছে, সবকিছুর জন্য যুক্তরাষ্ট্রের তুলনায় খরচ অনেক কমে যায়। তাই ফিল্ম স্টুডিওর কমতি নেই ওখানে।
এরই মধ্যে ডোয়াইন জনসন, লিয়াম নিসন ও মাইকেল মালার্কির সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে ইশতিয়াকের।
টিভি সিরিজ ‘প্রোজেক্ট ব্লু বুক সিজন ২’- এ কাজ করতে গিয়ে এইডেন জিলিয়ানের সঙ্গেও পরিচয় হয়েছে। ‘গেম অব থ্রোনস’ ভক্তরা এইডেনকে চেনেন লর্ড বেইলিশ বা লিটল ফিঙ্গার নামে।
তারকাদের কাছাকাছি থাকলেও নিজের কাজকর্মের কথা ঘটা করে সবাইকে জানান না ইশতিয়াক। কিছুদিন আগে বিয়ে করেছেন। ছুটিতে আপাতত দেশেই আছেন তিনি। ছুটি শেষে আবারও ফিরে যাবেন সিনেমার টানে। ফিল্ম স্টুডিওর রঙিন জগতে।
বরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
২ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
২ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
১৪ ঘণ্টা আগে